তরুণ তুকি আন্দোলন সম্পর্কে আলোচনা কর অথবা তরুণ তুকি আন্দোলন সম্পর্কে টীকা লেখ
অষ্টাদশ শতকে ইউরেপের অধিকাংশ দেশ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকসহ সমস্ত- দিক থেকে উল্লেখ যোগ্য ভাবে উন্নতি সাধন করলেও তুরস্কে তখনো মধ্যযুগীয় মেল্লাতন্ত্র বজায় ছিল । তুরস্কের এই স্থবিরতা ও রক্ষনশীলতার বিরুদ্ধে বিংশ শতকের প্রথম দিকেই তুরস্কের যুব সমাজ এক জাতীতাবাদী আন্দোলন শুরু করে । তুরস্ক সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের শাসনকালে ১৯০৮-০৯ সালে এনভার পাশার নেতৃত্বে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবকরা 'তরুণ তুর্কি' নামক এক পুনরুজীবনবাদী আন্দোলন শুরু করে । এই আন্দোলনের মূল উদ্দেশ ছিল তুরস্ককে মধ্যমুগীয় জড়তা থেকে ত্যাগ করে আধুনিক যুগের উপযোগী সংস্কার সাধন করা ।
![]() |
তরুণ তুর্কি বিপ্লবের পতাকা |
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তরুণ তুর্কি আন্দোলনের প্রধান তিনটি লক্ষ ছিল ৷ যথা-(১). তুরস্ককে আধুনিকভাবে গড়ে তোলা । (২). বিদেশী শক্তির প্রভাব থেকে তুরস্ককে মুক্ত রাখা । (৩). পাশ্চাত্য গণতন্ত্রিক ধাঁচে তুরস্কের শাসন তন্ত্র রচনা করা । তবে তরুণ তুর্কি আন্দোলনের পূব থেকেই বেশ কিছু যুবক গুপ্ত সমিতি গঠন করে আধুনিক সংস্কারের দাবি তুলেছিল । এই অবস্থায় তরুণ তুর্কি আন্দোলন শুরু হলে বিশেষত সেনাবাহিনীরও একাংশ আন্দোলনের প্রতি সমর্থন জানালে সুলতান অভ্যন্তরীন সংস্কার সাধনে রাজি হন ।
![]() |
অটোমান তুর্কি ও ফরাসি ভাষায় লেখা পিতৃভূমি দীর্ঘজীবী হোক, জাতি দীর্ঘজীবী হোক, স্বাধীনতা দীর্ঘজীবী হোক শ্লোগান নিয়ে তরুণ তুর্কি উড়োজাহাজ। |
১৯০৮ সালে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে পার্লামেন্ট গঠন করার কথা ঘোষনা করেন । কিন্তু পরের বছরই তিনি পার্লামেন্ট ভেঙ্গে দেন এবং তরুণ তুর্কি আন্দোলন দমনে প্রয়াসী হলে তুরস্কে গৃহযুদ্ধ শুরু হয় ৷ এই গৃহযুদ্ধে তুরস্কের সুলতান পরাজিত হন এবং তার ভ্রাতা পঞ্চম মহম্মদকে সিংহাসনে বসানো হয় ৷ পঞ্চম মহাম্মদের শাসনকালে নানান প্রগতিশীল শাসন সংস্কার প্রবর্তিত হয় ৷
তরুণ তুকি আন্দোলন সাফল্য লাভ করলেও প্রশাসনিক অনিভিঞ্জতার কারণে, তা খুব একটা ফলপ্রসূ হয়নি । তরুণ তুকিরা মনে করেছিল, স্বৈরাচারী রাজতন্র এবং গোড়া মোল্লাতন্ত্রের অবসান ঘটালেই দেশের সমস্ত সমস্যা মিটে যাবে, বলা বাহুল্য অভিজ্ঞতার অভাবে শাসনব্যবস্থা ক্রমেই দুর্বল ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে ৷ এছাড়াও অতুর্কী জনগণের ওপর তুর্কিকরণ নীতি চাপিয়ে দেওয়া হলে তুরস্কের অতুর্কি জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে ৷ সর্বোপরি তুরস্কের এই সমস্যা পূর্বাঞ্চল সমস্যা কে জটিল করে তোলে ৷
![]() |
1909 সালে তরুণ তুর্কি (CUP) কমিটি |
Images source:- Wikipedia