ম্যাসট্রিখট চুক্তি (Treaty Pact of Maastricht) বা,তুমি কি মনে কর যে, ইউরোপীয় ইউনিয়নকে সুসংগঠিত করার ক্ষেত্রে ম্যাসাট্রিক্ট চুক্তি (১৯৯১) একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল?
ম্যাসট্রিখ হচ্ছে নেদারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শহর। ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি এই শহরে ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী (EEC)-এর ১২টি দেশ মিলিত হয়ে অভিন্ন ইউরোপ গঠনের উদ্দেশে একটি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করে, যা ম্যাসট্রিখট চুক্তি নামে পরিচিত। এই চুক্তির ফলে:
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
- ১৯৯৯ সালের মধ্যে একটি কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করা হবে যার সদর দপ্তর থাকবে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে।
- ১৯৯৯ সালের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ইকু (European Currency Unit-ECU) নামক একক মুদ্রা ব্যবস্থা চালু করার ব্যবস্থা করা হয়।
- ১৯৯৬ সাল থেকে সদস্য রাষ্ট্রগুলো একক প্রতিরক্ষা নীতি অবলম্বন করবে- এই মর্মে ব্যবস্থা রাখা হয়।
- ১৯৯৩ সাল থেকে এই চুক্তি কার্যকর হওয়ার ফলে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমান্তরেখা উঠে যায়।
ম্যাসট্রিখট চুক্তিতে স্বাক্ষরিত রাষ্ট্রগুলো ইতিমধ্যে এই চুক্তি অনুমোদন সম্পন্ন করেছে। ফলে অভিন্ন ইউরোপ গঠনের প্রচেষ্টা বাস্তব এগিয়ে চলেছে।