কেনিয়ার মাও মাও আন্দোলন সম্পর্কে আলোচনা কর

কেনিয়ার মাও মাও আন্দোলন
ব্রিটিশ উপনিবেশ কেনিয়ার জলবায়ু বসবাসের পক্ষে খুব ভালো ছিল ৷ তাই কেনিয়ার উচ্চভূমি অঞ্চলে হাজার হাজার শ্রেতাঙ্গ বসবাস শুরু করে ৷ তাই স্থানীয় কিকিয়ু উপজাতি যারা ছিল কেনিয়ার সংখ্যাগরিষ্ঠ তাদের শ্বেতাঙ্গরা কোলঠাসা করে তোলে ৷ এই সমস্ত শ্বেতাঙ্গরা কেনিয়া কিকিয়ুদের জমি ক্রমে ক্রমে গ্রাস করতে থাকে ৷ এর ফলে কেনিয়া ও শ্বেতাঙ্গদের মধ্যে সংঘর্ষ ঘটতে থাকে ৷ কিকিয়ু জাতীয়তাবাদীরা হ্যারি ঠাকুরের অধীনে কিকিয়ু সমিতি গঠন করে, সভা সমিতির দ্বারা প্রতিবাদ জানাতে থাকে ৷ হেরি ঠাকুরকে কারাদণ্ড দেয়া হলে জনতা খেপে ওঠে ৷
কেনিয়া বসবাস কারীদের মধ্যে আয়ের কোন সাম্য না থাকায় জাতিবিদ্বেষ আরও তীব্র হয় ৷ ইউরোপীয় বাসিন্দাদের গড় বার্ষিক আয় ছিল ৬৬০ পাউন্ড এবং স্থানীয় কেনিয়াদের আই ছিল বার্ষিক ২৭ পাউন্ড মাত্র ৷ ১৯৪৬ খ্রিস্টাব্দে কেনিয়া আফ্রিকান ইউনিয়ন পার্টি গঠিত হলে জেমো কেনিয়াট্টা কেনিয় জাতীয়তাবাদের প্রাণপুরুষ হিসাবে দেখা দেন ৷ জেমো ছিলেন হ্যারি ঠাকুরের রাজনৈতিক শিষ্য ৷ তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে নৃতত্বের ডিগ্রী পান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেনিয়ায় ফিরে এসে কেনিয়ার স্বাধীনতা আন্দোলন পরিচালনা করেন ৷
ইতিমধ্যেই কেনিয়ায় এক ভয়াবহ উগ্র শ্বেতাঙ্গ বিরোধী দাঙ্গা শুরু হয় ৷ এই দাঙ্গাকে বলা হয় মাও মাও দাঙ্গা বা মাও মাও আন্দোলন ৷ কেনিয়ায় একটি গুপ্ত সমিতি ছিল যার নাম মাও মাও যেটি কিকিয়ু উপজাতিদের নিয়ে গঠিত ছিল ৷ মাও মাও শ্বেতাঙ্গদের হাত থেকে হৃত জমি পুনরুদ্ধারের চেষ্টা করেন ৷ এইজন্যই তারা হিংস্র দাঙ্গা শুরু করেন শ্বেতাঙ্গদের হত্যা করা হয় এবং সকল আফ্রিকান মাও মাওদের সমর্থন করেন ৷ ১৯৫২ খ্রিস্টাব্দ থেকে এই আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করতে থাকে ৷
ব্রিটিশ গভর্নর ইউলীন বেয়ারিং মাওমাও আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযানে জেম্মো কেনিয়াট্টা একটা সহ তার ২০০ জন সহযোগীকে গ্রেফতার করলে ৷ মাও মাও গন গ্রামকে উজাড় করতে থাকে, দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয় ৷ 1960 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ দমন করা হয়েছিল কিউকি জঙ্গিকে হত্যা করেছিলেন এবং ৯০ হাজার আন্দোলনকারীকে কারাগারে বিক্ষোভ করেছিলেন ৷ তবে শেষ পর্যন্ত 1963 খ্রিস্টাব্দে কেনিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করেন জেম্মো কেনিয়াট্টা দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হন ৷
তোমাকে অনেক ধন্যবাদ কেনিয়ার মাও মাও আন্দোলন সম্পর্কে আলোচনা কর এই নোটটি পড়ার জন্য