চিহলগানি বা 40 চক্র বলতে কী বোঝো ? এবং কে তাদের ক্ষমতা কে ধ্বংস করেন এবং কিভাবে

চিহলগানি বা 40 চক্র বলতে কী বোঝো ? এবং কে তাদের ক্ষমতা কে ধ্বংস করেন এবং কিভাবে

চিহলগানি বা 40 চক্র বলতে কী বোঝো ? এবং কে তাদের ক্ষমতা কে ধ্বংস করেন এবং কিভাবে বা,বন্দেগান-ই-চিহলগানি বলতে কী বোঝ? কে, কীভাবে তাদের ক্ষমতা ধ্বংস করেছিল।





চিহলগানি বা 40 চক্র বলতে কী বোঝো ? এবং কে তাদের ক্ষমতা কে ধ্বংস করেন এবং কিভাবে  নিচে তা আলোচনা করা হল :-


কুতুবউদ্দিন আইবক ভারতবর্ষে যখন সাম্রাজ্যের ভিত্তিপ্রচেষ্টা করেছিলেন তখন থেকে এদেশের তুর্কি অভিজাতদের একাধিকত্বের সূচনা হয়েছিল ৷ এই অভিজাতরা সুলতানকে প্রশাসনিক কাজে সাহায্য করতো এবং সুলতান মনোনয়নের ক্ষেত্রেও তাদের বিশেষ ক্ষমতা ছিল ৷ এই তুর্কি অভিজাতদের ৪০ জনকে নিয়ে ইলতুৎমিস একটি বিশেষ গোষ্ঠী গঠন করেন যা 40 চক্র নামে পরিচিত ৷ ইলতুৎমিশের আমলে এরা বিশেষ ক্ষমতাবান হয়ে ওঠে এবং পরবর্তীকালেও তারা এই ক্ষমতা অব্যাহত রাখার চেষ্টা করেন ৷


ইলতুৎমিশের পর কেন্দ্রীয় শক্তি দুর্বলতার সুযোগে এই অভিজাতরা সর্বেসর্বা হয়ে ওঠেন এরা একের পর এক শাসক পছন্দ মত বদলাতে থাকে ৷ এমনকি সুলতানা রাজিয়াও এই অভিজাতকের চক্রান্তের শিকার হয় ৷ তারপর একের পর এক ক্ষমতায় আসেন বহরমশাহ নাসির উদ্দিন মাহমুদ প্রমুখ শাসকরা ৷ কিন্তু তাদের তেমন একটা প্রতিপত্র ছিল না, তারা অভিজাতদের উপর নির্ভরশীল ছিল ‌৷


পরবর্তী কারে চল্লিশ চক্রের অন্যতম সদস্য গিয়াস উদ্দিন বলবন দিল্লির সিংহাসনে বসেন ৷ তিনি অত্যন্ত চতুর ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন ৷ তিনি সিংহাসনে বসা মাত্রই বুঝতে পেরেছিলেন ইলতুৎমিসের পরবর্তী অযোগ্য শাসকদের ফলেই সাম্রাজ্যের অশ্লীলতা শুরু হয়েছে এবং সুলতান পদের মর্যাদা হারিয়েছে ৷ তাই প্রথমে তিনি 40 চক্র ভেঙ্গে দেন এবং অভিজতদের ক্ষমতা খর্ব করেন শুধু তাই নয় গিয়াস উদ্দিন বলবন 40 চক্রের সদস্য নানাভাবে হত্যা করেন এই ভাবে তিনি চল্লিশ চক্রের ক্ষমতা হ্রাস করে দিল্লির সুলতানি পদকে মজবুত করেন ৷

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟