মোগল যুগের বিভিন্ন ভূমি রাজস্ব বন্দোবস্ত সংক্ষেপে লেখো। Various land revenue settlements of the Mughal era

Various land revenue settlements of the Mughal era

মোগল যুগের বিভিন্ন ভূমিরাজস্ব বন্দোবস্ত সংক্ষেপে লেখো।

মোগল যুগের বিভিন্ন ভূমি রাজস্ব বন্দোবস্ত সংক্ষেপে লেখো। Various land revenue settlements of the Mughal era

কবরের দেওয়ান টোডরমল ভূমিরাজস্ব সংগ্রহের জন্য একটি নতুন বন্দোবস্ত চালু করেন। তিনি জমিকে তিনভাগে ভাগ করেন, যথা-জাবতি বা দহশালা, গল্লাবকস এবং নাস্ক প্রথা।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

জাবতি প্রথা অনুসারে জমির উৎপাদিত শক্তির ভিত্তিতে চারভাগে ভাগ করা হত, যথা-পোলাজ, পরৌতি, চাচর ও বানজার। এই প্রথায় জমি জরিপ করা হত না। কেবল উৎপন্ন ফসলের এক-তৃতীয়াংশ সরকারকে দিতে হত।

নাস্ক প্রথা অনুসারে একটি অনুমান করে রাজস্ব নির্ধারিত হত। মোগল যুগে কৃষি জমির আরও ৩টি ভাগ ছিল, যথা-খালসা জমি (সরকারি জমি), জায়গির জমি (মনসবদারকে প্রদত্ত জমি) এবং দাতব্য জমি (ইনামস্বরূপ প্রদত্ত জমি)।

যদিও সম্রাট আকবরের পরবর্তী সময়ে কৃষকদের ওপর শোষণের মাত্রা আরও বৃদ্ধি পায়। শাহজাহান ও ঔরঙ্গজেবের আমলে ভূমিরাজস্বের পরিমাণ বৃদ্ধি পায়। মানুচি, বার্নিয়ে প্রমুখ পর্যটকদের বিবরণে কৃষক নির্যাতনের চিত্রের উল্লেখ পাওয়া যায়।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟