ফ্রান্সের বাইরে ফেব্রুয়ারি বিপ্লবের (১৮৫৮ খ্রি.) প্রসার উল্লেখ করো। অথবা, ১৮৪৮ খ্রিস্টান্সকে 'বিপ্লবের বছর' বলে অভিহিত করা হয় কেন?

ফ্রান্সের বাইরে ফেব্রুয়ারি বিপ্লবের (১৮৫৮ খ্রি.) প্রসার উল্লেখ করো। অথবা, ১৮৪৮ খ্রিস্টান্সকে 'বিপ্লবের বছর' বলে অভিহিত করা হয় কেন?

ফ্রান্সের বাইরে ফেব্রুয়ারি বিপ্লবের (১৮৫৮ খ্রি.) প্রসার উল্লেখ করো। অথবা, ১৮৪৮ খ্রিস্টান্সকে 'বিপ্লবের বছর' বলে অভিহিত করা হয় কেন?

৮৪৮ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব সর্বপ্রথম প্যারিসে শুরু হলেও তা শীঘ্রই সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে । এজন্য ১৮৪৮ খ্রিস্টাব্দকে 'বিপ্লবের বছর' বলে অভিহিত করা হয় ।

ফ্রান্সের বাইরে ফেব্রুয়ারি বিপ্লবের প্রসার

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে জার্মানির প্রাশিয়া, হ্যানোভার, স্যাঙ্গনি, ব্যাডেন, ব্যাভেনিয়া, ব্রান্সউইক প্রভৃতি রাজ্যে ব্যাপক আন্দোলনের চাপে সেখানকার শাসকগণ উদারনৈতিক শাসন চালু করতে বাধ্য হন । জার্মানির জাতীয়তাবাদী নেতারা ফ্রাঙ্কফার্ট শহরে সমবেত হয়ে একটি জাতীয় পার্লামেন্ট ও সংবিধান তৈরি করেন।

ইটালির বিভিন্ন রাজ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে । ইটালির পিডমন্ট-সার্ডিনিয়ায় উদারনৈতিক শাসন চালু হয়, রোম ও ভেনিসে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং লম্বার্ডি, ভিনিশা ও মিলান থেকে অস্ট্রীয় বাহিনী বিতাড়িত হয়।

অস্ট্রিয়ার ভিয়েনা, হাঙ্গেরি, বোহেমিয়া-সহ সর্বত্র মেটারনিখের বিরুদ্ধে বিপ্লব শুরু হয় । উন্মত্ত জনতা মেটারনিখের বাসভবন আক্রমণ করলে তিনি পালিয়ে ইংল্যান্ডে আশ্রয় নেন । ফলে মেটারনিখতন্ত্রের পতন ঘটে এবং অস্ট্রিয়ায় উদারনৈতিক সংবিধান চালু হয়।

ডেনমার্কে আন্দোলন ছড়িয়ে পড়লে সেখানকার রাজা সংবিধান সভার অধিবেশন ডাকতে বাধ্য হন। এছাড়াও স্পেন, পোর্তুগাল, নরওয়ে, সুইটজারল্যান্ড প্রভৃতি দেশেও ফ্রেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে আন্দোলন শুরু হয় । অবশ্য এসব আন্দোলন শীঘ্রই দমিত হয় ।

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟