আনজুস চুক্তি তার জোট রাষ্ট্রগুলির লক্ষ্য পূরণে কতখানি সফল হয়েছিলেন? The ANZUS Pact

The ANZUS Pact

 আনজুস চুক্তিতার জোট রাষ্ট্রগুলির লক্ষ্য পূরণে কতখানি সফল হয়েছিলেন?

আনজুস চুক্তি  তার জোট রাষ্ট্রগুলির লক্ষ্য পূরণে কতখানি সফল হয়েছিলেন? The ANZUS Pact

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি (The ANZUS Pact):

ব১১৪৯ খ্রীষ্টাব্দে চীনদেশে কমিউনিস্টদের জয়লাভ এবং ১৯৫০ খ্রীষ্টাব্দে উত্তর ও দক্ষিণ-কোরিয়ার যুদ্ধ প্রশান্ত মহাসাগর অঞ্চলে ভীতির সৃষ্টি করে । এই সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র NATO-এর নীতি এবং শর্তাদি অনুসরণ করিয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে এক সামরিক সাহায্য-সহায়তার চুক্তি স্বাক্ষর করে। Australia, Newzealand United States of America-এই তিন নাম হয়ে ANZUB-নামের সৃষ্টি হয় । ১৯৫২ খ্রীষ্টাব্দের ২৯শে এপ্রিল হতে এই চুক্তি ব্যবস্থা বলবৎ হয় । শান্তিপূর্ণ উপায়ে পরস্পর বিবাদ-বিসংবাদের মীমাংসা করে, স্বাক্ষরকারী দেশগুলির নিরাপত্তার প্রয়োজনে সাহায্য দান, কোন দেশের নিরাপত্তা ক্ষুণ্ণ হবার আশঙ্কা দেখা দিলে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা, প্রশান্ত মহাসাগর অঞ্চলে কোনপ্রকার স্যমরিক আক্রমণকে নিজের বিরুদ্ধে আক্রমণ বলে মনে করে উহার প্রতিরোধ করা, প্রভৃতি এই চুক্তির শর্তে সন্নিবিষ্ট ছিল । এই সামরিক রাষ্ট্রজোটে ভারত, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশকে গ্রহণ কবার চেষ্টাও করা হয়েছিল বটে, কিন্তু এই সকল দেশ এই ধরনের চুক্তিতে আবদ্ধ হতে অস্বীকৃত করলে, পাকিস্তান, ফ্রান্স, ব্রিটেন, ফিলিপাইন প্রভৃতি দেশ ও ANZUS চুক্তিবদ্ধ দেশের মধ্যে SEATO চুক্তি স্বাক্ষরিত করে ।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟