মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কি জানা যায়

মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কি জানা যায়

 মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কি জানা যায়


মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কি জানা যায়

প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে মুদ্রা একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয় ৷ মধ্যযুগের পরিবর্তনশীলতার নিরিখে মুদ্রার উপাদান তাৎপর্য পরিবর্তিত হয় ৷ ভারতবর্ষের আদি মধ্যযুগের ক্ষেত্রে মুদ্রা প্রায় একটি সমৃদ্ধি আলোচনার প্রস্তুত করে, আদি মধ্যযুগে অগ্রাহর ব্যবস্থা প্রবর্তন ঘটার ফলে সমাজ রাজনীতি ও অর্থনীতির এক নতুন প্রবণতার জন্ম দেয় ৷ এই পরিবর্তনশীল পরিস্থিতিকে সার্বিকভাবে তুলে ধরেছেন রামশরণ শর্মা ও তার অনুগামীরা ৷ ডঃ শর্মা ও তার অনুগামীরা মনে করেন যে আদি মধ্যযুগে বাণিজ্য হ্রাস পাওয়ার ফলে মুদ্রাবৃত্তিক অর্থনীতি বন্ধ হয়ে যায়, সমকালীন পাল প্রতিহার রাষ্ট্রকূট এইসব রাজাদের মুর্দা নেই বলেই চলে ৷ যদিও প্রতিহার্দের কোন কোন রাজা মুদ্রা চালু করেন ৷ কিন্তু এই মুদ্রা গুলির ধাতব বিশুদ্ধি ও ওজনের স্থিরতা অনিশ্চিত তাই শর্মার ব্যাখ্যা অনুযায়ী মুদ্রাশ্রয়ী অর্থনীতি স্বীকার হয় ।


আদি মধ্যযুগ সম্পর্কে রামচরণ শর্মা মুদ্রা ব্যবস্থার স্বল্পতার তথ্য দিয়ে যে সামন্ততন্ত্রিক চরিত্রের বর্ণনা দিয়েছে তা দীনেশচন্দ্র সরকার,যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সহ একাধিক ঐতিহাসিক মেনে নিতে পারেননি । সামগ্রিকভাবে বাংলার পাল রাজাদের সময় ধাতব ও মুদ্রার অনুপস্থিতি দেখা গেলেও বাণিজ্য সচল ছিল ৷ ডক্টর ডিনেশ চন্দ্র সরকার বলেছেন মুদ্রা যতটুকু কমেছিল কড়ি তার ক্ষতিপূরণ করেছিল ৷ ঐতিহাসিক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় দেখিয়েছেন যে তৎকালীন রূপমুদ্রা ১২৮০ কড়িতে বিনিময় হতো ৷ তাই মুর্দার বিনিময়ের মাধ্যমে আদি মধ্যযুগের বাণিজ্য সফল ছিল তবে কড়ি ব্যবহারে বণিকদের বাণিজ্যিক পণ্যের আদান-প্রদানের সমস্যা দেখা দেওয়ায় তার চূর্ণনামক স্বর্ণগুড়ো বা রৌপগুড়ো বাণিজ্যের জন্য ব্যবহার করত । আবার বণিকদের বিবরণ থেকে জানা যায় গুর্জর-প্রতিহার রাজ্যে ধাতব চূর্ণ নিয়ে ব্যবসা চলতো ৷ দক্ষিণ-পূর্বে বাংলাদেশের ময়না নদীর তীরে উৎখননের দ্বারা আদি মধ্যযুগীয় পর্বের রূপ ও মুদ্রার সন্ধান পাওয়া গেছে ৷ যেগুলি ৭৮৮ খ্রিস্টাব্দ মুদ্রা স্থাপিত আন্তর্জাতিক বাণিজ্যের পরিচয় বহন করে ৷




তাই বলা যায় আদি মধ্যযুগের ইতিহাসে মুদ্রা এক বিশেষ উপাদান হিসেবে চিহ্নিত । তার সূত্রে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির কথা জানা যায় ৷ রোম ভারত বাণিজ্যে আগমনের ফলে মুদ্রা ব্যবস্থার অবনতি দেখা যায় । তবে মুদ্রার বিলুপ্তি পুরোপুরি হয়নি ৷

তোমাকে অনেক ধন্যবাদ মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কি জানা যায় এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟