নোবেল পুরস্কার ও তার সাথে জড়িত সমস্ত কিছু

 নোবেল পুরস্কার ও  তার সাথে জড়িত সমস্ত কিছু

নোবেল পুরস্কার ও  তার সাথে জড়িত সমস্ত কিছু


ডিনামাইটসহ বিভিন্ন বিস্ফোরকের আবিষ্কারক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল 'নোবেল ফাইন্ডেশন' গঠন করে তাঁর সঞ্চয়কৃত বিপুল পরিমাণ অর্থ সেই ফাউন্ডেশনকে উইল করে দিয়ে যান। এই উইল অনুযায়ী ফাউন্ডেশন থেকে প্রতি বছর পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও বিশ্বশান্তি প্রচষ্টোর ক্ষেত্রে উল্লেখযোগ্য আবদানের জন্য প্রতি ক্ষেত্রে বিশ্ব সেরা ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠানকে দেয়া হয়ে থাকে নোবেল পুরস্কার। পরবর্তীতে ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতেও নোবেল পুরস্কার প্রদান প্রবর্তিত হয়। প্রসঙ্গত, সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের ৩০০ বছর পূর্তি উপলক্ষে ১৯৬৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১০ ডিসেম্বর, ১৮৯৬ আলফ্রেড নোবেল মারা যান। তাঁর মারা যাওয়ার ৪ বছর পর অর্থাৎ ১৯০১ সাল থেকে নোবেলের মৃত্যুদিবসে অর্থাৎ ১০ ডিসেম্বর বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেয়া হয়। উল্লেখ্য, নোবেলের উইলকের যাওয়া সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৭৬,০০,০০০ ক্রোনার (১ ডলার = ৭.৮৮ ক্রোনার)।


আপনি চাইলে এগুলো পড়তে পারেন

          🔹নোবেল পুরস্কার ভারত🔹

  • রবীন্দ্রনাথ ঠাকুর (প্রথম ভারতীয় নোবেল প্রাপক) সাহিত্য ১৯১৩ খ্রিঃ
  • সিভি রমন পদার্থবিদ্যা ১৯৩০খ্রিঃ
  • হরগোবিন্দ খোরানা (চিকিৎসা) বিদ্যা, ১৯৬৮ খ্রিঃ
  • মাদারটেরেজা (নাগরিক সূত্রে) শান্তি 1979 খ্রিঃ
  • চন্দ্রশেখর সুব্রহ্মনিয়ম পদার্থবিদ্যা ১৯৮৩ খ্রিঃ
  • অমর্ত্য সেন অর্থনীতি ১৯৯৪ খ্রিঃ 
  • রাজেন্দ্র কে পচৌরি শান্তি ২০০৭ খ্রিঃ
  • ভিক্টর রমন রামাকৃষ্ণন রসায়ন ২০০৯ খ্রিঃ
  • কৈলাস সত্যার্থী  শান্তি ২০১৪ খ্রিঃ
  • অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় অর্থনীতি ২০১৯ খ্রিঃ

🔹নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে যাদের নাম ভারতের সঙ্গে জড়িত🔹

  • রোনাল্ড রস চিকিৎসাবিদ্যা ১৯০২ খ্রিঃ 
  • রুইয়ার্ড কিপলিং সাহিত্য ১৯৬০ খ্রিঃ
  • ভি.এস নইপল সাহিত্য ২০০১ খ্রিঃ

🔹বিশ্বে প্রথম নোবেল প্রাপক গান (১৯০১খ্রিঃ)🔹

  • পদার্থবিদ্যা রন্টজেন জার্মানি 
  • রসায়ন জে এইচ ভ্যান্টহফ নেদারল্যান্ড 
  • সাহিত্য রেনেসুলি প্রুধোম্মো ফ্রান্স 
  • চিকিৎসা এমিল অ্যাডলফ বেহেরিং জার্মানি
  • শান্তি জন হে নারি দুনন্ত সুইজারল্যান্ড, ফ্রেডরিক প্যাসি ফ্রান্স

🔹একাধিকবার নোবেল পুরস্কার প্রাপকগণ🔹

  • মারি ক্যুরি  পদার্থবিদ্যায় ১৯০৩ খ্রিস্টাব্দে এবং রসায়নবিদ্যায় ১৯১১ খ্রিস্টাব্দে 
  • লুই কার্ল পলিক ১৯৫৪ খ্রিস্টাব্দ এবং শান্তিতে 1962 খ্রিস্টাব্দে 
  • জন বার্ডিন পদার্থবিদ্যায় ১৯৫৬ এবং ১৯৭২ খ্রিস্টাব্দে
  • ফ্রেডারিক স্যাংগার রসায়ন শাস্ত্র ১৯৯৮ এবং ১৯৮০ খ্রিস্টাব্দে
  • আন্তর্জাতিক রেডক্রস কমিটি তিন-তিনবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ১৯৭১, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে 
  • ইউ এন এইচ সি আরো দুবার নোবেল শান্তি পেয়েছেন ১৯৯৪ এবং ১৯৮১ খ্রিস্টাব্দে

            🔹নোবেল জয়ী দম্পতি🔹
  • পিয়েক ক্যুরি ও মাদাম মেরি ক্যুরি পদার্থবিদ্যায় ১৯০৩ খ্রিস্টাব্দে 
  • ফ্রেডরিক জলিয়ট ও আইরিন জলিয়ট ক্যুরি রসায়নবিদ্যায় ১৯৩৫ খ্রিস্টাব্দে 
  • কাল ফার্দিনান্দ ক্যুরি ও ও গ্রিরি থেরেসা ক্যুরি চিকিৎসা বিজ্ঞানে 1947 খ্রিস্টাব্দে 
  • গান্নার নিরডাল অর্থনীতিতে ১৯৭৪ খ্রিস্টাব্দে ও আলভার্চ মিরজল শান্তিতে ১৯৮২ খ্রিস্টাব্দে 
  • এডভার্ড মেজার ও মে-ব্রিট মেজার চিকিৎসাবিজ্ঞানে ২০১৪ সালে 
  • অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (ভারত) ও এন্হার ডুফলো (ফ্রান্স) অর্থনীতিতে ২০১৯ সালে

নোবেল জয়ী পিতা পুত্র






তোমাকে অনেক ধন্যবাদ নোবেল পুরস্কার ও তার সাথে জড়িত সমস্ত কিছু এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟