বদরের যুদ্ধ (Battle of Badr) সম্পর্কে আলোচনা কর
হযরত মুহাম্মদ (সা)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের দ্বিতীয় বছরে (৬২৪ খ্রি.) মক্কার কাফিরদের সঙ্গে মুসলামানদের এই যুদ্ধ সংঘটিত হয়। এতে মুসলমান বাহিনী জয়লাভ করে। হযরত মুহম্মদ (সা) সঙ্গী-সাথীসহ মদিনায় হিজরতের পরও মক্কার কাফিররা নিশ্চিত ও নিরাপদবোধ করতে পারেনি। তারা তাই ইসলামকে তার প্রাথমিক ও অসংগঠিত অবস্থায় নির্মূল করে দেওয়াই সঙ্গত মনে করে। এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে তারা মুসলমানদের বিরুদ্ধে এক বিরাট বাহিনী প্রেরণ করে। বদর নামক প্রান্তরে উভয় দল মুখোমুখি হয়। এই অসম যুদ্ধে মুসলিম বাহিনীতে ছিল মাত্র ৩১৩ জন সৈন্য, ৭০টি উট, ২টি ঘোড়া, ৬০টি বর্ম এবং অল্পসংখ্যক তরবারি। মক্কাবাহিনীতে ছিল ১ হাজার উট, ১০০ সুসজ্জিত অশ্বারোহী সৈন্য, ৬০০ বর্ম এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত ৩০০ জন পদাতিক সৈন্য হযরত মুহাম্মদ (সা) এর প্রত্যক্ষ পরিচালনায় এই যুদ্ধে বিরাট ও সুসজ্জিত মক্কাবাহিনী ক্ষুদ্র মুসলিম বাহিনীর কাছে পরাজিত হয়। এই যুদ্ধে মুসলমানরা পরাজিত হলে ইসলামের অগ্রযাত্রা অঙ্কুরে বিনষ্ট হয়ে যেত বলে এই যুদ্ধকে ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও 'চূড়ান্ত মীমাংসাকারী' যুদ্ধ হিসেবে অভিহিত করা হয়।