কুলটুর ক্যাম্প কি? বা,কুলটুর ক্যাম্প সম্পর্কে আলোচনা কর
কাউন্ট কাভ্যুরের নেতৃত্বে ঐক্যবদ্ধ ইতালি ও বিসমার্কের নেতৃত্বে ঐক্যবদ্ধ জার্মানির উত্থান পোপ বা রোমান ক্যাথলিক গির্জার অনুকূল ছিল না । ইটালি ঐক্যবদ্ধ হওয়ায় সেখানে পোপ তার রাজনৈতিক ক্ষমতা হারান ৷ অন্যদিকে ঐক্যবদ্ধ জার্মানিতে প্রটেস্টান প্রভাবিত উত্তর জার্মানি ক্যাথলিক প্রভাবিত দক্ষিণ জার্মানিতে প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করলে পোপ ক্ষুদ্ধ হয় ৷ ইতিপূর্বে ইউরোপের তৎকালীন জনপ্রিয় নতুন মূল্যবোধ, উদারনীতিবাদ,যুক্তিবাদ,বৈজ্ঞানিক সংস্কৃতি,প্রগতির ধারা প্রভৃতির সবকিছুই পোপ অধার্মিক বলে ঘোষণা করেছিলেন ৷ 1871 সালে পোপ "infebility degree" জারি করে ঘোষণা করেন যে ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় নৈতিকতার প্রশ্নে পোপর সিদ্ধান্ত চূড়ান্ত এবং তার বিরোধিতা করা হলো ধর্মাদ্রোহিতা ৷ ক্যাথলিক পোপর সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
এই ঘোষনার ফলে আগেই ইতালীয় জাতীয়তাবাদী ও পিডমন্টেরর মন্ত্রী কাভ্যুরের সঙ্গে পোপর বিবাদ দেখা যায়, বিসমার্ক ক্যাথলিকের বিচ্ছিন্নতাবাদী প্রবণতার শঙ্কিত হন ৷ জার্মান ক্যাথলিকরা সেন্টার পার্ক নামে এক রাজনৈতিক দল গঠন করে আইন সভায় তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করতে থাকেন ৷ বিসমার্ক গোপনে সমঝোতার প্রস্তাব দিলে ব্যর্থ হলেও জার্মান জাতীয়তাবাদী,উদার পন্থী ও রেডিক্যাল রাজনৈতিক দলগুলির সাহায্য নিয়ে ক্যাথলিকদের বিরুদ্ধে এক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে ৷ এই প্রতিরোধ প্রচেষ্টায় বিসমার্কের কুল্টুর ক্যাম্প নাম দেন ৷
ক্যাথলিকরা এবং সেন্টার পার্টি বিসমার্কের দমননীতির বিরুদ্ধে অহিংস প্রতিরোধ চালাতে থাকে ৷ তারা স্বেচ্ছায় কারাবাস ও জরিমানা বরণ করেন ৷ ক্যাথলিকদের শক্ত ঘাঁটি রাইনল্যান্ডের হাজার হাজার মানুষের মিছিল বের হয় । ক্যাথলিকরা বড় বড় জনসভা সংগঠিত করতে থাকে ৷ ক্যাথলিকরা নানা ধরনের সমাজ সেবামূলক প্রতিষ্ঠান ট্রেড ইউনিয়ন সর্বোপরি সেন্টার পার্টির ছত্রছায়ায় সংঘটিত হতে থাকে ৷ সেন্টার পার্টির জনপ্রিয়তা হতে থাকে এবং রাইখস্টাগে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করেন ৷
সেন্টার পার্টির উত্থানই বিসমার্কের কুল্টুর ক্যাম্পে নিষ্ফল প্রয়াস থেকে সরে আসতে এবং সর্বোপরি উদারনৈতিক মুখোশ ত্যাগ করে রক্ষণশীলতায় ফিরে যেতে বাধ্য করেন ৷ ক্রমশ জাতীয়তাবাদী উদারনৈতিক দলের বদলে সেন্টার পার্টিকে বিসমার্ক সরকারের সহযোগী দল হিসেবে গ্রহণীয় মনে করতে শুরু করেছিলেন ।