বাঙালি চিত্র কলায় যামিনী রায়ের অবদান আলোচনা কর

বাঙালি চিত্র কলায় যামিনী রায়ের অবদান আলোচনা কর

 বাঙালি চিত্র কলায় যামিনী রায়ের অবদান আলোচনা কর

বাঙালি চিত্র কলায় যামিনী রায়ের অবদান আলোচনা কর

বাংলা চিত্রকলায় বিশিষ্ট শিল্পধারার অন্যতম শিল্পী হলেন স্বর্ণখ্যাত যামিনী রায়(১৮৮৭-১৯৯২) ৷ বাংলা চিত্রকলায় নিজেই নিজস্বতার পরিচয় দিয়ে নিজের শিল্পীসত্তার প্রকাশ ঘটিয়েছিলেন ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

যামিনী রায়ের বাল্যজীবন কেটেছিল গ্রামে, তার পিতার রামতরন একজন সৌখিন শিল্পী ছিলেন ৷ যামিনী রায় ১৬ বছর বয়সে কলকাতা আর্ট কলেজে ভর্তি হন ৷ তিনি অনুভব করেন চিত্তচর্চা তার নিজস্ব স্থান নয় । তবে একসময় তিনি বাংলা লোকশিল্পে ও পটশিল্পে আকৃষ্ট হয়ে তিনি মেদিনীপুর কালীঘাট প্রভৃতি স্থানে গিয়ে বিভিন্ন পট সংগ্রহ করেন ৷

যামিনী রায় গিলার্ডি সাহেবের কাছে তেল রঙের আঁকা শিখলেও পরবর্তী সময়ে জলরঙের মাধ্যমে অসামান্য সব ছবি আঁকেন ৷

যামিনী রায়ের পটচিত্তে স্থান পায় মানুষজন,পশু-পাখি ও গ্রাম বাংলার চিত্র ৷ তার ছবির বিষয়ের মধ্যে রামায়ণ ও মহাভারতের নারী পুরুষ,রাধা কৃষ্ণ প্রভৃতি দেখা যায় ৷ যেমন জীবন হয়ে উঠেছে তেমনি ফুটে উঠেছে গামের চাষি, কামার, কুমোর,বাউল,বৃদ্ধা,সাঁওতাল,পশুপাখি, বৈষ্ণব,ফকির প্রকৃতি ৷

যামিনী রায়ের আঁকা উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে অন্যতম হলো "সাঁওতাল মা ও দুই ছেলে","কনে ও তার দুই সঙ্গী"," কৃষ্ণ বলরাম","যুদ্ধরত রাজা" প্রভৃতির উল্লেখযোগ্য ৷

যামিনী রায় সব সময় চেষ্টা করেছেন তার ছবি অন্যদের থেকে আলাদা করতে ৷ তার চিত্রশিল্পে আকৃষ্ট হয়ে অনেকেই তার অনুগামী হন ৷ ভারতীয় চিত্রকলায় তার মৌলিক সৃষ্টি প্রতিভা বিশেষ খ্যাতি পেয়েছে । বিদেশে শিল্পী গণ তার চিত্রে গুণগত দিক খুঁজে পেয়েছেন তার আঁকা ছবিগুলি আমাদের নাড়া দেয়, মনকে দুলিয়ে দেয় । তার হাতের তুলির রং এইসব যেন জীবন্ত হয়ে গেছে ৷ ১৯৩৪ খ্রিস্টাব্দে তার ছবি সর্বভারতী প্রদর্শনীর তে "স্বর্ণপদক" লাভ করেন ৷ ১৯৫৫ খ্রিস্টাব্দে এই প্রতিভাধর শিল্পীকে "পদ্মভূষণ" উপাধিতে ভারত সরকার সম্মানিত করেন ৷ তিনি বাংলা চিত্রকলাকে শীর্ষে পৌঁছে দিয়েছিলেন ৷ যে কারণেই বাংলা চিত্রকলায় তার অবদান সবচেয়ে বেশি ।

তোমাকে অনেক ধন্যবাদ বাঙালি চিত্র কলায় যামিনী রায়ের অবদান আলোচনা কর এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟