আনজুস চুক্তিতার জোট রাষ্ট্রগুলির লক্ষ্য পূরণে কতখানি সফল হয়েছিলেন?
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি (The ANZUS Pact):
ব১১৪৯ খ্রীষ্টাব্দে চীনদেশে কমিউনিস্টদের জয়লাভ এবং ১৯৫০ খ্রীষ্টাব্দে উত্তর ও দক্ষিণ-কোরিয়ার যুদ্ধ প্রশান্ত মহাসাগর অঞ্চলে ভীতির সৃষ্টি করে । এই সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র NATO-এর নীতি এবং শর্তাদি অনুসরণ করিয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে এক সামরিক সাহায্য-সহায়তার চুক্তি স্বাক্ষর করে। Australia, Newzealand United States of America-এই তিন নাম হয়ে ANZUB-নামের সৃষ্টি হয় । ১৯৫২ খ্রীষ্টাব্দের ২৯শে এপ্রিল হতে এই চুক্তি ব্যবস্থা বলবৎ হয় । শান্তিপূর্ণ উপায়ে পরস্পর বিবাদ-বিসংবাদের মীমাংসা করে, স্বাক্ষরকারী দেশগুলির নিরাপত্তার প্রয়োজনে সাহায্য দান, কোন দেশের নিরাপত্তা ক্ষুণ্ণ হবার আশঙ্কা দেখা দিলে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা, প্রশান্ত মহাসাগর অঞ্চলে কোনপ্রকার স্যমরিক আক্রমণকে নিজের বিরুদ্ধে আক্রমণ বলে মনে করে উহার প্রতিরোধ করা, প্রভৃতি এই চুক্তির শর্তে সন্নিবিষ্ট ছিল । এই সামরিক রাষ্ট্রজোটে ভারত, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশকে গ্রহণ কবার চেষ্টাও করা হয়েছিল বটে, কিন্তু এই সকল দেশ এই ধরনের চুক্তিতে আবদ্ধ হতে অস্বীকৃত করলে, পাকিস্তান, ফ্রান্স, ব্রিটেন, ফিলিপাইন প্রভৃতি দেশ ও ANZUS চুক্তিবদ্ধ দেশের মধ্যে SEATO চুক্তি স্বাক্ষরিত করে ।