পেরেস্ত্রৈকা সম্পর্কে আলোচনা করো।

 পেরেস্ত্রৈকা সম্পর্কে আলোচনা করো।

পেরেস্ত্রৈকা সম্পর্কে আলোচনা করো।


পেরেস্ত্রৈকা অর্থ হল পুনর্গঠন। মিখাইল গর্বাচভ এই নীতির মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার করতে চেয়েছিলেন। তাঁর এই সংস্কারের অন্যতম বৈশিষ্ট্য হল স্তালিনের প্রবর্তিত ব্যবস্থাকে আরও বেশী মানবিক ও গণতান্ত্রিক করে তোলা।


১৯৮৬ খ্রিঃ নভেম্বরে গর্বাচভ ঘোষণ করেন যে, ১৯৮৭ খ্রিঃ অর্থনৈতিক ক্ষেত্রেও এই পেরেস্ত্রৈকা নীতি প্রয়োগ করা হবে। বিভিন্ন ক্ষুদ্রায়তনের উদ্যোগে এই নীতি প্রয়োগ করা হবে। এই নীতি অনুযায়ী পারিবারিক রেস্তোরাঁ, পারিবারিক ব্যবসা যেমন- পোষাক তৈরী করা, হস্তশিল্প অথবা দূরদর্শন, গাড়ীচালনা ক্ষেত্রে পরিষেবা, বাড়ী রং করা এবং সাজানো, বেসরকারীভাবে বিশেষ শিক্ষা দেওয়া প্রভৃতি জনগণ করতে পারবে।


শ্রমিক বা কর্মীদের নিয়ে সর্বোচ্চ পঞ্চাশজনের সমবায় গঠন করতে পারবে। এইসমস্ত ক্ষেত্রে বাক্তি উদ্যোগকে সমর্থন করা হয়েছিল। কারণ এসব ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা অতি শ্লথ বা ধীর। সুতরাং পেরেস্ত্রৈকার মাধ্যমে দ্রুত উন্নয়নের প্রয়োজন। নিয়োগের ক্ষেত্রে বিকল্প নিয়োগের ব্যবস্থার কথা বলা হয়েছিল। বিভিন্ন কারখানা ও কাজকর্মের জায়গায় বৈদ্যুতিন কারিগরী ও অন্যান্য দ্রুত কারিগরী ব্যবস্থার প্রবর্তন করা হয়েছিল।


 ফ্যাক্টরী, অফিস প্রভৃতি ক্ষেত্রে কায়িক পরিশ্রমের কর্মীর পরিবর্তে বিভিন্ন উন্নত কারিগরী বিদ্যার সাহায্য নেওয়া হচ্ছিল। বিভিন্ন দ্রব্যের গুণমান নিয়ন্ত্রণে রাষ্ট্রের পরিচালনার পরিবর্তে স্বাধীন সংস্থাকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। এর ফলে Law on State Enterprises (1987) প্রবর্তন করা হয়। এই আইন প্রবর্তনের ফলে কেন্দ্রীয় পরিকল্পনা সংস্থার নিয়ন্ত্রণ হ্রাস পেয়েছিল।


 ১৯৮৭ খ্রিঃ জানুয়ারীতে গর্বাচভ কমিউনিস্ট দলের অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার জনা সচেষ্ট হন। এতদিন স্থানীয় সোভিয়েতের সদস্যরা স্থানীয় কমিউনিস্ট দলের সদসা এরা নির্বাচিত হতেন। গর্বাচভ এই ব্যবস্থার পরিবর্তন করেন। তিনি সোভিয়েত সদস্যদের সাধারণ জনগণের স্বারা নির্বাচনের ব্যবস্থা করেন। তাছাড়া এই ব্যবস্থায় দল অপেক্ষা প্রার্থীদের পছন্দ করতে দেওয়ার ব্যবস্থা হয়। দলের উপরতলার নেতাদের নির্বাচনের জন্য গোপন নির্বাচন ব্যবস্থা করা হয়। কারখানার নেতাদেরও নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করার ব্যবস্থা হয়।


১৯৮৮ খ্রিঃ কেন্দ্রীয় সরকারে এক নাটকীয় পরিবর্তন আনা হয়েছিল। পুরাতন সংসদ-এর সদস্য ছিল ১৪৫০ জন। তাঁরা বছরে দু-সপ্তাহের জন্য সমবেত হতেন। এই সংসদ সদস্যরা প্রেসিডিয়ামের ৩৩ জন, মন্ত্রীসভার ৭১ জন সদস্যদের নির্বাচিত করতেন। এই দুই কমিটি সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতো এবং নীতি কার্যকরী করার ক্ষেত্রে নজরদারী করতো। গর্বাচভের সংস্কার অনুযায়ী ঠিক হয় যে, সুপ্রিম সোভিয়েতের জায়গায় ২২৫০ জন সদস্য বিশিষ্ট একটি Congress of People's Dputies গঠন করা হবে এবং এই সভা অপেক্ষাকৃত কমসংখ্যক সদস্যবিশিষ্ট (৪৫০জন) একটি সুপ্রিম সোভিয়েত গঠন করবে। এটাই হবে যথাযথ সংসদ ও বছরে প্রায় আটমাস এই নতুন সংসদের অধিবেশন চলবে। সুপ্রিম সোভিয়েতের চেয়ারম্যান রাষ্ট্রের প্রধানরূপে গণ্য হবেন

তোমাকে অনেক ধন্যবাদ পেরেস্ত্রৈকা সম্পর্কে আলোচনা করো। এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟