History ও ইতিহাসের মধ্যে পার্থক্য আলোচনা কর বা,হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য নির্ণয় করো।
![]() |
History ও ইতিহাসের মধ্যে পার্থক্য আলোচনা কর |
History ও ইতিহাসের মধ্যে পার্থক্য হল
History কথাটি গ্রীক শব্দ Historia থেকে এসেছে ৷ যার অর্থ "inquary knowledge" ৷ বিখ্যাত ইতিহাসবিদ ই এইচ কার বিখ্যাত গ্রন্থ "what is history" এর সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে বলেন ,"it is a continuous process of introducing between the historian in is Fact an ending dialogue between the past and present"
এখন আমরা যে বিদ্যাকে ইতিহাস বলে চিন্তা করি তার অনেকটাই ইংরেজি ইতিহাস কাছাকাছি ৷ তবে ইতিহাস শব্দটি কিন্তু ইংরেজি Historyr নিছক অনুবাদ নয় । তাই দুইয়ের সূক্ষ্ম পার্থক্য বিদ্যামান । ইতিহাস শব্দটির বুৎপত্তি ইতি-অ-হাস অর্থাৎ অতীতের বিকাশ ঘটেছিল ৷ অমর কোষের টিকা অনুসারে ইতি + হ শব্দের অর্থ হলো এই রূপকর্তা ৷ (যার লোক পরম্পরায় চলে) মনুসঙ্গীতায় প্রদত্ত ইতিহাসের সংজ্ঞা হল "ধর্মান্ধ কামোক্ষানম উপদেশ সমান্তম পূর্ববৃত্তি কমামুক্তম ইতিহাস প্রক্ষেপ" ৷ অর্থাৎ ইতিহাস হলো অতীত সংক্রান্ত ঘটনা বৃত্তান্ত এবং চতুরবর্গ সাধন সংক্রান্ত পূর্ববৃত্ত কথা মুক্ত শাস্ত্র ৷ আর্য বেদের ইতিহাস শব্দটির প্রসঙ্গে বলা হয়েছে ইতিহাস সংচরে ৷ সূএসাহিত্য পূর্বে আর্য জীবনে ইতিহাস ও শাস্ত্র ইতিহাসে এক বিশেষ মর্যাদায় আনে অধিষ্ঠিত ছিল ৷ যে কোন মঙ্গল কর্মের ইতিহাস পাঠ করা হতো ।
History এবং ইতিহাসের মধ্যে পার্থক্য নিম্নরূপ প্রসঙ্গে বলা যায় ৷ পাশ্চাত্য history অর্থে যে আত্মিক থেকে অতীত দেখা হয়, সেই দেখার মধ্যে বা অতীতের ঘটনা বিশ্লেষণের ক্ষেত্রে তথা পরীক্ষা পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং যুক্তিকে যে অর্থের প্রাধান্য দেওয়া হয় ৷ প্রাচীন ভারতের তার প্রয়োগ কিছুই বা কম নয় ৷ পাশ্চাত্য History মূল আলোচ্য বিষয়ে যেসব সমাজ অর্থনীতির সংস্কৃতি এক কথায় মানুষ সভ্যতা কে বিবর্তনের তথ্য ও স্থান পেয়েছে ৷ আদি মধ্যযুগীয় ভারতে ইতিহাস চর্চার তার লক্ষ্য ছিল খুবই প্রখর ৷ ভারতের ইতিহাস মূলত আবদ্ধ ছিল রাজা বা সেনাপতি কিংবা কোন ব্যক্তির গুন কীর্তির মধ্যে ৷ এছাড়াও ভারতের ইতিহাসে একটি বড় অংশ জুড়ে ছিল ধর্ম বীরগাথা বা রূপক ইত্যাদি যা বর্তমানে কোনভাবেই History'r মর্যাদা পেতে পারে না ৷ ভারতে ইংরেজ আগমনের হাত ধরে ভারতবর্ষের ইতিহাস মানসিকতা গড়ে ওঠে ৷