সি.আই.এস. বা স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ।
সিআইএস বা স্বাধীন রাষ্ট্রসমূহের কমন ওয়েলথ গঠনের পটভূমি রচিত হয় ১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের পর থেকেই। এ পাঁচ বছর পারে ইউক্রেন, জর্জিয়া, তুর্কমেনিস্তান, বাইলোরাশিয়া রাশিয়ার সঙ্গে মিলিত হলে রুশ সমাজতান্ত্রিক সোভিয়েত প্রজাতন্ত্র, ইউনিয়ন অব সোভিয়েত সোশালিস্ট রিপাবলিকে রূপান্তরিত হয়। এই নতুন কাঠামোর পরবর্তী একে একে এস্তোনিয়া, লিথুয়ানিয়া, মোলদাভিয়া, লাটভিয়া যোগ দেয়। কিন্তু ১৯৯০ খ্রিস্টাব্দের মার্চ সর্বপ্রথম এই ইউনিয়ন থেকে লিথুয়ানিয়া বেরিয়ে যায়। তার পথ অনুসরণ করে অন্য অঙ্গ রাষ্ট্রগুলি।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
১৯৯০ খ্রিস্টাব্দের মার্চ মাস থেকে সোভিয়েত ইউনিয়নের ১৫টি অঙ্গরাষ্ট্রই একে একে স্বাধীনতা ঘোষণা করে ইউনিয়ন থেকে বেরিয়ে আসে। এরা প্রত্যেকটিই ছিল এক একটি সোশালিস্ট রিপাবলিক। অবশেষে ১৯৯১ খ্রিস্টাব্দে ডিসেম্বর এদের মধ্যে তিনটি স্বাধীন প্রজাতন্ত্র-রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের নেতৃবৃন্দ মিনস্ক শহরে মিলিত হয়ে একটি নতুন স্বাধীন রাষ্ট্রমন্ডলী বা রাষ্ট্র সমবায় গঠন করে, যার নাম দেওয়া হল স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলল। এর অল্প কয়েকদিনের মধ্যে লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়া ছাড়া বাকি অঙ্গরাষ্ট্রগুলিও এতে যোগ দিলে ১৯৯১ খ্রিস্টাব্দে ২৫ ডিসেম্বর সোভিয়েত রাশিয়ার আনুষ্ঠানিক অবলুপ্তি ঘটে।
১২টি স্বাধীন প্রজাতন্ত্র নিয়ে গড়ে ওঠা রাষ্ট্রমন্ডলীটি কিন্তু পূর্বতন সোভিয়েত ইউনিয়নের মতো কোনো অতি রাষ্ট্র নয়। এখানে সব রাষ্ট্রই স্বাধীন। প্রতিটি সদস্যরাষ্ট্রের বিদেশনীতি, অভ্যন্তরীন নীতি ও সার্বভৌমত্ব স্বাধীন ও স্বতন্ত্র ৷