লং মার্চ সম্পর্কে টীকা বা,লং মার্চ-এর ঐতিহাসিক গুরুত্ব নির্ণয় করে সংক্ষিপ্ত বিবরণ লেখ।
চীনের সাম্যবাদী আন্দোলনের ইতিহাসে লংমার্চ হল একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৷ ১৯৩৪ খ্রিস্টাব্দে ১৬ই অক্টোবর মাউসে তুং এবং চু তে এদের নেতৃত্বে লাল ফৌজ প্রায় ৬০০০ মাইল দীর্ঘ পথ অতিক্রম করে লংমার্চ শুরু করেন ৷ ১৯৩৫ খ্রিস্টাব্দের লাল ফৌজ দুর্গম উত্তর-পশ্চিম অঞ্চলের সেনসি প্রদেশে এসে উপস্থিত হন ৷ সেখানে এই দীর্ঘ লং মার্চের অবসান হয়েছিল ৷ মাও-সে-তুং এর নেতৃত্বে লংমার্চ ৬০০০ মাইল রাস্তা অতিক্রম করে সেনসি প্রদেশে এসে উপস্থিত হয়েছিল ৷ লাল ফৌজ প্রায় এক বছর ধরে এই লং মার্চ গড়ে তুলেছিলেন ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
সব দেশের সর্বকালের সামরিক ইতিহাসে এই ধরনের কৃতিত্ব গীতিতে দৃষ্টান্ত প্রায় বিরল ৷ প্রাকৃতিক বিপর্যয়, দুর্গম পথ এবং শিয়াং এর বাহিনীর আক্রমণের ফলে লাল ফৌজের প্রচুর সদস্য নিহত হন ৷ লাল ফৌজ ৯০০০০ সৈন্য নিয়ে পাড়ি দিয়েছিল আর সেনসি প্রদেশে যখন পৌঁছালো তা তার সংখ্যা ছিল মাত্র ২০০০০ ৷ তবে লাল ফৌজ লং মার্চের মাধ্যমে যে সফলতা দেখিয়েছিলেন চীনের ইতিহাসে তা বিরল ঘটনা ৷
চীনের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এর গুরুত্ব অনন্য ও তুলনাহীন ৷ আদর্শের প্রতি যে নিষ্ঠা ও আনুগত্য কমিউনিস্টরা দেখিয়েছিলেন তার নজির অন্য কোন দেশে পাওয়া যায় না ৷ লংমার্চের মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টির কৃষক ও শ্রমিকদের সমস্যার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় ৷ দলে দলে কৃষক শ্রমিক সহ সাধারণ মানুষ কমিউনিস্টদের আদর্শের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং Red Army যোগদান করেছিল ৷ লংমার্চের মধ্য দিয়ে চীনের কমিউনিস্ট পার্টি মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন ৷