লং মার্চ সম্পর্কে টীকা বা,লং মার্চ-এর ঐতিহাসিক গুরুত্ব নির্ণয় করে সংক্ষিপ্ত বিবরণ লেখ।

লং মার্চ সম্পর্কে টীকা বা,লং মার্চ-এর ঐতিহাসিক গুরুত্ব নির্ণয় করে সংক্ষিপ্ত বিবরণ লেখ।

লং মার্চ সম্পর্কে টীকা বা,লং মার্চ-এর ঐতিহাসিক গুরুত্ব নির্ণয় করে সংক্ষিপ্ত বিবরণ লেখ।

চীনের সাম্যবাদী আন্দোলনের ইতিহাসে লংমার্চ হল একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৷ ১৯৩৪ খ্রিস্টাব্দে ১৬ই অক্টোবর মাউসে তুং এবং চু তে এদের নেতৃত্বে লাল ফৌজ প্রায় ৬০০০ মাইল দীর্ঘ পথ অতিক্রম করে লংমার্চ শুরু করেন ৷ ১৯৩৫ খ্রিস্টাব্দের লাল ফৌজ দুর্গম উত্তর-পশ্চিম অঞ্চলের সেনসি প্রদেশে এসে উপস্থিত হন ৷ সেখানে এই দীর্ঘ লং মার্চের অবসান হয়েছিল ৷ মাও-সে-তুং এর নেতৃত্বে লংমার্চ ৬০০০ মাইল রাস্তা অতিক্রম করে সেনসি প্রদেশে এসে উপস্থিত হয়েছিল ৷ লাল ফৌজ প্রায় এক বছর ধরে এই লং মার্চ গড়ে তুলেছিলেন ‌৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

সব দেশের সর্বকালের সামরিক ইতিহাসে এই ধরনের কৃতিত্ব গীতিতে দৃষ্টান্ত প্রায় বিরল ৷ প্রাকৃতিক বিপর্যয়, দুর্গম পথ এবং শিয়াং এর বাহিনীর আক্রমণের ফলে লাল ফৌজের প্রচুর সদস্য নিহত হন ৷ লাল ফৌজ ৯০০০০ সৈন্য নিয়ে পাড়ি দিয়েছিল আর সেনসি প্রদেশে যখন পৌঁছালো তা তার সংখ্যা ছিল মাত্র ২০০০০ ৷ তবে লাল ফৌজ লং মার্চের মাধ্যমে যে সফলতা দেখিয়েছিলেন চীনের ইতিহাসে তা বিরল ঘটনা ৷

চীনের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এর গুরুত্ব অনন্য ও তুলনাহীন ৷ আদর্শের প্রতি যে নিষ্ঠা ও আনুগত্য কমিউনিস্টরা দেখিয়েছিলেন তার নজির অন্য কোন দেশে পাওয়া যায় না ৷ লংমার্চের মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টির কৃষক ও শ্রমিকদের সমস্যার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় ৷ দলে দলে কৃষক শ্রমিক সহ সাধারণ মানুষ কমিউনিস্টদের আদর্শের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং Red Army যোগদান করেছিল ৷ লংমার্চের মধ্য দিয়ে চীনের কমিউনিস্ট পার্টি মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন ৷

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟