ইংল্যান্ডের গৃহযুদ্ধ কিভাবে রেডিক্যাল বা বৈপ্লবিক আন্দোলনে রূপান্তরিত হয়েছিল

ইংল্যান্ডের গৃহযুদ্ধ কিভাবে রেডিক্যাল বা বৈপ্লবিক আন্দোলনে রূপান্তরিত হয়েছিল

 ইংল্যান্ডের গৃহযুদ্ধ কিভাবে রেডিক্যাল বা বৈপ্লবিক আন্দোলনে রূপান্তরিত হয়েছিল বা,ইংল্যান্ডের গৃহযুদ্ধের সময়ে যে বৈপ্লবিক সামাজিক ও রাজনৈতিক চিন্তাধারার জন্ম হয়েছিল তা আলোচনা কর।

ইংল্যান্ডের গৃহযুদ্ধ কিভাবে রেডিক্যাল বা বৈপ্লবিক আন্দোলনে রূপান্তরিত হয়েছিল

৬৪২ থেকে ১৬৪৯ সময় কালের মধ্যে ইংল্যান্ডের সংঘটিত গৃহযুদ্ধ ইংল্যান্ডের রাজনৈতিক সামাজিক চিন্তাধারার ক্ষেত্রে এক বড় পরিবর্তন সংঘটিত করেন ৷ এলিজাবেথের রাজত্বকালে ইংল্যান্ডের আর্থসামাজিক রাজনৈতিক সংস্কৃতিক ক্ষেত্রে যে অভাবনীয় উন্নতি সংঘটিত হয়েছিল তা পরবর্তী রাজাদের সময় তা বহু অংশে পরিচালিত হয়েছিল ৷ প্রচলিত প্রগতিশীল ব্যবস্থার উন্নয়ন চিন্তাধারার পার্লামেন্টের গুরুত্বকে আঘাত করে ৷ আর তার প্রতিক্রিয়া স্বরূপ রাজার সঙ্গে পার্লামেন্টের ৭ বছরের গৃহযুদ্ধ সংঘটিত হয় ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

সাত বছর ধরে চলা এই গৃহযুদ্ধ সে দেশে সামাজিক , রাজনৈতিক এবং বৈদিক ক্ষেত্রে চিন্তাধারা জন্ম দিতে পেরেছিল কিনা তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিস্তার মত পার্থক্য রয়েছে । তবে এ কথা ঠিক যে গৃহযুদ্ধ কে যারা রেডিক্যাল বলে অভিহিত করেছেন তার পশ্চাতে কতগুলো সুনির্দিষ্ট কারণ বিদ্যমান ছিল ৷ এর মধ্যে অন্যতম হলো New model army প্রতিষ্ঠান ৷ পার্লামেন্ট প্রণীত দুই অডিয়েন্সের উপর ভিত্তি এক নতুন সেনাবাহিনী গড়ে উঠেছিল তা অল্প কালের মধ্যে একটি স্বতন্ত্র বাহিনীতে রূপান্তরিত হয়েছিল ৷ ইংল্যান্ডের ইতিহাসে ইতিপূর্বে এত বিশাল দক্ষ সুশৃংখল সৈন্যবাহিনী কখনোই গড়ে ৷

গৃহযুদ্ধে পার্লামেন্ট পন্থীদের জয়লাভ এবং রাজপন্থীদের পরাজিত করার পেছনে এই আর্মির ভূমিকা অনস্বীকার্য ৷ রাজা আত্ম সমর্পণের পর সেনাবাহিনীর শক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে ৷ এই আর্মির মধ্যে ইন্ডিপেন্ডেন্ট গোষ্ঠীর অভ্যুদয় ঘটেছিল এরা চিন্তা স্বাধীনতা ধর্মাচারণে স্বাধীনতা জনগণের সার্বভৌমত্বের আদর্শে বিশ্বাসী ছিল ৷ পরবর্তী যুগের ইংল্যান্ডের পরবর্তী ধ্যান ধারণার প্রসারের ক্ষেত্রে এদের ভূমিকা ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ । Indipendent দের সাম্যের আদর্শে লেভেলার আন্দোলনকে গতি সঞ্চার করেছিল ৷

গৃহযুদ্ধের রেডিক্যাল প্রভাব ইংল্যান্ডে যে বৈপ্লবিক চিন্তাভাবনার উদ্ভব হয়েছিল তার পরিচয় রেখেছেন পরবর্তীকালে সপ্তদশ শতকে চল্লিশের দশকে পাঁচটি রেডিক্যাল গোষ্ঠীর কথা উল্লেখ করেছেন ঐতিহাসিকরা যার মধ্যে অন্যতম হলো লেভেলার ৷ অধিকার গোষ্ঠীগুলি আর্থসামাজিক রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে নিজেদের দৃষ্টিভঙ্গি এবং মতামত গড়ে তুলেছিল এরা হলো আধুনিক ইউরোপের রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠাতা এদের ভোটাধিকার সম্প্রসারণের দাবি সামাজিক ক্ষেত্রে এক নতুন ধারায় আন্দোলনে জন্ম দেয় ৷

ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রেক্ষাপট যে সকল দাবী দাওয়া নিয়ে আন্দোলন সঞ্চালিত হয়েছিল তা শুধুমাত্র গৃহযুদ্ধ চলাকালীন সময় নয় গৃহযুদ্ধের পরবর্তী সময়েও ইংল্যান্ডকে ইতিবাচক পথ নির্দেশ করেছিল ৷ র‍্যাডিকেল গোষ্ঠীগুলির দাবিগুলির মধ্যে অন্যতম পার্লামেন্টের নির্বাচকদের কাছে দায়বদ্ধ থাকবেন, তারা আরো বলেন অল্পসংখ্যক ভোটার নয় বহু ভোটার সদস্যদের নির্বাচিত করবে এবং চার্জ ও আইনের আমূল সংস্কার দাবি করেন ৷ গৃহযুদ্ধে বাতাবরণ থেকে রাজনৈতিক ক্ষেত্রে তারা দাবি করেছিল ৷ যত তত বন্ধন করা যাবে না অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে এই সময় স্বৈরাচারী রাজতন্ত্রের মধ্যে প্রশাসনিক বি কেন্দ্রীকরণের যে দাবি উঠেছিল তা সত্যই ছিল র‍্যাডিকেল ৷

ইংল্যান্ডের গৃহযুদ্ধকে কেন্দ্র করে যে ঘাত প্রতিকার সংঘটিত হয়েছিল তাকে বল বুদ্ধিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে জন জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে জনজীবনে নানা ধরনের পরিবর্তন ঘটে ৷ গৃহযুদ্ধের প্রেক্ষাপটে একাধিক গ্রন্থ রচিত হয় যার রেডিক্যাল মতবাদ কে বিশেষভাবে জনপ্রিয় করে তোলে ৷

ঐতিহাসিক হিল গৃহযুদ্ধের প্রেক্ষাপটে এক উজ্জ্বলতার ও সাংস্কৃতিক বোধ গড়ে উঠেছিল বলে মনে করেন তার মতে সাংস্কৃতিক জীবনে এক বিকল্প সংস্কৃতির জন্ম দেয় ৷ আর এই নব সংস্কৃতি তিনি বিপ্লবের সন্ধান পান ৷ গৃহযুদ্ধের প্রভাবে বিজ্ঞান চর্চা ইতিহাস চর্চা আইন শাস্ত্রের পড়াশোনা সব কিছুর মধ্যে এক নতুন চেতনার প্রতিবিম্ব তিনি লক্ষ্য করেন ৷ হিলের মূল বক্তব্য হলো যে শিল্প চেতনার মধ্যে গৃহযুদ্ধকে এক বৈপ্লবিক পরিবর্তনের দিকে নিয়ে গিয়েছিল তা আধুনিক পৃথিবীতে গণতন্ত্রের উত্থানের পথ প্রশস্থ করেছিল ।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟