বেঙ্গল ভলেন্টিয়ার্স সম্পর্কে আলোচনা কর Bengal Volunteers.

বেঙ্গল ভলেন্টিয়ার্স সম্পর্কে আলোচনা কর Bengal Volunteers.

 বেঙ্গল ভলেন্টিয়ার্স সম্পর্কে আলোচনা কর

বেঙ্গল ভলেন্টিয়ার্স সম্পর্কে আলোচনা কর Bengal Volunteers.

বিংশ শতকের সূচনায় ঢাকার বিপ্লবী আন্দোলনের অন্যতম সংগঠন ছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স । ১৯১২ খ্রিস্টাব্দে হেমচন্দ্র ঘোষ ঢাকায় এই বিপ্লবী সংগঠন প্রতিষ্ঠা করেন । প্রতিষ্ঠা লগ্ন এর কোন নাম ছিল না । ১৯২৮ এ কলকাতার জাতীয় কংগ্রেসের অধিবেশনে কংগ্রেস সভাপতি মতিলাল নেহেরুকে সামরিক কায়দায় অভিনন্দন জানানোর উদ্দেশ্যে এবং পুলিশি নিপীড়নের প্রতিবাদ স্বরূপ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুপ্রেরণায় সুভাষচন্দ্র বসু বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে একটি স্বেচ্ছাসেবী বাহিনী গড়ে তুলেন । এই দলের প্রধান পরিচালক সুভাষচন্দ্র বসু হলেও প্রকৃত নেতৃত্ব দেন মেজর সত্য গুপ্ত । এছাড়াও হরিদাস দত্ত,সুপতি রায়,জ্যোতিষ জোয়ারদার প্রমূখ ছিলেন এই সংগঠনের অন্যতম নেতৃবৃন্দ ।

‎ ‎
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
‎ ‎ ‎

বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের অধিকাংশই সদস্য ছিল ছাত্র এবং তাদের স্বদেশ প্রেম ছিল অত্যন্ত গভীর । রাইটার্স বিল্ডিং আক্রমণকারী বিনয় বসু,বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত , বার্জ হত্যাকারী প্রদত্ত ভট্টাচার্য, ডপলাস হত্যাকারী অনাথ পাঁজা ম মৃগেন দত্ত,বজ্রকিশোর চক্রবর্তী, রামকৃষ্ণ রায় ওয়াক্স এন্ড প্রেজেন্ট পার্টি কৃষক ও শ্রমিকদের নিজ দলের ছত্রছায়ায় এনে ঐক্যবদ্ধ করতে থাকে এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের উদ্দেশ্যে আন্দোলন পরিচালনা করতে থাকে । এই দল তাদের প্রতিষ্ঠাকালীন ইস্তেহারে ঘোষণা করেছিলেন যে," শ্রেণী সংগ্রামের আদর্শের ওপর ভিত্তি করে মেহনতি মানুষের পূর্ণ স্বাধীনতা ও আর্থসামাজিক মুক্তির উদ্দেশ্যে কাজ করে যাবে।" এই উদ্দেশ্যকে সামনে রেখে এই দল ১৯২৯ খ্রিস্টাব্দে বোম্বাইয়ের পৌর নির্বাচনের অংশগ্রহণ করে এবং প্রায় ১২,৫০০ ভোট পায় ।

‎ ‎ ‎

ওয়াক্স এন্ড প্রেজেন্ট পার্টির বিভিন্ন শাখা নিজেদের দলীয় মুখপত্র প্রকাশ করে কৃষক ও শ্রমিকের মধ্যে দলীয় বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছিলেন । এইসব পত্রিকার মধ্যে উল্লেখযোগ্য ছিল কাজী নজরুল ইসলামের 'লাঙল পত্রিকা', এছাড়াও ছিল গণবাণী, লাল নিশান, জাগরণ, কীর্তি প্রভৃতি । ১৯২৯ খ্রিস্টাব্দের মিরাট ষড়যন্ত্র মামলায় প্রায় ৩৩ জন কমিউনিস্ট নেতাকে ব্রিটিশ সরকার গ্রেফতার করে । এই পার্টি আইনি লড়াই ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে অভিযুক্তদের মধ্যে ২৫ জনকে কারামুক্ত করতে সক্ষম হয় । পার্টির নিজ ভাবধারায় সমাজে ব্যাপকভাবে পৌঁছে দেবার উদ্দেশ্যে তাদের শাখা সংগঠন প্রতিষ্ঠা করেন নাম হয় যুব কমরেডস লীগ । এই সংগঠন প্রতিষ্ঠায় পি.সি.যোশী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তবে কৃষকদের সংঘটিত করার ক্ষেত্রে ওয়াক্স এন্ড প্রেজেন্ট পার্টির ভূমিকা যে অর্থের পরিলক্ষিত হয় না ।

‎ ‎ ‎
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ বেঙ্গল ভলেন্টিয়ার্স সম্পর্কে আলোচনা কর Bengal Volunteers. এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟