ইলিয়াসশাহি এবং হোসেনশাহি আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও।
ইলিয়াসশাহি ও হোসেনশাহি সুলতানদের রাজত্বকালে বাংলার সংস্কৃতির যে-উন্নতি হয়েছিল তা চোখে পড়ার মতো, এই সময়ে বাংলাদেশের ভাষা ও সাহিত্যচর্চার বিশেষ উন্নতি হয়। বহু খ্যাতনামা সাহিত্যিক এসময় বাংলাকে সমৃদ্ধ করেন। যেমন-কৃত্তিবাস ওঝা, চন্ডীদাস, মালাধর বসু, জয়দেব প্রমুখ। এযুগে অনেক মঙ্গলকাব্য রচিত হয়। রূপ গোস্বামী লেখেন ললিত মাধব, কবি জয়দেব রচনা করেন গীতগোবিন্দম, মালাধর বসু সৃষ্টি করেন শ্রীকৃষ্ণবিজয়।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
এ যুগের সুলতানদের আনুকূল্যে বাংলায় এক ধর্মসহিষ্ণু পরিবেশ গড়ে ওঠে। হিন্দু ও মুসলমানদের মধ্যে গড়ে ওঠে সদ্ভাব। তার প্রমাণ পাওয়া যায় শ্রীচৈতন্যদেবের ভক্তিবাদে। সুলতানরা ছিলেন উদার প্রকৃতির। সেজন্য বাংলায় গড়ে ওঠে বেশ কিছু নিরপেক্ষ স্থাপত্য কর্ম। যেমন- ফিরোজ মিনার, বাইশগাজি, দেউল প্রভৃতি।
তোমাকে অনেক ধন্যবাদ ইলিয়াসশাহি এবং হোসেনশাহি আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও।The culture of Bengal during the Ilyas Shahi and Husain Shahi periods এই নোটটি পড়ার জন্য
