আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝ? উগ্র জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতাবাদের সম্পর্কের বৈসাদৃশ্য কী?

আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝ? উগ্র জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতাবাদের সম্পর্কের বৈসাদৃশ্য কী?

আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝ? উগ্র জাতীয়তাবাদের সলে আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক বৈসাদৃশ্য কী?

ধুনিককালে দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক যারণ্য হল আন্তর্জাতিকতাবাদ এবং উগ্র জাতীয়তাবাদ।

আন্তর্জাতিকতাবাদ

আপনি চাইলে এগুলো পড়তে পারেন
আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝ? উগ্র জাতীয়তাবাদের সলে আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক বৈসাদৃশ্য কী?

যে মানসিকতার মাধ্যমে জাতির সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে বিশ্ব-মানবতার য্যে একাত্ম হওয়া যায় তাকে আন্তজাতিকতাবাদন বলে। অর্থাৎ, নিজ দেশ ও জাতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশ ও জাতির প্রতিও শ্রদ্ধাশীল থেকে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ধারণাই হল আন্তর্জাতিকতাবাদ।

উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক/বৈসাদৃশ্যঃ-

আন্তর্জাতিকতাবাদ প্রকৃত জাতীয়তাবাদের পরিপুরক হলেও উগ্র জাতীয়তাবাদের সম্পূর্ণ বিরোধী।

  1. উগ্র জাতীয়তাবাদ জাতিবিদ্বেষ বৃদ্ধিতে উস্কানি দেয়। কিন্তু আন্তর্জাতিকতাবাদ বিভিন্ন জাতির মধ্যে বিরোধ ও ঘৃণার অবসান ঘটিয়ে সুসম্পর্ক সহাবস্থানের বাণী প্রচার করে। 
  2. উগ্র জাতীয়তাবাদ যুদ্ধকে সমর্থন করে এবং যুদ্ধ সৃষ্টিতে উস্কানি দেয় । আন্তর্জাতিকতাবাদ বিশ্ব ও সমাজের সঙ্গে সুসম্পর্ক ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার কথা বলে । 
  3. বিগত দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পশ্চাতে উগ্র জাতীয়তাবাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই উগ্র জাতীয়তাবাদের করাল গ্রাস থেকে। পৃথিবীকে রক্ষার উদ্দ্যেশ্যে আন্তর্জাতিকতাবাদের প্রসার অত্যন্ত জরুরি বলে বিভিন্ন চিন্তাবিদ মনে করে।

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟