মোগল রাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
মোগল সম্রাটগণ প্রায় ২০০ বছর ভারতে রাজত্ব করেন। সম্রাট আকবরের নেতৃত্বে ভারতে প্রকৃত মোগল শাসন তথা মোগল রাজতন্ত্র গড়ে ওঠে। এই রাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলি হল-
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
মোগলরা ভারতে এসেছিলেন সাম্রাজ্য স্থাপন করতে; লুণ্ঠন করতে নয়। তাঁরা ভারতে স্থায়ীভাবে থেকে যান এবং ভারতের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে নিজেদের মানিয়ে নেন। ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের মতো মোগল সম্রাটরা ছিলেন 'দৈবক্ষমতার তত্ত্বে' বিশ্বাসী। মোগল সম্রাটরা নিজেদের 'ঈশ্বরের ছায়া' বলে মনে করতেন। আকবর নিজেই বলেছেন, রাজা ন্যায়বিচার ও সুশাসন প্রবর্তনের জন্য ঈশ্বরের উপাসনা করবেন।
মোগল রাজতন্ত্রের আর-একটি গুরুত্বপূর্ণ দিক হল রাজনৈতিক ঐক্যস্থাপন। মোগল শাসকরা প্রায় সমগ্র ভারতে একই শাসনব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন। মোগল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ফারসি। সাম্রাজ্যের সর্বত্র একই ধরনের মুদ্রা ব্যবস্থা প্রবর্তিত ছিল। মোগল শাসনতন্ত্রে মৌলিকতা ছিল না। এর ফলে তুর্কি, পারসিক ও ভারতীয় ভাবধারার সমন্বয় ঘটেছিল। চিত্রশিল্প ও স্থাপত্যশিল্পগুলি ছিল এর উৎকৃষ্ট উদাহরণ। এ ছাড়া লক্ষণীয় ছিল ধর্মীয় উদারতা।
সম্রাট আকবরের আমলে মনসবদারি প্রথা শুরু হয়। এই ব্যবস্থায় সম্রাটের মৌলিকত্বের ছাপ ছিল স্পষ্ট। তাঁর ১. উদ্দেশ্যই ছিল মোগল সেনাবাহিনীতে দুর্নীতি রোধ করা। মোগল রাজতন্ত্রের এই বৈশিষ্ট্যের জোরেই মোগল সাম্রাজ্য ভারতে প্রায় ২০০ বছর টিকেছিল।
