১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রধান ধারাগুলি আলোচনা করো। এই আইন বাংলায় কী প্রভাব ফেলেছিল?

 ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রধান ধারাগুলি আলোচনা করো। এই আইন বাংলায় কী প্রভাব ফেলেছিল? 

১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রধান ধারাগুলি আলোচনা করো। এই আইন বাংলায় কী প্রভাব ফেলেছিল?

৯৩৩ সালে তিনটি গোলটেবিল বৈঠকে আলোচনার পর ব্রিটিশ সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করেন। এই শ্বেতপত্রের আলোকে একটি শাসনতন্ত্র রচনার জন্য লর্ড লিন লিথ গো -এর সভাপতিত্বে একটি কমিটি নিয়োগ করা হয়। এই কমিটির বিবরণীর উপর ভিত্তি করে ১৯৩৪ সালে একটি বিল রচিত হয় ও পার্লামেন্টে উত্থাপিত হয়। আলোচনার পর এই বিল আইনে পরিণত হয়। ইহাই ১৯৩৫খ্রিঃ ভারত শাসন আইন নামে পরিচিত।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

 

১৯৩৫ সালের ভারত শাসন আইনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়-


 ১৯৩৫ সালের আইন দ্বারা ব্রহ্মদেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করা হয়। নতুন প্রদেশ হিসাবে জন্মলাভ করে উড়িষ্যা ও সিন্ধু। এই আইনে বলা হয়, রাজপ্রতিনিধি হিসাবে যুক্তরাষ্ট্রে প্রধান পরিচালক হবেন গভর্নর জেনারেল। শাসন সংক্রান্ত বিষয়গুলি দু-ভাগে ভাগ করা হয়। বড়লাটের হাতে থাকে দেশরক্ষা, বৈদেশিক নীতি, সেনাদল, কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক, মুদ্রা প্রভৃতি পরিচালনার ভার। অপরদিকের অবশিষ্ট বিষয়গুলি পরিচালনায় তাকে সাহায্য করা ও পরামর্শ দেওয়ার জন্য একটি মন্ত্রীসভা থাকবে। মন্ত্রীসভা আইনসভার নিকট দায়ী থাকবে।


 এই আইনে পরিকল্পিত যুক্তরাষ্ট্রে আইনসভা দুটি পরিষদ নিয়ে গঠিত হবে। উচ্চকক্ষের নাম রাষ্ট্রীয় পরিষদ এবং নিম্নকক্ষের নাম পরিষদ। দেশীয় রাজাদের প্রতিনিধিদের জন্য আইনসভার অর্ধেক আসন বরাদ্দ করা হয়।


 ১৯৩৫সালের ভারত শাসন আইনে ভারতবর্ষকে মোট এগারোটি প্রদেশে বিভক্ত করা হয়। প্রত্যেক প্রদেশে প্রাদেশিক কর্তৃত্ব প্রবর্তিত হয়। ব্রহ্মদেশকে ভারত হতে বিচ্ছিন্ন করা হয়। গভর্নর শাসিত প্রদেশগুলিতে দ্বৈত-শাসনের পরিবর্তে নতুন শাসন শুরু হয়। প্রত্যেক প্রদেশে গভর্নরের হাতে ক্ষমতা অর্পণ কর হয়। তিনি ইচ্ছা করলে আইনসভা ও মন্ত্রীসভা ভেঙে দিতে পারেন।


যে-কোনো দেশীয় রাজ্য ইচ্ছা করলে যুক্তরাষ্ট্রে যোগদান করতে পারবে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপূরক রূপে এই আইনে যুক্তরাষ্ট্রীয় আদালত স্থাপনের ব্যবস্থ করা হয়। প্রদেশগুলিতে নির্বাচিত আইনসভা ও মন্ত্রীসভার হাতে সকল দপ্তর ছেড়ে দেওয়া হয়। তাঁরা প্রাদেশিক তালিকাভুক্ত সকল বিষয়ে শাসন ও আইন রচনার অধিকার পান। তবে পাশকরা আইন গভর্নরের সম্মতি ছাড়া বৈধ হত না।


 আইনসভার অধিবেশন আহ্বান, মুলতুবি অথবা ভেঙে দেবার ক্ষমতা গভর্নরের ছিল। এ বিষয়ে তিনি মন্ত্রীসভার পরামর্শ অনুযায়ী চলতে বাধ্য ছিলেন না। সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ, সিভিল কর্মচারীদের অধিকার রক্ষা, ব্রিটিশ বণিকদের স্বার্থরক্ষা প্রভৃতি ব্যাপারে গভর্নর মন্ত্রীসভার পরামর্শ নিতে বাধ্য নয়। জরুরী অবস্থার দেখা দিলে গভর্নর আইনসভা ভেঙে দিয়ে নিজহাতে শাসন-ক্ষমতা নিতে পারতেন।


 ১৯৩৫ সালের ভারত শাসন আইনের মূল উদ্দেশ্য ছিল বৃহত্তর ভারতের জনা এক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রবর্তন করা। কিন্তু এই পরিকল্পনা কার্যকর হয়নি। এই আইনে প্রাদেশিক স্বায়ত্ত-শাসনের ক্ষেত্রে নির্বাচিত মন্ত্রীগণের কোনো প্রকৃত স্বাতন্ত্র ছিল না। উহা প্রকৃতপক্ষে গভর্নরের স্বায়ত্তশাসনে পরিণত হয়। ফলে এই আইন কংগ্রেস দলকে খুশি করতে পারেনি। জওহরলাল নেহরুর ভাষায় বলা যায়, এই শাসনবিধি এমন একটি মোটরের সাথে তুলনীয় যার ইঞ্জিন নেই, কিন্তু ব্রেক খুরর শক্তিশালী।


ভারত শাসন আইনের ব্যর্থতাঃ

 ১৯৩৫ সালের ভারত শাসন আইন বহু ঢাক ঢোল পিটিয়ে পাশ করা হলেও তাহা ভারতবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়


প্রথমতঃ এই আইন অনুসারে কেন্দ্রে যুক্তরাষ্ট্র গঠন করা যায় নি। কারণ দেশী। আইদের অনেকে ফেডারেশনে যোগদানে আপত্তি জানাবারা আমেনি ভরা ছিল সে আইনসভায় কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটের জোরে দেশীয় রাজাদের ক্ষমতা কেয়া। পারে।


দ্বিতীয়ত: ফেডারেশন প্রস্তাবে জিন্নাহ ও মুসলীম লীগ তীর আপত্তি জানালা কারণ ফেডারেশন গঠিত হলে লোকসংখ্যার ভিত্তিতে আসন বণ্টিত হবে এবং হিন্দু সদস্যরা সংখ্যাগরিষ্ঠতা পাবে আর মুসলীমরা সংখ্যা লঘু হয়ে যাবে।


 নতুন শাসনবিধি যে নতুন ব্যবস্থা প্রবর্তনের আয়োজন করে তাহা ভারতের রাজনৈতিক দলগুলিকে সন্তুষ্ট করতে পারেনি। জাতীয় কংগ্রেস প্রথম থেকেই এর তীব্র বিরোধীতা করতে থাকে। প্রস্তাবিত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা ছিল অত্যন্ত কঠোর। এটা না ছিল সঠিক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, না ছিল স্বায়ত্ত্ব-শাসনের অনুকূল।

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟