হলদিঘাটির যুদ্ধ।
১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটির যুদ্ধে বাদশাহ আকবরের সেনাপতি মানসিংহ ও আসফ খাঁ মেবারের রানা প্রতাপ সিংহকে পরাজিত করেন। এই যুদ্ধে রানা প্রতাপ সিংহ অসাধারণ বীরত্ব ও দেশপ্রেমের আদর্শ স্থাপন করেছিলেন।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
এই যুদ্ধে রানা প্রতাপ সিংহের প্রায় চোদ্দো হাজার সৈন্য মারা যান। রাজপুত জাতির গৌরব লুষ্ঠিত হয়। আকবরের প্রধান সেনাপতি মানসিংহও একজন রাজপুত ছিলেন অর্থাৎ, মোগলদের বিরুদ্ধে রাজপুত শক্তি মিলিত হয়ে লড়াই করেনি। (গ) ভারতের রাজপুতানা অঞ্চলে মোগলদের আধিপত্য সুদৃঢ় হয়।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ হলদিঘাটির যুদ্ধ Battle of Haldighati এই নোটটি পড়ার জন্য
