ফ্রান্সের বাইরে জুলাই বিপ্লবের (১৯৩০ খ্রি) কীরূপ প্রভাব পড়েছিল।
১৮৩০ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের নূরবোঁ বংশীয় রাজা দশম চার্লসের গতন ঘটে এবং অলিয় বংশীয় লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে বসেন।
ফ্রান্সের বাইরে জুলাই বিপ্লবের প্রভাব
ফ্রান্সের বাইরে বিভিন্ন দেশে জ্বলাই বিপ্লবের ব্যাপক প্রভাব পড়েছিল। জুলাই বিপ্লবের সুযোগে হল্যান্ডের অধীনতা ছিন্ন করে বেলজিয়াম স্বাধীনতা লাভ করে। প্রথম লিওপোল্ড বেলজিয়ামের রাজা হন ।
জুলাই বিপ্লবের প্রভাবে জার্মানির স্যাক্সনি, হ্যানোভার, হেস ব্যাডেন, ব্যাতেরিয়া প্রভৃতি অঞ্চলে ব্যাপক বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বিদ্রোহীরা উদারনৈতিক সংবিধান প্রবর্তনে শাসকদের বাধ্য করে। শাসন সংস্কারের দাবিতে ইটালির পার্মা, মডেনা, রোম প্রভৃতি রাজ্যে ব্যাপক গণ-আন্দোলন ছড়িয়ে পড়ে। অবশ্য মেটারনিখের দমননীতির ফলে তা থেমে যায়।
রাশিয়ার অধীনস্থ পোল্যান্ডে 'স্বাধীনতার দাবিতে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে । কিন্তু রুশ জার প্রথম আলেকজান্ডার তীব্র দমননীতি চালিয়ে আন্দোলন বন্ধ করেন। জুলাই বিপ্লবের প্রভাবে ইংল্যান্ডে 'চাটিস্য আন্দোলন' শুরু হয়। এছাড়াও জুলাই বিপ্লবের প্রভাবে স্পেন, পোর্তুগাল, সুইটজারল্যান্ড প্রভৃতি দেখে উদারনৈতিক শাসন চালু হয়।
ফান্সের বিপ্লব সেযুগে ইউরোপের বিভিন্ন দেশে বিপ্লব সৃষ্টি করেছিল । এজন্য ঐতিহাসিক ফিশার মন্তব্য করেছেন যে, "প্যারিসের চুল্লি থেকে অগ্নিস্ফুলিঙ্গ উড়ে এসে ইউরোপের খড়ের গাদায় দাবানল সৃষ্টি করত।"