প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব কতখানি ছিল অথবা, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল

প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব কতখানি ছিল অথবা, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল

প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব কতখানি ছিল অথবা, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি  কতখানি দায়ী 

প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব কতখানি ছিল অথবা, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি  কতখানি দায়ী ছিল

সভ্যতার প্রায় উচলগ্ন হতে সবল কর্তৃত দুর্বল এর উপর আক্রমণ,এক রাষ্ট্র কর্তৃত্ব অপর রাষ্ট্রের উপর আধিপত্য বিস্তারের নির্মম খেলা প্রত্যক্ষ করা গিয়েছে । যার পরিণতি স্বরূপ ধাতিৃভূমি বারে বারে হয়েছে রক্তাক্ত ৷ মৃত্যুর দূরতা এই মহান বিশ্ব ধরাতলাকে করেছেন বাধ্য ভূমি ৷ তা সত্ত্বেও বলা যায় ১৯১৪ খ্রিস্টাব্দের সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধে রক্ত,হত্যা,ধ্বংস নির্মমতায় ইত্যাদির দিক থেকে অন্যান্য যুদ্ধগুলোর অপেক্ষা অনেক বেশি ভয়াবহ রূপ ধারণ করেছিল ৷ প্রথম মহাযুদ্ধ মূলত ইউরোপ মহাদেশের সংঘটিত হলেও এই মহারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়েছিল পৃথিবীর প্রায় সকল রাষ্ট্রই ৷ এই যুদ্ধ কেড়ে নিয়েছিল প্রায় ৬ কোটি মানুষের অমূল্য প্রাণ আর সম্পত্তির ধ্বংসের পরিমাণ আজও পর্যাপ্ত নিরূপণ করা সম্ভব হয়নি ৷




 এই যুদ্ধের পশ্চাতে একাধিক ঘটনার প্রত্যক্ষ পরোক্ষ ঘাত প্রতিঘাত দায়ী ছিল ৷ যেমন উপনিবেশিক দন্দ , অস্ত্রের প্রতিযোগিতা,শক্তিশালী রাষ্ট্রগুলির দুটি পরস্পর বিরোধী জোট গঠন,দেশে দেশে মিথ্যা জাতীয়তাবাদ পরস্পর পরস্পরের প্রতি অমূলক সন্দেহ,অস্ত্র ব্যবসায়ীদের পছন্দমদত, সংবাদ কর্তৃত্ব শ্রেষ্ঠ প্রচারণা ইত্যাদি ৷




এই যুদ্ধের পেছনে মূলত কোন রাষ্ট্রটি প্রধানতম দায়ী তা নির্ণয় করতে ঐতিহাসিকরা তৎপর হয়েছেন এবং ঐতিহাসিক ইমানুয়েল ডাইসি,রোহাল,টেলর ইত্যাদিরা প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে মূলত দায়ী করে থাকেন ৷ কিন্তু কিছু ঐতিহাসিক যারা এই মহাযুদ্ধের পাশ্চাত্যে এককভাবে যেমন কোন একটি শক্তিকে দায়ী করা যুক্তিযুক্ত নয় বলে মনে করেন ৷ এদের মধ্যে অন্যতম হলেন এগমন্ড, উলফ, গ্র্যাফ ইত্যাদিরা ৷




তবে আধুনিক ইতিহাস চর্চার আলোকে বিশ্বযুদ্ধের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ জার্মানির ওই যুদ্ধের দায়িত্ব কোনোভাবে অস্বীকার করতে পারে না ৷ কারণ ঐতিহাসিক টেলর জার্মানির ভূমিকা প্রসঙ্গে বলেছেন ,"It alone could have stopped the war, and instead he let it happen ."




যে সকল ঐতিহাসিক প্রথম বিশ্বযুদ্ধের জন্য একক ভাবে জার্মানিকে দায়ী করে থাকেন তারা তাদের মতবাদের স্বপক্ষ যে সকল যুক্তিগুলি অবতারণা করেন তার মধ্যে অন্যতম হলো - 

  • প্রথমতঃ সম্রাট দ্বিতীয় উইলিয়াম বিসমার্কের নীতি আগ্রহ করে বিশ্ব রাজনীতির গ্রহণ এক উত্তেজক পরিস্থিতির জন্য হয় ৷ 
  • দ্বিতীয়তঃ উইলিয়াম নৌ শক্তি বৃদ্ধির ও উপনিবেশিক বিস্তার নীতি গ্রহণ করলে ইউরোপীয় রাজনীতিতে উত্তেজনা বৃদ্ধি পায় ৷ 
  • তৃতীয়তঃ কাইজার উইলিয়াম রাশিয়ার সাথে 'রি- ইন্সিওরেন্স' চুক্তি বাতিল করলে শক্তির ভারসাম্য বিনষ্ট হয় ৷ 
  • চতুর্থতঃ জার্মানি বলকান অঞ্চলে অস্ট্রিয়ার আগ্রাসী নীতিকে সমর্থন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করে ৷ 
  • পঞ্চমতঃ জার্মান পুঁজিপতি,শিল্পপতি,রাজনীতিবিদ ও বুদ্ধিজীবিবীদে বালবিদের একাংশের মধ্যে জঙ্গি মনোভাব যুদ্ধকে অনিবার্য করে তোলে ৷



জার্মানির আগ্রাসী নীতির প্রমাণ মেলে কয়েকটি ঘটনা থেকে ৷ ১৮৯০ এর দ্বিতীয় উইলিয়াম ক্ষমতায় এসে ওয়েল পলিটিক বা বিশ্ব রাজনীতি গ্রহণ করেন ৷ সেই মতো বিশাল সামরিক সম্ভাব গড়ে তোলেন ৷ ১৯০২ নগাত উপনিবেশিক দখল এবং নিয়ন্ত্রণের জার্মানি ৫৫০ মিলিয়ন মার্কো বিনিয়োগ করেন ৷




জার্মানি শিল্প বিপ্লবের দিকে অগ্রসর হলে জার্মান শিল্পপতি ও বণিকরা বিশ্ব বাজারের জন্য উদ্বিগ্ন হয়ে ওঠেন ৷ জার্মানিতে ব্যাপক শিল্প ও উদ্যোগের ফলে যেমন প্রচুর কাঁচামালের প্রয়োজন দেখা দেয় পাশাপাশি উৎপাদিত দ্রব্য বিক্রয়ের জন্য সারা পৃথিবীব্যাপী উপনিবেশিক মেলায় মেতে ওঠে ৷ যার ফলে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে ৷




প্রথম বিশ্বযুদ্ধের প্রক্কালে যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঝটিকা হলো পূর্ব ইউরোপ ৷ ডেভিড টমসন জানিয়েছেন যে,"পূর্ব ইউরোপের যুদ্ধ দিন প্রায় অনিবার্য, কারণ পূর্ব ইউরোপের জার্মানির সম্প্রসারণে রাশিয়া ভয় পেয়েছিল ৷ বুলগেরিয়া ও তুরস্কের উপরে জার্মানির প্রভাব বৃদ্ধি পেয়েছিল ৷ এইসব অঞ্চলে সাময়িক উত্তেজনার বৃদ্ধির কারণ হিসেবে জার্মানি তার দায়িত্বকে কোন ভাবে অস্বীকার করতে পারেননি ৷




প্রথম বিশ্বযুদ্ধের পাশ্চাত্যে ঐতিহাসিকরা যে কারণে জার্মানিকে অধিক মাত্রায় দায়ী করে থাকেন তা হল, কারণ জার্মানির উগ্র জাতীয়তাবাদ জার্মানির শ্রেষ্ঠত্বকে বাস্তবায়িত করার আকাঙ্ক্ষা তাদের বিবেক বুদ্ধি রোহিত করে তোলে ৷ জার্মানিতে যে উগ্র যাত্রাভিমায় গড়ে উঠেছিল তার পাশ্চাত্যে সে দেশের বুদ্ধিজীবী,সাহিত্যিক ও দার্শনিক গোষ্ঠীর ও একটি ভূমিকা ছিল ৷ এই উগ্র জাতীয়তাবাদের স্রষ্টা হলেন কান্ড,হেগেল ৷ এরা প্রচার করেন ভবিষ্যতে জার্মান জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে ৷




বেশ কিছু ঐতিহাসিক প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়াম কে দায়ী করে থাকেন ৷ তিনি ছিলেন উদ্ধত্য দাম্ভিক ও উচ্চাকাঙ্ক্ষী ৷ তিনি জার্মানিকে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে স্থাপন করতে চেয়েছিলেন ৷ এই উদ্দেশ্যে দ্বিতীয় উইলিয়াম উপনিবেশিক দখলের মেলায় মেতে ওঠে ৷ কিন্তু উইলিয়ামের কোন বিচক্ষণতা, ধৈর্যশীলতা ছিল না ৷ কূটনীতিকে বাদ দিয়ে বাস্তব বুদ্ধি রোহিত দ্বিতীয় উইলিয়াম শক্তিকে আশ্রয় করে বিশ্ব দখলের যে চেষ্টা করেন তাতে মহাপ্রলয় অবশ্যম্ভাবী হয়ে ওঠে ৷




জার্মানিকে এককভাবে দায়ী করা অযৌক্তিক ৷ কারণ এর মারাত্মক ধ্বংসাত্মক যুদ্ধের জন্য কোন একক ব্যক্তিকে দায়ী করে সিদ্ধান্ত ও গ্রহণ অত্যন্ত সরলীকরণের দোষে দুষ্ট হয়ে যায় । আসলে গভীরতার দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় যে জার্মানির নানা দোষের দুষ্ট হলেও ইউরোপীয় অন্যান্য রাষ্ট্রগুলি কোনভাবে তাদের দায়িত্ব অস্বীকার করতে পারেননি ৷ আসলে ইউরোপীয় রাষ্ট্রগুলির মাত্রাতিরক্ত লোভ, সাম্রাজ্যবাদী নীতি, মিথ্যা যাত্রা বিলাস সর্বোপরি রাষ্ট্রগুলির অদূরদর্শিতা সামগ্রিকভাবে বিশ্বযুদ্ধ সংঘটিত করেছিল ৷




অধ্যাপক গর্ডন ক্রেগ লিখেছেন যে," ইউরোপীয় রাষ্ট্রগুলির যে সকল কার্যকলাপ জার্মানিকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল সেগুলি হয় আলশাস,লোরেন পুনরুদ্ধারের জন্য ফ্রান্সের উগ্র মনোভাব ৷ বলকান অঞ্চলে প্রাধান্য প্রতিষ্ঠার জন্য অস্ট্রিয়া ও রাশিয়ার অদম্য অগ্রসী মনোভাব এছাড়াও ব্রিটেনের আধিপত্য এবং বিশ্বব্যাপী উপনিবেশ প্রতিষ্ঠার জন্য উন্মত্ততা ৷




অবশেষে বলা যায় প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানির অপরিতৃপ্ত ব্যক্তিত্ব,সর্ব জার্মানবাদকাইজার উইলিয়ামের অদূরর্শিতা পৃথিবীকে প্রথম বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে উপস্থিত করেন ৷ তাই এই যুদ্ধে জার্মানি তার দায়িত্ব অস্বীকার করতে পারে না ৷ তৎসত্বেও বলা যায় জার্মানি এককভাবে দায়ী ছিল না । কারণ দীর্ঘদিন ধরে জার্মানিকে কোলঠাসা করার প্রয়াস, ইংল্যান্ডের বিশ্বজয়ের অতি উগ্রবাসনা, ইউরোপীয় বিভিন্ন রাষ্ট্রের মানসিকতা এই সব কিছুই মহাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিল । তাই বলা যায় প্রথম বিশ্বযুদ্ধের পেছনে জার্মানির অন্যতম দায়িত্ব থাকলেও তার একমাত্র দায়িত্ব ছিল না ৷



সম্তাব্য প্রশ্নঃ

  • প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব
  • প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব কি ছিল
  • প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতটা দায়ী ছিল
  • প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল



About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟