অবস্তালিনবাদ বা নিস্তালিনবাদ সম্পর্কে আলোচনা করো ৷

অবস্তালিনবাদ বা নিস্তালিনবাদ
১৯২৪ সালে লেনিনের মৃত্যুর পর জোসেফ স্তালিন ও ট্রটস্কির মধ্যে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব লাভের জন্য এক দ্বন্দ্বের সূত্রপাত হয় । এই দ্বন্দ্বে স্তালিন
জয়ী হয়ে সোভিয়েত কমিউনিস্ট পার্টির একচ্ছত্র নেতায় পরিণত হন । এরপর প্রায় ত্রিশ বছর ধরে সোভিয়েত ইউনিয়নে স্তালিন যুগ চালু ছিল । স্তালিনের মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে এক বিরাট পরিবর্তনের সূচনা হয় । এভাবে সোভিয়েত ইউনিয়নে শুরু হয় অবস্তালিনবাদ, যেখানে যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়।
১৯৫৬ সালে ফেব্রুয়ারীতে সোভিয়েত কমিউনিস্ট পার্টির বিংশতিতম সম্মেলনে ক্রুশ্চেভ স্তালিনের প্রবর্তিত নীতির তীর সমালোচনা করে স্তালিনকে স্বৈরাচারী জারের সাথে তুলনা করেন । এভাবে অবস্তালিনবাদের মাধ্যমে স্তালিনের চিন্তা-ভাবনাকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়।
তিন শান্তির তত্ত্বঃ ক্রুশ্চেভ বিভিন্ন মার্কসবাদী মনীষীদের রাজনৈতিক চিন্তাধারার সরলীকরণ করা শুরু করেন। তিনি কট্টর পুজিবাদ বিরোধীতা থেকে সোভিয়েত ইউনিয়নকে সরিয়ে আনেন। এরপর তিনি প্রচলন করেন 'তিন শান্তির তত্ত্ব' -শান্তিপূর্ণ সহবস্থান, শান্তিপূর্ণ প্রতিযোগিতা এবং শান্তিপূর্ণ পথে সমাজতান্ত্রিক উত্তরণ।
ক্রুশ্চেভ সোভিয়েত জনগণের কাছে তাঁর নতুন কর্মসূচী ঘোষণা করেন। এতে বলা হয়-
- সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করা হবে।
- গণতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি গড়ে তুলতে হবে।
- সশস্ত্র বিপ্লবের কোনো যৌক্তিকতা এখন আর নেই।
- সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির বাইরে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলিতে রুশ তথা সমাজতন্ত্রের প্রভাব বৃদ্ধি করা।
- জোট নিরপেক্ষ আন্দোলনকে যথাসম্ভব সাহায্য ও সমর্থন করা।
সীমাবদ্ধতাঃ
- ক্রুশ্চেভ তাঁর বক্তৃতায় একনায়কতন্ত্র শাসন-ব্যবস্থার উচ্ছেদ ঘাটিয়ে যৌথ নেতৃত্বের কথা বললেও পরবর্তীকালে তিনি নিজেই একব্যাক্তিকেন্দ্রিক শাসনব্যবস্থা প্রচলন করেন।
- বিদেশ নীতির ক্ষেত্রে পারস্পরিক সহাবস্থানের নীতি সর্বত্র সমভাবে প্রযোজ্য হয় নি।
- অন্ধ স্তালিন বিরোধীতাই ছিল তাঁর এই বক্তৃতার প্রধান উপজীবা ।
অবস্তালিনবাদ সোভিয়েত ইউনিয়নের সমস্ত ক্ষেত্রে এক ব্যাপক প্রভাব ফেলেছিল। এর ফলে সোভিয়েত কমিউনিস্ট পার্টির চেহারাও বহুলাংশে বদলে যায় । ঐতিহাসিক এরিক হবসনের মতে, সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির বিংশতিতম সম্মেলনে কমিউনিস্ট আন্দোলনের ধারা, ঐক্য ও সংহতি বিপন্ন হয়েছিল।
তোমাকে অনেক ধন্যবাদ অবস্তালিনবাদ বা নিস্তালিনবাদ সম্পর্কে আলোচনা করো ৷ এই নোটটি পড়ার জন্য