শিল্পের উপর রেনেসাঁ মানবতাবাদের প্রভাব আলোচনা কর

শিল্পের উপর রেনেসাঁ মানবতাবাদের প্রভাব আলোচনা কর

 শিল্পের উপর রেনেসাঁ মানবতাবাদের প্রভাব আলোচনা কর 


শিল্পের উপর রেনেসাঁ মানবতাবাদের প্রভাব আলোচনা কর ?
Image source: Wikipedia


শিল্পের উপর রেনেসাঁ মানবতাবাদের প্রভাব আলোচনা কর 


ইটালিকে কেন্দ্র করে যে ইউরোপীয় রেনেসাঁ বা নবজাগরণ সূচিত হয়েছিল তার আলো বিচ্ছুরণ দ্বারা উদ্দীপ্ত হয়ে উঠেছিল সাহিত্য,বিজ্ঞান,মানব চেতনা সহ প্রায় সকল ক্ষেত্রে ৷ তবে রেনেসাঁর বুদ্ধি বিভাসিত শিল্প জগতকে কেউ করে তুলেছিল জীবন্ত ও মানবিক বৈশিষ্ট্য সম্পন্ন ৷ আর এই নতুন ধারার শিল্প স্থাপত্য যাদের চেতনা সংবেদন সর্বোপরি হস্তে সমৃদ্ধ হয়েছিল তাদের মধ্যে অন্যতম হলো - লিওনার্দো দ্য ভিঞ্চি, রাফায়েল, সঞ্চিয়, মাইকেল এঞ্জেলো, টিসিয়ান প্রমুখ ৷ 


শিল্পের উপর রেনেসাঁ মানবতাবাদের প্রভাব আলোচনা কর ?
শিল্পের উপর রেনেসাঁ মানবতাবাদের প্রভাব আলোচনা কর 


মানব মানবীকে পুরোপুরি স্বাভাবিকভাবে চিত্রায়িত করা শুরু হয় রেনেসাঁর আলোকে ৷ মানব মানবির শরীর সৃষ্টিতে মধ্যযুগীয় যে কৃত্রিমতা ছিল তা থেকে বেরিয়ে এসে স্বাভাবিক মানব অবয়ব সৃষ্টি করা হয় ৷ মাইকেল এঞ্জেলো ডেভিস, লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসা মানব ও মানবির দৈহিক সৌন্দর্যের বাস্তব রূপ ফুটে ওঠে ৷ রাফায়েল ম্যাডোনাতে যেসব নারীর সৌন্দর্য ফুটে উঠেছে তা যুগ যুগ ধরে সৌন্দর্য পিপাসু মানুষের নয়ন যুগলকে আনন্দ প্রদান করে চলেছে । ভাস্কর্য শিল্প সৃষ্টিতে দোনাতলে অবিস্মরণীয় ছিলেন ৷ গির্জা প্রসাদের বহিরঙ্গে যে মূর্তিগুলি সৃষ্টি করেন তার দ্বারা একাধারে যেমন শরীরের বাস্তব রূপ ফুটে ওঠে তেমন এই সৃষ্টিতে ধ্রুপদী স্থাপত্য রীতির প্রভাব পরিস্ফুটিত হয় । ম্যাসাজিও তার শিল্পে যে মানব দেহ ফুটিয়ে তুলেছেন তার মধ্যে যেমন শারীরিক ও বাস্তবিক অনুরূপ ছিল পাশাপাশি তার শিল্পের প্রস্পেকটিভ রুপ বা দেখার আম্বিকে অবিনত্ত লক্ষ্য করা যায় ৷ "Three dimantional" শিল্প সৃষ্টিতে ম্যাসাচিয় দক্ষতা বিশেষভাবে লক্ষ্যণীয় হয়ে ওঠে ৷ আসলে মানুষের শারীরিক সৌন্দর্যকে বোঝার এক অদম্য চেষ্টা শিল্পীদের মধ্যে লক্ষ্য করা যায় ৷


শিল্পের উপর রেনেসাঁ মানবতাবাদের প্রভাব আলোচনা কর ?
Image source: alamy

রেনেসাঁস শিল্পের ইতিহাসে লিওনার্দো দ্য ভিঞ্চি এক বিশেষ অধ্যায় ৷ মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সম্বন্ধে তার জ্ঞান ছিল অসাধারণ । তার কালজয়ী সৃষ্টি দা লাস্ট সাফার এবং মোনালিসার মধ্যে ভ্যানিশিং পয়েন্ট প্রসপেক্টিভ তুলে ধরেছেন ৷ তার কালজয়ী সৃষ্টি মোনালিসা রহস্যময়ী নারী জীবন্ত প্রকৃতি ৷ লিওনার্দো দ্য ভিঞ্চি সৃষ্টি আলো-আঁধারে প্রয়োগ তার সৃষ্টিকে অন্যতম মাত্রা প্রদান করেছে ৷ রেনেসা পর্বে শিল্পী সমাজের ধনী অভিজাত বা শাসকদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে তাদের শিল্পী সত্তার পরিপূর্ণতা ঘটিয়েছিলেন ৷ আর শিল্পীদের এই নিয়ন্ত্রণ মুক্তির মধ্য দিয়ে সর্বোপরি রেনেসাঁস মানবতাবাদী আদর্শে স্পষ্ট হয়ে ৷ তাদের শিল্পে যে মাধুরী ঢেলে দিয়েছেন তা শিল্প জগতকে দিয়েছেন অনাবিল আনন্দের আস্বাদন ৷ এইরকম কয়েকটি অতি উল্লেখযোগ্য শিল্পকর্ম হলো সান ফ্রান্সিসকতে স্থাপিত আলবার্ট গির্জার সৃষ্টি লিভারোটানডা, দোনাতলের সেন্ট জিওরাত, সেন্ট মেরি এবং ম্যাকডোনাল-এর মূর্তি, মাইকেল এঞ্জেলোর ম্যাডনা অ্যান্ড চাইল্ড, ম্যাসাচিওয়ের দেওয়াল চিত্র, ট্রিবিউন খান,লিওনার্দো দ্য ভিঞ্চির "দা লেডি উইথ দা এনিমি" সর্বোপরি রাফায়েল এর "Trans Finoretion" প্রভৃতি ৷



                               ~~   সমাপ্ত  ~~


তোমাকে অনেক ধন্যবাদ শিল্পের উপর রেনেসাঁ মানবতাবাদের প্রভাব আলোচনা কর এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟