খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল? Why did Delhi become an important city in the 13th century AD?

খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল?

খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল?

খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল? Why did Delhi become an important city in the 13th century AD?

খ্রিস্টীয় ত্রয়োদশ-চতুর্দশ শতকে নানা কারণে দিল্লি শহরটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সুলতান কুতুবউদ্দিন আইবকের আমলে প্রথম দিল্লি বা কুতুব দিল্লি তৈরি করা হয়েছিল ১২০৬ খ্রিস্টাব্দে রাজপুত লেখা থেকে জানা যায় যে, আরব, ইরান, চিন, মধ্য এশিয়া বা বাইজানটাইন ৪. আমলের কিলা রাই পিথোরা শহরকে কেন্দ্র করে। ঐতিহাসিক ইসামির থেকে অভিজাত ব্যক্তি, নানা ধরনের শিল্পী-কারিগর, চিকিৎসক, রত্ন-ব্যবসায়ী, সাধুসন্ত সকলেই দিল্লিতে ভিড় জমাতে থাকেন। তা ছাড়া এসময় বাগদাদের দুরবস্থার ফলে দিল্লির গুরুত্ব অনেকগুণ বেড়ে যায়। দিল্লি হয়ে দিল্লিতে চলে আসেন ও বসবাস করতে থাকেন। দিল্লি সুফি সাধকদেরও ওঠে এশিয়ার বিখ্যাত বাণিজ্যকেন্দ্র। মধ্য ও পশ্চিম এশিয়া থেকে বহু মানুষ পীঠস্থানে পরিণত হয়। এজন্যই দিল্লিকে বলা হত হজরত-ই-দিল্লি। এইভাবে দিল্লির গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পায়।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟