আলেকজান্ডারের ভারত আক্রমনের কারণ সম্পর্কে আলোচনা কর বা,আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল আলোচনা করো।
আলেকজান্ডারের ভারত আক্রমনের কারণ
ম্যাসিডোনিয়ার শাসক দ্বিতীয় ফিপলশের মৃত্যুর পর ম্যাসিডোনিয়ার সিংহাসনে বসেন আলেকজান্ডার, সিংহাসনে বসার পর সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ দমন করে বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখেন, বীর আলেকজান্ডার ৩৩৪ খ্রীষ্টপূর্বাব্দে এশিয়া অভিযানে বের হয়ে পারসিকদের দমন করে এশিয়া মাইনর দখল করেন ৷ এর পর একে একে সিরিয়া, প্যালেস্টাইন, মিশর দখল করার পর 377 খ্রীষ্টপূর্বাব্দে আফগানিস্তান ও ভারত দখল অভিযান করেন । তার এই ভারত আক্রমনের কারণ নিয়ে ঐতিহাসিক মহলে একাধিক কারণ রয়েছে ।
আলেকজান্ডারের উত্তর পশ্চিম ভারত আক্রমনের পূর্বে সেখানে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, ক্ষুদ্র রাজ্য গুলির মধ্যে অনৈক্য ছিল ৷ যা আলেকজান্ডারকে ভারত আক্রমনের উৎসাহ দিয়েছিল, এক্ষেত্রে তিনি যুদ্ধ ছাড়া বিভিন্ন রাজ্যে দূত পাঠিয়ে রাজ্য জয়ের পরিকল্পনা ফরেন । তক্ষশিলার রাজা অম্ভি দূত পাঠানোর আগেই আত্মসমার্পন করেন, তাতে আলেকজান্ডার ভারত অভিযানে অগ্রহী হন, এরই পাশাপাশি তিনি একাধিক প্রতিরোধের সম্মুখীন হন । যেমন ঝিলাম এবং চেনার নদীর মধ্যবর্তী ভূভাগের রাজা পুরু তার বশ্যতা স্বীকার করেনি, উভয়ের মধ্যে যুদ্ধ ইতিহাসে হিদাস পিসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ নামে পরিচিত। (৩২৬ খ্রীঃ পূর্বাদে) এই যুদ্ধে পুরু পরাজিত হন ৷
আলেক জান্ডারের ভারত আক্রমনের প্রধান এবং প্রথম কারণ ছিল উচ্ছ্বাশা ৷ তিনি এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে চেয়েছিল ৷ উত্তর পাশ্চিম ভারত ছিল পারস্য সম্রাজ্যের একটি প্রদেশ তাই তিনি ভারত আক্রমন করেছিলেন । তা ছাড়া পারস্যর সঙ্গে যুদ্ধের কিছু কিছু ভারতীয় রাজা পারস্য সম্রাটকে সৈন্য দিয়ে সাহায্য করেছিলেন ৷ তাই তিনি ভারত আক্রমণ করেন, ৷ তাছাড়া তিনি মনে করতেন গ্রিক সভ্যতা সর্বশ্রেষ্ঠ সেই উদ্দেশ্যেই ভারত অভিযান, আবার হেরোডোটাস ও অন্যান্য গ্রিক লেখকরা ভারতের প্রস্তুত সম্পদের কথা বলেন যা তিনি লাভ করতে চেয়েছিলেন, অধ্যাপক বিউরির মতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি করাও তার ভারত আক্রমনের অন্যতম কারণ ছিল ।
ভারতে আলেক জান্ডারের জয় লাভের একাধিক কারণ ছিল যেমন, তাঁর সৈন্যবাহিনী ও হাতিয়ার, ভারতের রাজনৈতিক অনৈক্য, দেশীয় রাজ্যের মধ্যে বৈরী মনোভাব, কিন্তু রাজাব বিশ্বাসঘাতকতা । তবে সবার উপরে ছিহ আলেকজান্ডারের দৃঢ় মানসিকতা, তার অভিমানের মাধ্যমে ফুটে উঠেছে ভারতীয় সৈন বাহীনির দৈন্য দশা এবং রাজাদের মানসিকতা, তবে সংস্কৃতিগত দিক থেকে এই অভিমান ভারতের পক্ষে কিছুটা হলেও শুভ হয়েছিল ৷