নেপোলিয়ন বিপ্লবের সন্তান না ধ্বংসকারী অথবা,নেপোলিয়নকে 'বিপ্লবের সন্তান' হিসেবে আখ্যায়িত করা কি যুক্তিযুক্ত?
নেপোলিয়ন বোনাপার্টের বহুমুখী চরিত্রের মূল্যায়নের শেষে একক সিদ্ধান্তে পৌঁছানো কঠিন ৷ সেন্ট হেলনা দ্বীপে নির্বাচিত অবস্থায় তার রচিত আত্মজীবনী গ্রন্থ থেকে যে "নেপোলিয়ন লেজেন্ড" গড়ে উঠেছে তা এই বিতর্কের নতুন মাত্রা যোগ করে । এই গ্রন্থে তিনি নিজেই এক স্থানে নিজেকে "বিপ্লবের সন্তান" বলে অভিহিত করেছেন আবার অন্যত্র নিজেকে "বিপ্লবের ধ্বংসকারী" বলতেও দ্বিধাবোধ করেনি । ফরাসি বিপ্লবের নির্বাহক হিসাবে তার ভূমিকা ইতিবাচক না নেতিবাচক সে বিষয়ে ঐতিহাসিক মহলে বহু বিতর্ক আছে ৷
ফেডারিক ম্যাশন মনে করেন যে," নেপোলিয়ন ছিলেন বিপ্লবের প্রতীক ৷" ফরাসি বিপ্লবের লক্ষ্য ছিল স্বাধীনতা,গণতন্ত্র ও সাম্যের প্রতিষ্ঠা ৷ নেপোলিয়ান বিপ্লবের অন্যতম আদর্শ সাম্যকে গ্রহণ রক্ষন ও পরিবর্ধন করেছিল ৷ এই অর্থে তাকে বিপ্লবের সন্তান বলা যায় ৷ নীল রক্ত সম্ভূত না হয়েও তিনি ফরাসি সিংহাসনে অধিষ্ঠিত হন । যা বিপ্লব ছাড়া কোনভাবে সম্ভব ছিল না ৷ তিনি ঈশ্বর প্রদত্ত রাজক্ষমতার তত্ত্বের ওপর কুটারঘাত করেন ৷ এইভাবে নেপোলিয়ন বিপ্লবের লক্ষ্য ও নিজের ব্যক্তিত্বকে অভিন্ন করে তুলেছিলেন ৷
নেপোলিয়ন বলতেন ,"জাতি যা চাই তা স্বাধীনতা নয়, সাম্য ৷" ১৭৯১ থেকে ৯৪ খ্রিস্টাব্দের মধ্যে গৃহীত বিপ্লবী সিদ্ধান্তগুলিকে তিনি যথার্থ মর্যাদা দেন ৷ সামন্ত প্রথা, স্থানীয় শুল্ক এবং বিশেষ অধিকার বিলোপের ক্ষেত্রে তার আন্তরিকতা ছিল লক্ষণীয় ৷ ধনী দরিদ্র নির্বিশেষ যোগ্যতা অনুযায়ী সরকারী উচ্চপদ লাভের বিপ্লবী ধারা তিনি বজায় রাখেন ৷ বিপ্লবী যুগের ভূমি ব্যবস্থাও তিনি বজায় রাখেন ৷ কোড নেপোলিয়ন প্রণয়নের মাধ্যমে তিনি আইনের চোখে সমাধিকার এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠার জন্য পোপের সঙ্গে "Concondal" স্বাক্ষর করেন ৷ পৈত্রিক সম্পত্তিতে সন্তানদের সমান অধিকার, ভূমিদাস প্রথার বিলোপ, শিক্ষা সংস্কার, অর্থসংস্কার,লিজিয়ান অফ অনার প্রভৃতির মাধ্যমে বিপ্লবের উদারতা ও গণমুখী দৃষ্টিভঙ্গিকে তিনি তুলে ধরেন।
ঐতিহাসিক সোরেল মনে করেন যে," রাজ্য জয়ের মধ্য দিয়ে নেপোলিয়ান বিপ্লবকে সম্প্রসারিত করেছেন ৷" তার সেনাদল ইতালি,জার্মানি ও ইউরোপের যেখানে গেছে সেখানেই পুরাতন তন্ত্র ভেঙে উদারতন্ত্র সম্প্রসারিত হয়েছে ৷ তাই ফিলিপ গুয়েদোলা বলেছেন," নেপোলিয়নের সাম্রাজ্য বিস্তার বিপ্লব বিরোধী ছিল না লেফেফর ও স্বীকার করেছেন, "বিপ্লবের ধারক ও বাহক হিসেবে নেপোলিয়নের অবদান অনস্বীকার্য ৷"
অন্যদিকে সেতোব্রিয়া,তেইন জর্জ রুদে, টমসন ও গ্যারোট প্রমুখ ও ঐতিহাসিকগণ নেপোলিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী হিসেবে চিহ্নিত করেছেন ৷ বিপ্লব যে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছিল তা নেপোলিয়নের সিংহাসন আরোহণের পর তার অবসান ঘটে ৷ সর্বসাধারণের প্রত্যক্ষ ভোটে আইনসভার নির্বাচন রদ করেন প্রাদেশিক আইনসভা গুলির ক্ষমতা কমিয়ে তিনি ফ্রান্সের স্বৈরাচারী একনায়কতন্ত্র প্রতিষ্ঠায় আগ্রহী হয়ে ওঠে ৷ তাই ঐতিহাসিক ওলার বলেছেন, "নেপোলিয়নের সম্রাট পথ পাওয়ার সঙ্গে সঙ্গে ফরাসি বিপ্লবের সমাধি রচিত হয় এছাড়াও সংবাদপত্রের কণ্ঠরোধ বাক স্বাধীনতা হরণ বিনা বিচারে গ্রেফতার প্রভৃতির মাধ্যমে তিনি বিপ্লবের ধ্বংসই সাধন করেন ৷"
অনেকের মতে সাম্য কেউ নেপোলিয়ন গুরুত্ব দেননি, দরিদ্রদের স্বার্থে তিনি "ল অফ ম্যাক্সিমাম" এবং "ল অফ মিনিমাম" পুনর প্রতিষ্ঠা করেন নি ৷ পোপের সঙ্গে তার ধর্ম চুক্তিও ছিল বিপ্লব বিরোধী ৷ তার শিক্ষানীতির প্রধান উদ্দেশ্য ছিল একদল অনুগত নাগরিক সৃষ্টি করা ৷ তিনি বুর্জোয়া শ্রেনীকে অধিক সামাজিক অর্থনৈতিক অধিকার দিলে সামাজিক বৈষম্য প্রকট হয়ে ওঠে ৷ সাম্রাজ্য বিস্তারের মাধ্যমেও তিনি বিপ্লবের কোন আদর্শ সম্প্রসারণ করেননি বিভিন্ন জাতি গোষ্ঠী আশা আকাঙ্ক্ষার প্রতি তিনি কোন সহানুভূতি দেখার নি ৷
তাই গুডউইন ফিশার প্রমুখ ও ঐতিহাসিকগণ মনে করেন ডাইরেক্টরি শাসনব্যবস্থা ছিল বিপ্লবের শেষ পর্যায়ে । ফিশার এর মতে," তার শাসনের একটি সবিরোধিতা ছিল ৷" বস্তুত নেপোলিয়নের শাসনের এই সবিরোধিতা তার কার্যকলাপের কোন কোন ক্ষেত্রে বিপ্লবের সমর্থক করে তুললেও ৷ আন্তরিকভাবে তিনি বিপ্লববাদী ছিলেন না তাই দ্বিধাহীন চিত্রে নিজেকে "বিপ্লবের ধ্বংসকারী" ও বলেছেন। এই সমস্ত যুক্তি গুলিকে বিচার করে হেজেন বলেছেন,"সেন্ট হেলেনাই নেপোলিয়নের দুটি বিখ্যাত উক্তির মধ্যে কিছু সত্য ও কিছু ভুল নিহিত আছে।