ফ্রান্সে অভিজাত বিদ্রোহ পর্যালোচনা কর এবং এর তাৎপর্য কি ছিল? অথবা, অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো।

ফ্রান্সে অভিজাত বিদ্রোহ পর্যালোচনা কর এবং এর তাৎপর্য কি ছিল? অথবা, অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো।

 ফ্রান্সে অভিজাত বিদ্রোহ সম্পর্কে আলোচনা কর এবং এর তাৎপর্য কি ছিল?  অথবা, অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো।

ফ্রান্সে অভিজাত বিদ্রোহ সম্পর্কে আলোচনা কর এবং এর তাৎপর্য কি ছিল?  অথবা, অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো।

৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ছিল বিশ্ব ইতিহাসে এক অত্যন্ত যুগান্তকারী র্ঘটনা ৷ অর্থনৈতিক ও সামাজিক সমতা প্রতিষ্ঠার কাজে এই বিপ্লব ছিল নিঃসন্দেহে এক যুগসন্ধিক্ষণ ফরাসি বিপ্লবে শ্রমজীবী মানুষ বুদ্ধিজীবী অভিজত সম্প্রদায় ভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করেছিলেন লেফেফার লিখেছেন,"The French Revolution Was Started and Led to the Victory in Its First phase by the Aristocracy." গুডউইন এর মতে," ১৭৮৭ থেকে ৮৮ খ্রিস্টাব্দে যখন অভিজাতরা রাজনৈতিক সমস্যা কে কেন্দ্র করে বুর্জোয়ার রাজতন্ত্রকে আঘাত করেছিল তখনই তারা তাদের অজান্তেই বিপ্লবের সূচনা করেছিল ৷" ঐতিহাসিক কোবান এবং মোতঁয়ে স্বীকার করেন স্টেটস জেনারেলের আহবানে রাজতন্ত্রের বিরুদ্ধে সুবিধা-ফগী অভিজাতকদের অভ্যুত্থান ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট ছিল ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

অভিজাতকের বিশেষ অধিকারের ভিত্তি ছিল ফ্রান্সের বংশানুক্রমিক রাজতন্ত্র ঐতিহাসিক গ্রান্ড এবং টেম্পারলি মনে করেন,"আঠারো শতকের যুদ্ধবিগ্রহ আর্থিক দুরবস্থা যখন চরমে ওঠে ফলে অভিজতদের বিশেষ অধিকার গুলি বজায় রাখা অনিশ্চিত হয়ে পড়ে । ফলে তারা মরিয়া হয়ে রাজতন্ত্রকে আঘাত করতে শুরু করে ও আর্থিক বিষয়ে অধিকার গুলিকে বজায় রাখতে অতি সক্রিয় হয়ে ওঠে ৷" অর্থ সংকট যখন চরমে ওঠে তখন রাজা ষোড়শ লই তুর্গো কে অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত করে এই সংকট দূর করার জন্য ৷ অর্থমন্ত্রী তুর্গো ছয়টি প্রস্তাব দেন যথা (১). প্যারিস সহ সমস্ত শহরে খাদ্যশস্য বিক্রি ও রপ্তানি যাতে কৃষি উৎপাদন বাড়বে ও খাদ্যশস্যের দাম কমবে (২). রাজ পরিবারের অমৃত ব্যয়তা ও সরকারি ব্যয় সংকোচন (৩). অন্ত শুল্ক ব্যবস্থা আরোপ করা (৪). করবি বা বেগার প্রথার অবসান (৫). অভাত বাণিজ্যের প্রচলন করা (৬) যাজক ও অভিজাতদের উপর ভূমিকর আরোপ করা ৷ কিন্তু ও অভিজাতদের পক্ষে এই প্রস্তাব মেনে নেওয়া অত্যন্ত অপমানজনক ছিল ৷ রানী মেরি আতোঁয়ায়েত অভিজাতদের চাপে অর্থমন্ত্রী তুর্গো কে ১৭৭৬ খ্রিস্টাব্দে বরখাস্ত করে ৷

তুর্গোর পর নেকার এই পদে নিযুক্ত হন ৷ তিনিও রাজ পরিবারের ব্যয় সংকোচন না করতে পেরে সুবিধা জনক শর্তে বিদ্যমান নাগরিকদের উপর কর ধার্যের প্রস্তাব দেয়, এ ক্ষেত্রে ১৭৮১ খ্রিস্টাব্দে রানি আতোঁয়ায়েত অভিজতদের চাপে নেকার কেও পদচ্চ্যুত করেন ৷ এরপর ষোড়শ লুই ১৭৮৩ সালে কলোন কে অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন ৷ তিনি সকল সম্প্রদায়ের উপর ভূমিকার আরোপের নির্দেশ দেন পাশাপাশি অবাধ বাণিজ্য নীতির প্রস্তাব রাখেন ব্যয় সংকোচন এর পাশাপাশি অবাধ বাণিজ্য নীতির প্রস্তাব রাখেন। ব্যয় সংকোচনের পাশাপাশি আয় বৃদ্ধির জন্য বর্ধিত হারে "স্ট্যাম্প কর" আরোপ করেন ৷ কলোন জানতেন অভিজাতকের কাছ থেকে তীব্র বিরোধিতা আসবে তাই তিনি "পার্লামেন্ট অফ প্যারিসের" কাছে "অ্যাসেম্বেলি অফ নোটেবলস" -এর প্রস্তাব প্রেরণ করেন ৷ কিন্তু সবার অধিকাংশ সুবিধাভোগী অভিজত সম্প্রদায় হওয়ার ফলে কলোন কেউ পদচ্যুত করা হয় ৷ গুডউইনের মতে," কলোনেয় সংস্কার কার্যকরী হলে ফ্রান্সের আর্থসামাজিক কাঠামোর মৌলিক পরিবর্তন ঘটে যেত ৷"

কলোনের পর ব্রিঁয়া অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ৷ কিন্তু তিনি জানতেন কলোনের পথে অর্থ সংকট নিরসন সম্ভব ৷ তাই তিনি কলোনের প্রস্তাব গুলির সামান্য রদবদল করে পুনরায় "নোটেবেলস" পেশ করেন ৷ কিন্তু একইভাবে অভিজতদের নিকট হতে বিপুল বিরোধিতা আসে ৷ তখন রাজা ষোড়শ বিশেষ ক্ষমতা প্রয়োগ করে প্রস্তাবটি কার্যকর করতে উদ্যোগী হয় ৷ ফলে রাজার সঙ্গে পার্লামেন্টের দ্বন্দ্ব আবশ্যিক হয়ে ওঠে ৷ এই সময় রাজা পার্লামেন্টের সদস্যদের আচরণে উত্তপ্ত হয়ে নিজ ভাই, ডিউকসহ দুজন সদস্যকে নির্বাসিত করেন এবং প্রস্তাবিত পদক্ষেপ আইনে পরিণত করা হয়।

কোবান বলেছেন,"এই সময় পার্লামেন্টের সামনে দুটি পথ খোলা ছিল প্রথমত, সংস্কারগুলি কে দৃঢ়ভাবে মেনে নেওয়া আর দ্বিতীয়ত, রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করা ৷ কিন্তু দুর্ভাগ্যবশত পার্লামেন্টের সদস্যরা দ্বিতীয় পথটিকেই বেছে নেয় ৷ অভিজাতকের এই বিদ্রোহে যাজকরা ইন্ধন যোগায় ৷ এমত অবস্থায় রাজা ষোড়শ লুই ছয় থেকে সাত জন উগ্র বিদ্রোহী কে বন্দি করে এবং ছয়টি রাজকীয় ঘোষণা নথিভুক্ত করেন ৷ ফলে স্বার্থঙ্গ অভিজাতরা রাজার আচরণের তীব্র প্রতিবাদ শুরু করেন প্রদেশ গুলিতে শুরু হয় অভিজাত বিদ্রোহ ৷ রাজা চরম সংকট জনিত কারণে "স্টেট জেনারেলের" অধিবেশন আহবান করেন এবং নেকারকে পুনরায় অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন ৷ কিন্তু সভার শুরুতেই তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা মাথাপিছু ভোটাধিকার দাবি করেন ৷ এই সময় বিপ্লবের রাস চলে যায় বুর্জোয়াদের হাতে । এইভাবে সুবিধাভোগী ও অভিজাতরা নিজেদের অজান্তেই রাজতন্ত্রকে আঘাত করে ফরাসি বিপ্লবের সূচনা করেন ৷

এই আন্দোলনকে ঐতিহাসিক মাতোঁয়া অভিজাত বিদ্রোহ বলে অভিহিত করেছেন এবং ঐতিহাসিক লেফেফর অভিজত বিপ্লব বলে অভিহিত করেছেন ৷ রাজার বিরুদ্ধে বিপ্লব করার ফলে রাজতন্ত্রের মর্যাদা আঘাতপ্রাপ্ত হয় এবং রাজা ও ঈশ্বর প্রদত্ত ক্ষমতার স্বতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে ৷ ফ্রান্সে সংগঠিত অভিজাত বিপ্লব ১৭৮৯ এর বিপ্লবের প্রকৃত ত্বরান্বিত করে ৷ অভিজাতদের বারবার বিদ্রোহ নেকার,তুর্গো, নেকার, কলোন, ব্রিয়ার মতো অর্থমন্ত্রীদের পদচ্যুত হতে বাধ্য হন ৷ ফলে আর্থিক সংস্কার অধরা হয়ে রয়ে যায় ৷ রাজার বিরুদ্ধে অভিজাতদের বিদ্রোহ সফল হলে বুর্জোয়া ও তৃতীয় শ্রেণিরাও রাজার বিরুদ্ধে বিদ্রোহ সংঘটিত করতে শুরু করে | তাই শাথোপ্রিয়া বলেছেন," অভিজাতরা বিপ্লবের সূত্রপাত করে তৃতীয় শ্রেণীর বিপ্লবকে সম্পূর্ণতা দান করে ৷"


সম্ভাব্য প্রশ্ন:-

  1. -- ফ্রান্সে অভিজাত বিদ্রোহ পর্যালোচনা কর। এর তাৎপর্য কি ছিল? 
  2. -- ফ্রান্সের অভিজাত বিদ্রোহ সম্পর্কে আলোচনা কর
  3. -- ফ্রান্সের অভিজাত বিদ্রোহ
  4. -- অভিজাত বিদ্রোহ
  5. -- ফ্রান্সের অভিজাত বিদ্রোহের বিবরণ লেখ
  6. -- ফ্রান্সে অভিজাততান্ত্রিক বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।

বুঝতে চাইলে ভিডিওটি দেখতে পারেনঃ

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟