তরুণ তুকি আন্দোলন সম্পর্কে আলোচনা কর অথবা তরুণ তুকি আন্দোলন সম্পর্কে টীকা লেখ

তরুণ তুকি আন্দোলন সম্পর্কে আলোচনা কর অথবা তরুণ তুকি আন্দোলন সম্পর্কে টীকা লেখ

তরুণ তুকি আন্দোলন সম্পর্কে আলোচনা কর অথবা তরুণ তুকি আন্দোলন সম্পর্কে টীকা লেখ

তরুণ তুকি আন্দোলন সম্পর্কে আলোচনা কর অথবা তরুণ তুকি আন্দোলন সম্পর্কে টীকা লেখ

ষ্টাদশ শতকে ইউরেপের অধিকাংশ দেশ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকসহ সমস্ত- দিক থেকে উল্লেখ যোগ্য ভাবে উন্নতি সাধন করলেও তুরস্কে তখনো মধ্যযুগীয় মেল্লাতন্ত্র বজায় ছিল । তুরস্কের এই স্থবিরতা ও রক্ষনশীলতার বিরুদ্ধে বিংশ শতকের প্রথম দিকেই তুরস্কের যুব সমাজ এক জাতীতাবাদী আন্দোলন শুরু করে । তুরস্ক সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের শাসনকালে ১৯০৮-০৯ সালে এনভার পাশার নেতৃত্বে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবকরা 'তরুণ তুর্কি' নামক এক পুনরুজীবনবাদী আন্দোলন শুরু করে । এই আন্দোলনের মূল উদ্দেশ ছিল তুরস্ককে মধ্যমুগীয় জড়তা থেকে ত্যাগ করে আধুনিক যুগের উপযোগী সংস্কার সাধন করা ।


তরুণ তুকি আন্দোলন সম্পর্কে আলোচনা কর অথবা তরুণ তুকি আন্দোলন সম্পর্কে টীকা লেখ
তরুণ তুর্কি বিপ্লবের পতাকা


আপনি চাইলে এগুলো পড়তে পারেন

তরুণ তুর্কি আন্দোলনের প্রধান তিনটি লক্ষ ছিল ৷ যথা-(১). তুরস্ককে আধুনিকভাবে গড়ে তোলা । (২). বিদেশী শক্তির প্রভাব থেকে তুরস্ককে মুক্ত রাখা । (৩). পাশ্চাত্য গণতন্ত্রিক ধাঁচে তুরস্কের শাসন তন্ত্র রচনা করা । তবে তরুণ তুর্কি আন্দোলনের পূব থেকেই বেশ কিছু যুবক গুপ্ত সমিতি গঠন করে আধুনিক সংস্কারের দাবি তুলেছিল । এই অবস্থায় তরুণ তুর্কি আন্দোলন শুরু হলে বিশেষত সেনাবাহিনীরও একাংশ আন্দোলনের প্রতি সমর্থন জানালে সুলতান অভ্যন্তরীন সংস্কার সাধনে রাজি হন । 


তরুণ তুকি আন্দোলন সম্পর্কে আলোচনা কর অথবা তরুণ তুকি আন্দোলন সম্পর্কে টীকা লেখ
অটোমান তুর্কি ও ফরাসি ভাষায় লেখা পিতৃভূমি দীর্ঘজীবী হোক, জাতি দীর্ঘজীবী হোক, স্বাধীনতা দীর্ঘজীবী হোক শ্লোগান নিয়ে তরুণ তুর্কি উড়োজাহাজ।


১৯০৮ সালে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে পার্লামেন্ট গঠন করার কথা ঘোষনা করেন । কিন্তু পরের বছরই তিনি পার্লামেন্ট ভেঙ্গে দেন এবং তরুণ তুর্কি আন্দোলন দমনে প্রয়াসী হলে তুরস্কে গৃহযুদ্ধ শুরু হয় ৷ এই গৃহযুদ্ধে তুরস্কের সুলতান পরাজিত হন এবং তার ভ্রাতা পঞ্চম মহম্মদকে সিংহাসনে বসানো হয় ৷ পঞ্চম মহাম্মদের শাসনকালে নানান প্রগতিশীল শাসন সংস্কার প্রবর্তিত হয় ৷


তরুণ তুকি আন্দোলন সম্পর্কে আলোচনা কর অথবা তরুণ তুকি আন্দোলন সম্পর্কে টীকা লেখ
তরুণ তুর্কি বিপ্লব উদযাপনের একটি লিথোগ্রাফ যা আন্দোলনের অনুপ্রেরণার উত্স, মিদাত পাশা , প্রিন্স সাবাহাদ্দীন , ফুয়াদ পাশা এবং নামিক কামাল , সামরিক নেতা নিয়াজি বে এবং এনভার পাশা এবং স্লোগান স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব ( হুর্ভেট, উওরিয়েট, উরিয়েত) )

তরুণ তুকি আন্দোলন সাফল্য লাভ করলেও প্রশাসনিক অনিভিঞ্জতার কারণে, তা খুব একটা ফলপ্রসূ হয়নি । তরুণ তুকিরা মনে করেছিল, স্বৈরাচারী রাজতন্র এবং গোড়া মোল্লাতন্ত্রের অবসান ঘটালেই দেশের সমস্ত সমস্যা মিটে যাবে, বলা বাহুল্য অভিজ্ঞতার অভাবে শাসনব্যবস্থা ক্রমেই দুর্বল ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে ৷ এছাড়াও অতুর্কী জনগণের ওপর তুর্কিকরণ নীতি চাপিয়ে দেওয়া হলে তুরস্কের অতুর্কি জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে ৷ সর্বোপরি তুরস্কের এই সমস্যা পূর্বাঞ্চল সমস্যা কে জটিল করে তোলে ৷


তরুণ তুকি আন্দোলন সম্পর্কে আলোচনা কর অথবা তরুণ তুকি আন্দোলন সম্পর্কে টীকা লেখ
1909 সালে তরুণ তুর্কি (CUP) কমিটি

Images source:- Wikipedia

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟