কিভাবে আদি মধ্যযুগে নগরায়ণ হয়েছিল ?

কিভাবে আদি মধ্যযুগে নগরায়ণ হয়েছিল ?

 কিভাবে আদি মধ্যযুগে নগরায়ণ হয়েছিল ? বা, ৬০০-১২০০ খ্রীষ্টাব্দে ভারতে নগরায়ণের প্রক্রিয়া আলোচনা কর।


কিভাবে আদি মধ্যযুগে নগরায়ণ হয়েছিল ?


 হরপ্পা সংস্কৃতিকে ভারতীয় নগরায়ণের প্রথম পর্বের সূচনাকাল বলে ঐতিহাসিকরা মনে করেন। ভারতে শহর তৈরী শুরু হয়েছিল হরয়া সংস্কৃতির যুগে। তবে ভারতে নগর বিকাশের ইতিহাস ধারাবাহিক নয়। ভারতের নগরায়ণ উত্থান ও পতনের মধ্য দিয়ে বারবার অগ্রসর হয়েছিল। ড. অনিরুদ্ধ রায়ের মতে ভারতীয় সভ্যতাকে বিশ্বের সবচেয়ে বড় শহরাশ্রয়ী সভ্যতা বলা যায়। অধ্যাপক ব্রজদুলাল চট্টোপাধ্যায়ের মতে এ যুগে যেমন বিখ্যাত কয়েকটি নগর অবক্ষয়ের সম্মুখীন হয়েছিল তেমনই আবার এ যুগে অহিচ্ছাত্র, দিল্লির পুরানো কিল্লা অত্রাজীখেড়া, রাজঘাট, চিরন্দ ও গাঙ্গোয় উপত্যকায় অবস্থিত তত্ত্বানন্দপুর প্রভৃতি প্রধান নগর নগরসুলভ আকার ও চরিত্র ধারণ করে বলিষ্ঠভাবেই অস্তিত্ব টিকিয়ে রেখেছিল।


আসি মধ্যযুগে নগরের উৎপত্তির প্রধান কারণ হিসেবে দেখা যায় নিরাপত্তার সহজলভ্যতা নদী বা সমুদ্রের তীরে এবং বিভিন্ন পথের সংযোগস্থলে নগরগুলি গড়ে উঠেছিল। এই ধরনের নগরগুলির পরিচয় ছিল মূলত ব্যবসা বাণিজ্যের আদান-প্রদান কেন্দ্র হিসেবে।


প্রাথমিক অবস্থায় নগরগুলি জলপথের নিকট গড়ে উঠেছিল। জলপথে যোগাযোগ অনেক সহজ হয়। নদীতীরে নগর গড়ে ওঠার অন্যতম কারণ হল নদীর মিলনস্থল ও পশ্চাৎভূমি ব্যবহার করা যেত সহজে।

নগরের সন্নিহিত অঞ্চলে নির্ভরযোগ্য পশ্চাদভূমি থেকে খাদ্যের যোগান নিশ্চিত ছিল। এছাড়া নদীর বন্দরগুলির সঙ্গো স্থলপথে যোগাযোগ নগর গড়ে ওঠায় সহায়ক ছিল।


প্রাচীনকাল থেকেই ভারতের সঙ্গো প্রতিবেশী দেশগুলির বাণিজ্যিক সম্পর্ক ছিল। স্বাভাবিকভাবেই বাণিজ্যিক প্রয়োজনেই বহু নগর গড়ে ওঠে। বাণিজ্যের প্রসার, কৃষি সম্প্রসারণ ও কৃষিদ্রব্যের লেনদেন নগরায়ণের প্রক্রিয়াকে তরান্বিত করেছিল।


গ্রামাঞ্চলে বাজার, মেলা ও তীর্থস্থানকে কেন্দ্র করে অনেক নগর গড়ে উঠেছিল। কৃষিপণ্যের বাণিজ্যিক লেনদেন কেন্দ্র হিসেবে এবং মন্দিরগুলির প্রয়োজন মেটানোর জন্য নানা পণ্যের চাহিদাকে কেন্দ্র করে নগরায়ণের প্রক্রিয়া বিকশিত হতে থাকে। গ্রামের শাসকগণ গ্রামের বাজারকে উৎসাহ দিত কারণ এখান থেকে রাজস্ব আদায় হত।


সামরিক শিবিরকে কেন্দ্র করেও নগরের সূত্রপাত হয়। প্রাকৃতিক ও সামরিক দু'দিক থেকে সুবিধাজনক গুরুত্বপূর্ণ স্থানই নগর প্রতিষ্ঠার ক্ষেত্রে সাধারণত নির্বাচন করা হত। রাজী নদীর তীরে লাহোরের অবস্থান এবং যমুনার তীরে দিল্লী ও আগ্রার অবস্থান যুগ যুগ ধরে সাম্রাজ্যের নিরাপত্তাও দূরত্বপূর্ণ কেন্দ্র হিসেব প্রতিষ্ঠিত করেছে।


স্থানীয় শক্তির বিকাশ ও স্থানীয় ক্ষমতাধর গোষ্ঠীর উত্থান বিভিন্ন অঞ্চলে নগর গড়ে তুলতে সাহায্য করেছিল। আদি মধ্যযুগের নগরগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নানাস্তরে ও নানাপ্রকারে স্থানীয় শক্তির কেন্দ্ররূণে গড়ে উঠেছিল।



               

তোমাকে অনেক ধন্যবাদ কিভাবে আদি মধ্যযুগে নগরায়ণ হয়েছিল ? এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟