ফরাসি বিপ্লবের উপর মন্তেস্কুর প্রভাব অথবা, ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট রচনায় দার্শনিক মন্তেস্কুর অবদান লেখো অথবা ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট রচনা মন্তেস্কুর ভূমিকা আলোচনা কর
অষ্টাদশ শতাব্দি ছিল আলোকিত শতাব্দী ৷ এই শতকের ফরাসি দার্শনিক রচনা ফ্রান্সের যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি গঠনে বিশেষ ভূমিকা পালন করে ৷ কারণ আমরা জানি যে যে কোন বিপ্লব বাস্তবে ঘটার আগে ঘটে মানুষের ভাব জগতে , ফরাস বিপ্লবের ক্ষেত্রেও তার কোন ব্যতিক্রম ঘটেনি ৷ ফরাসি সাহিত্যিক ও দার্শনিকরা ফ্রান্সের সমকালীন সমাজ, অর্থনীতির, রাজনীতি ও ধর্মীয় জীবনের সর্বস্তরে পরিব্যপ্ত অনাচার ও দুর্নীতির ওপর তীব্র সমালোচনা করে জাতীয় ভাবনার এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন ৷ তাদের সমালোচনার ফলেই সাধারণ মানুষ এইসব অনাচার দুর্নীতি বৈষম্য এবং এর পাশাপাশি তাদের নিজ অধিকার সম্পর্কেও সচেতন হয়ে ওঠে ৷ সমালোচনার ফলে পুরাতন ব্যবস্থার ভিত শিথিল হয়ে পড়ে এইরকমই একজন ফরাসি দার্শনিক হলেন মন্তেস্কু ৷
পেশায় আইনজীবী বিশিষ্ট ফরাসি দার্শনিক মন্তেস্কু ছিলেন বিপ্লব ও বিমুখ ও এক নিয়ম তান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ৷ তিনি বেশ কিছুকাল ইংল্যান্ডে বসবাস করেন এবং ইংল্যান্ডের নিয়ম তান্ত্রিক রাজতন্ত্রের আদর্শে প্রভাবিত হয় । ১৭৮৪ খ্রিস্টাব্দে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ "The sprit of Laws" গ্রন্থে তিনি রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতার তীব্র সমালোচনা করেন এবং ব্যক্তি ও স্বাধীনতা রক্ষাকল্পে রাষ্ট্রের শাসন আইন ও বিচার বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণ দাবি জানান ৷ এই গন্থ খানি পরবর্তীকালে বিপ্লবী শাসনতন্ত্র রচনা যথেষ্ট প্রভাব বিস্তার করেন তিনি ঘোষণা করেন যে,"একই ব্যক্তির হাতে সরকারের আইন বিচার ও শাসন বিভাগের দায়িত্ব থাকলে ব্যক্তি স্বাধীনতার লোভ পাবে" ৷
তাছাড়া তার ওপর গ্রন্থ টি পার্সোনাল লেটারে তিনি ফ্রান্সের প্রচলিত সমাজ ব্যবস্থার অভিজাতন্ত্র এবং রাজতন্ত্রের বিভিন্ন দুর্বলতা ও ত্রুটির প্রতি বিদ্রুপ করেন জনগণকে বিপ্লবের পথে হাঁটতে প্রেরণা দেন এইভাবে ফ্রান্সের জনগণকে বিপ্লব মুখর করার ক্ষেত্রে তার রচনার প্রভাব ছিল অপরিসীম তাই ঐতিহাসিক উইলার্ড বলেন যে দীর্ঘদিন বঞ্চনার ফলে মানুষের আশা-আকাঙ্ক্ষার অনুচারিত অভক্ত হয়ে মনের মধ্যে জমে গিয়েছিল দার্শনিকরা স্বাধীন চিন্তার পথে বাধা জাল ছড়িয়ে দিয়ে অস্পষ্ট ভাবধারাগুলোকে ভাষা দিয়েছিল ৷"