জাতীয়তাবাদ ও উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝ।
আধুনিক রাষ্ট্রনীতির দুটি গুরুত্বপূর্ণ ধারণা হল জাতীয়তাবাদ ও উগ্র জাতীয়তাবাদ। এই দুটি বিষয়ই মূলত ভাবগত ধারণা বা মানুষের মনের অনুভূতি।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
জাতীয়তাবাদ
![]() |
১৯১৬ সালের একটি পোস্টকার্ড যেখানে প্রথম বিশ্বযুদ্ধের কিছু মিত্রশক্তির জাতীয় রূপ দেখানো হয়েছে , প্রতিটিতে একটি করে জাতীয় পতাকা রয়েছে। |
জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি প্রভৃতি এক বা একাধিক কারণে যখন কোনো জনগোষ্ঠীর মনে গভীর একাত্মবোধ জেগে ওঠে, একাত্মবোধের ফলে সেই জনগোষ্ঠীর মানুষ সুখ-দুঃখ, ন্যায়-অন্যায়ের সমান অংশীদার বলে নিজেকে মনে করে তখন সেই জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি হয়। এই জাতীয়তাবোধের সলে দেশপ্রেম যুক্ত হয়ে যেরাষ্ট্রনৈতিক আদর্শ গড়ে ওঠে তাকে জাতীয়তাবাদ বলে।
উগ্র জাতীয়তাবাদ
প্রকৃত জাতীয়তাবাদের মূলনীতি হল 'নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও'। জাতীয়তাবাদ কখনও অন্য জাতি বা নেলকে ঘৃণা করতে শেখায় না, বরং বিভিন্ন জাতি ও দেশের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সহমর্মিতা প্রসারের কথা বলে। কিন্তু দেখা যায় যে। বিংশ শতকে কোনো কোনো রাষ্ট্রে জাতীয়তাবাদ উগ্র বা বিকৃত রূপ ধারণ করেছে। যে আতীয়তাবাদ বিভিন্ন জাতির মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আংস করে জাতিবিয়েন প্রকার করে এবং সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ প্রভৃতি শোষণমূলক ধারণাকে সমর্থন করে তাকে উগ্র জাতীয়তাবাদ বলে।