হর্ষচরিত সম্পর্কে আলোচনা কর অথবা, হর্ষচরিত সম্পর্কে টিকা লেখো বা, হর্ষচরিত সম্পর্কে সংক্ষিপ্ত টাকা লেখ।
প্রাচীন এবং আদি-মধ্যযুগে ভারতে ইতিহাস রচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হল বাণভট্ট রচিত 'হর্ষচরিত'। বাণভট্ট ছিলেন কনৌজ-এর পুষ্যভূতি বংশীয় শাসর হর্ষবর্ধনের (৬০৭-৬৪৭ খ্রিস্টাব্দ) সভাকবি। তিনি হর্ষবর্ধনের রাজসভা অলক্ষিত করেন। সভাকবি হিসাবে তিনি ছিলেন হর্ষবর্ধনের অত্যন্ত স্নেহের। হর্ষচরিত প্রশ্নটি বিভক্ত ছিল গদ্য ও পদ্যে। প্রশ্নটি একটি আখ্যায়িকা। এই প্রশ্নটি আটটি ভাগে বিভক্ত। এটি মুরিং বিশ্ববিদ আকারে প্রায় ২৫০ পৃষ্ঠা। এটি সংস্কৃত ভাষায় রচিত ৷
হর্ষবর্ধনের জীবনের কিছু ঘটনা এই গ্রন্থের উপজীব্য বিষয়। এছাড়া এই গ্রন্থ থেকে হর্ষবর্ধনের রাজ্যবিস্তার, বাংলার শাসক শশাঙ্কের বিরুদ্ধে হর্ষবর্ধনের যুদ্ধসংক্রান্ত তথ দ্বিতীয় পুলকেশীর সঙ্গে হর্ষবর্ধনের যে দ্বন্দ্ব সংগঠিত হয়েছিল সে বিষয়েও আমরা অবগত হতে পারি। হর্ষবর্ধন সিন্ধু, গুর্জর, লাট, মালব, গান্ধার ইত্যাদি রাজ্যের ওপর প্রভাব বিস্তার। করেছিলেন, যার প্রমাণ আমরা 'হর্ষচরিত' গ্রন্থ থেকে পাই।
'হর্ষচরিত' গ্রন্থ থেকে হর্ষবর্ধনের সঙ্গে তাঁর ভ্রাতৃপ্রেম ও ভগিনীপ্রীতি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। রাজাশ্রী ছিলেন তাঁর ভগিনী। 'হর্ষচরিত' গ্রন্থ থেকে হর্ষবর্ধনের রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। তিনি যেসব অঞ্চল জয় করেছিলেন সেইসব অঞ্চলের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও জানা যায়। হর্ষবর্ধনের ব্যক্তিগত জীবনের দানশীলতা, বৌদ্ধধর্মের প্রতি অনুরাগ, এমনকি তিনি যে সাহিত্য ও শিল্পের প্রতি গভীরভাবে আকৃষ্ট ছিলেন সেই সকল প্রমাণাদিও আমরা 'হর্ষচরিত' প্রন্থ থেকে জেনে থাকি।
'হর্ষচরিত' গ্রন্থটি ছিল ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আধুনিক ইতিহাসের আলোকে 'হর্ষচরিত'কে ঐতিহাসিক উপাদান হিসাবে গণ্য করা যায় না। এই বিষয়টি নিয়ে ঐতিহাসিক মহলে যথেষ্ট বিতর্ক রয়েছে। আসলে এই গ্রন্থে ঐতিহাসিক প্রেক্ষাপটের তুলনায় সাহিত্যিক উৎকর্ষতার দিকটি বেশি প্রতিফলিত হয়েছে। ঐতিহাসিক ড. রমেশচন্দ্র মজুমদার বলেন, 'হর্ষচরিত গ্রন্থটিতে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই রকম পৃষ্ঠার সংখ্যা ১২টির মতো। আসলে বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের গুণগ্রাহী তাই তাঁর কাছ থেকে নিরপেক্ষ ইতিহাস আশা করা যায় না। কিন্তু এত সমালোচনা সত্ত্বেও বলা যায় যে, সমকালীন যুগের ইতিহাস সম্পর্কে 'হর্ষচরিত' থেকে আমরা কিছুটা হলেও সিদ্ধান্ত গ্রহণ করতে পারি।