রক্ত ও লৌহ নীতি সম্পর্কে আলোচনা কর

 রক্ত ও লৌহ নীতি সম্পর্কে আলোচনা কর


কূটনীতির জাদুকর অটৌফন বিসমার্ক জার্মানিকে এক এক্যবদ্ধ রাষ্ট্রে পরিনত করেন । তাঁর কূটনৈতিক  দক্ষতা ও রাজনৈতিক দূরদৃষ্টি তাকে ইতিহাসে একজন প্রবাদ পুরুষে পরিণত করছে ৷ প্রাশিয়ার মতো ক্ষুদ্র  এক দেশের মন্ত্রীপদ গ্রহন করে  যেভাবে বাস্তব রাজনীতির ঞ্জান ও শত্রুকে  মিত্রহীন করে প্রাশিয়ার অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ  করেন ৷


জার্মানির মধ্যবর্তী এক ক্ষুদ্র দেশ হল প্রাশিয়া । ফরাসি সম্রাট নেপোলিয়ান অস্ট্রিয়া ও প্রাশিয়া কে পরাজিত করে জার্মানির ক্ষমতা গ্রহন করলে জার্মানিতে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে । অবশেষে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে সমগ্র জার্মানিতে গনতন্ত্র ও জাতীয়তাবাদ আন্দোলন দেখা দিলে তৎকালীন প্রাশিয়ার রাজা চতুর্থ ফেডারিক প্রাশিয়ার গণতান্ত্রিক শাসনব্যাবস্থা প্রবর্তন করেন ।


এই সময়ই সর্বকালের শ্রেষ্ঠ স্থপতি- বিদ হিসাবে বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলে জার্মানির এক্য আন্দোলন এক নতুন পথে পরিচালিত হয় । বিসমার্ক তার পররাষ্ট্র নীতিকে কাজে লাগিয়ে একে একে ডেনমার্ক, অস্ট্রিয়া এবং ফ্রান্সের সাথে যুদ্ধ সম্পন্ন করে জার্মানির ঐক্য সাধন করেন এবং জার্মানিকে ইউরোপের একাটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন ৷


বিসমার্ক ছিলেন রাজতন্ত্রে বিশ্বাসী প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে তিনি 'রক্ত ও লৌহ, নীতির কথা মোষনা বারেন । এই নীতির মূল কথা হল, " কোনোরকম নতি স্বীকার না করে সামনাসামনি যুদ্ধে প্রাশিয়ার অধীনে জার্মানির ঐক্য স্থাপন করা"৷


প্রাশিয়ার আইনসভায় যুদ্ধের জন্য কর্ম বরাদ্দ বারতে অস্বীকার অস্বীকার করলে বিসমার্ক বলেন, প্রাশিয়ার উদারতন্ত্রের দ্বারা জার্মানির ঐক্যসাধন কখনই সম্ভব নয় । এর সাথে তিনি প্রাশিয়াকে স্মরন করিয়ে দেন মে, জার্মানির মধ্যে প্রাশিয়া হারিয়ে গেলে চলবে না, এই সাহস ও তেজের ভর করে বিসমার্ক রক্ত ও লৌহ  নীতি প্রয়োগের মাধ্যমে যুদ্ধের দ্বারা জার্মানির ঐক্যসাধনে অগ্রসর হন ।


এইভাবে সেডানের যুদ্ধ, ফ্রান্স শোচনীয়ভাবে পরাজিত হয় । অবশেষে উভয় দেশের 'ফ্রাঙ্ক ফোর্ট' সন্ধির দ্বারা ক্ষতিপূরণ বাবদ বহু কোটি ফ্রাঙ্ক মুদ্রা, এবং আলসাস ও লোরেন প্রদেশ দুটি ছেড়ে দেয় । এইভাবে মাত্র দু-বছরের মধ্যে বিসমার্ক এক সাংবিধান দ্বারা ঐক্যবদ্ধ জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠা পারেন, এবার এই জার্মানিই ইউরোপের একক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় ।


সম্ভাব্য প্রশ্নঃ

  • বিসমার্কের রক্ত ও লৌহ নীতি সম্পর্কে আলোচনা কর
  • রক্ত ও লৌহ নীতি সম্পর্কে টিকা



তোমাকে অনেক ধন্যবাদ রক্ত ও লৌহ নীতি সম্পর্কে আলোচনা কর এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟