চীনের জাঙ্ক বাণিজ্য কি ছিল অথবা,চীনের জাঙ্ক বাণিজ্য সম্পর্কে আলোচনা কর

 চীনের জাঙ্ক বাণিজ্য কি ছিল অথবা,চীনের জাঙ্ক বাণিজ্য সম্পর্কে আলোচনা কর


প্রাক আধুনিক চীনদেশে স্থল ও জল উভয় পথে বাণিজ্য পরিচালিত হতো ৷ তবে স্থলপথে পরিচালিত বাণিজ্যের তুলনায় জলপথে পরিচালিত বাণিজ্যের অবস্থা ছিল অনেক উন্নত ৷ ইয়াং সি ও হ্যান নদীপথে এবং পরে শকটের সাহায্যের চা মঙ্গোলিয়া রপ্তানি হতো ৷ কিয়াংশির মধ্য দিয়ে কান নদীপথে ফুকিয়েন এর চা এবং আই হুর রেশম জাতীয় ক্যান্টনের রপ্তানি হতো ৷ লিম্পো থেকে উত্তরাভিমুখে মাঞ্চুরিয়া পর্যন্ত এবং অ্যামায় থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত ব্যবসা চীনদেশীয় পথ বা জাঙ্ক এর মাধ্যমে পরিচালিত হতো, জাঙ্কগুলো তীর ভূমি সংলগ্ন অগভীর সমুদ্র দিয়ে চলাফেরা করতো এবং জাঙ্কের সাহায্যে পরিচালিত বাণিজ্য জাঙ্ক বাণিজ্য নামে পরিচিত ৷ 



প্রাক আধুনিক চীন দেশে জলপথের ব্যবস্থা পরিচালিত হতো দেশি পোত বা জাঙ্কের মাধ্যমে বাষ্পীয় পথের মাধ্যমে নয় ৷ জাঙ্ক বিভিন্ন বন্দরের নানারূপ বর্ণ দ্রব্য পৌঁছিয়ে দিত এবং বণিক ও ফেরিওয়ালা গণ এইসব পন্য দব্য দেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রয় করার ব্যবস্থা করত ৷ তবে চার এসব প্রভৃতি চিরাচরিত পদ্ধতিতে উৎপন্ন করা শিল্প ও কৃষিকার্যে কোন আধুনিক পদ্ধতির প্রয়োগ করার কোনো উৎসাহ চিনে ছিল না । অপরদিকে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় মূলধনের অভাবে উৎপাদন ছিল খুবই সীমিত ৷ বণিকেরা সরকারি কর্মচারীদের অধীন থাকতো অথবা অর্থ সরকারি কর্মচারীর ভূমিকা গ্রহণ করে নিজেরাই একচেটিয়া কর আদায়কারী হিসাবে কর্তব্য পালন করতো ৷ কিন্তু তারা কোন লাভজনক উদ্যমে অর্থ বিনিয়োগ করত না ৷ দেশের অর্থনৈতিক উন্নতির প্রতি সরকার ছিল সম্পূর্ণ উদাসীন এমনকি সরকার কৃষি থেকে প্রাপ্ত করের ব্যবহারের মৃত বায়ু থাকলে নতুন মূলধন সৃষ্টির দিকে দৃষ্টি দিত না । এরূপ পরিস্থিতি জাঙ্ক বাণিজ্যের উন্নতি ও সম্প্রসারণ একেবারে অসম্ভব ছিল ৷



সাঙ যুগ থেকে জাঙ্ক এর ব্যবহার চলে আসছিল এবং ইউরোপীয়দের চীনে আগমন পর্যন্ত এই জাহাজের ব্যবহার ছিল সবচেয়ে বেশী। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে এই জাঙ্ক বাণিজ্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্যাম, আন্নাম, মালাক্কা মাল উপদ্বীপ এবং জাভা প্রভৃতি অঞ্চলে সাথে এই জাঙ্ক বাণিজ্য চালু ছিল। এই বাণিজ্যের যেহেতু নজরানা প্রথা বহির্ভূত বাণিজ্য তাই এই বাণিজ্যের ব্যাপক প্রচলন নজরানা প্রথাকে ক্রমশ অর্থহীন করে দিয়েছিল ।


About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟