হৃৎপিণ্ডের গঠন ( structure of human heart )
মানুষের হৃৎপিণ্ডটি বক্ষ গহ্বরে ফুসফুস দ্বয়ের মাঝখানে ও মধ্যছদার উপরে অবস্থিত। ইহা ত্রিকোণাকার পেশী বহুল সক্রিয় যন্ত্র বিশেষ।
মানব দেহের হৃৎপিণ্ডটি লম্বালম্বি ছেদ করলে নিম্নলিখিত অংশ গুলি দেখা যায়
১৷ প্রকোষ্ঠ ( Closet ) মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা চারটি যথা
ক) ডান অলিন্দ
খ) ডান নিলয়
গ) বাম অলিন্দ
ঘ) বাম নিলয়
অলিন্দ ( Atrium )- ইহা হৃৎপিণ্ডের সংগ্রাহক প্রকোষ্ঠ। অলিন্দের সংখ্যা দুটি
যথা- ডান অলিন্দ , বাম অলিন্দ। উভয় অলিন্দ অন্ত অলিন্দ প্রাচীর দ্বারা বিভেদিত।
ক) ডান অলিন্দ ( Right Atrium ) - ডান অলিন্দে ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরা যুক্ত থাকে। ইহার মাধ্যমে দুষিত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। ডান অলিন্দের প্রাচীরে অবস্থিত স্পেস মেকার হৃৎপিণ্ডের ছন্দ গতিকে নিয়ন্ত্রণ করে।
খ) বাম অলিন্দ ( Left Atrium ) - এই অলিন্দে চারটি ফুসফুসীয় শিরা যুক্ত থাকে। এর মাধ্যমে বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে।
নিলয় ( Ventricle ) - ইহা হৃৎপিণ্ডের প্রেরক প্রকোষ্ঠ। ইহার অন্তঃ প্রাচীর পেশী বহুল খাঁজ যুক্ত। এই খাঁজ গুলিকে কলামনি কারনি বলে। নিলয় দুটি পরস্পর আন্ত নিলয় প্রাচীর দ্বারা বিভেদিত।
গ) ডান নিলয় ( Right Ventricle ) - ইহার সাথে ফুসফুসীয় ধমনী যুক্ত থাকে। এর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত দুষিত রক্ত ফুসফুসে প্রবেশ করে।
ঘ) বাম নিলয় ( Left Ventricle ) - ইহার সাথে যুক্ত থাকে মহা ধমনী, যার মাধ্যমে অক্সিজেন পূর্ণ বিশুদ্ধ রক্ত সজীব কোষে পৌঁছায়।