হৃৎপিণ্ডের গঠন ( structure of human heart )

 হৃৎপিণ্ডের গঠন ( structure of human heart )

হৃৎপিণ্ডের গঠন ( structure of human heart )


মানুষের হৃৎপিণ্ডটি বক্ষ গহ্বরে ফুসফুস দ্বয়ের মাঝখানে ও মধ্যছদার উপরে অবস্থিত। ইহা ত্রিকোণাকার পেশী বহুল সক্রিয় যন্ত্র বিশেষ।


মানব দেহের হৃৎপিণ্ডটি লম্বালম্বি ছেদ করলে নিম্নলিখিত অংশ গুলি দেখা যায়

হৃৎপিণ্ডের গঠন ( structure of human heart )


১৷ প্রকোষ্ঠ ( Closet ) মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা চারটি যথা


ক) ডান অলিন্দ

খ) ডান নিলয়

গ) বাম অলিন্দ

ঘ) বাম নিলয়

অলিন্দ ( Atrium )- ইহা হৃৎপিণ্ডের সংগ্রাহক প্রকোষ্ঠ। অলিন্দের সংখ্যা দুটি


যথা- ডান অলিন্দ , বাম অলিন্দ। উভয় অলিন্দ অন্ত অলিন্দ প্রাচীর দ্বারা বিভেদিত।


ক) ডান অলিন্দ ( Right Atrium ) - ডান অলিন্দে ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরা যুক্ত থাকে। ইহার মাধ্যমে দুষিত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। ডান অলিন্দের প্রাচীরে অবস্থিত স্পেস মেকার হৃৎপিণ্ডের ছন্দ গতিকে নিয়ন্ত্রণ করে।


খ) বাম অলিন্দ ( Left Atrium ) - এই অলিন্দে চারটি ফুসফুসীয় শিরা যুক্ত থাকে। এর মাধ্যমে বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে।


নিলয় ( Ventricle ) - ইহা হৃৎপিণ্ডের প্রেরক প্রকোষ্ঠ। ইহার অন্তঃ প্রাচীর পেশী বহুল খাঁজ যুক্ত। এই খাঁজ গুলিকে কলামনি কারনি বলে। নিলয় দুটি পরস্পর আন্ত নিলয় প্রাচীর দ্বারা বিভেদিত।


গ) ডান নিলয় ( Right Ventricle ) - ইহার সাথে ফুসফুসীয় ধমনী যুক্ত থাকে। এর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত দুষিত রক্ত ফুসফুসে প্রবেশ করে।


ঘ) বাম নিলয় ( Left Ventricle ) - ইহার সাথে যুক্ত থাকে মহা ধমনী, যার মাধ্যমে অক্সিজেন পূর্ণ বিশুদ্ধ রক্ত সজীব কোষে পৌঁছায়।

তোমাকে অনেক ধন্যবাদ হৃৎপিণ্ডের গঠন ( structure of human heart ) এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟