নেহেরু রিপোর্ট সম্পর্কে আলোচনা কর অথবা, Nehru Report 1928

 নেহেরু রিপোর্ট সম্পর্কে আলোচনা কর অথবা, Nehru Report 1928

নেহেরু রিপোর্ট সম্পর্কে আলোচনা কর অথবা, Nehru Report 1928

ভারত সচিব লর্ড বাকেনহেড(১৯২৪-২৮খ্রিঃ.) দুবার ভারতীয় নেতৃবৃন্দকে সকল রাজনৈতিক দলের গ্রহণযোগ্য এক সংবিধান রচনার চ্যালেঞ্জ জানিয়েছিলেন ৷ এই ব্যাপারে ভারতীয় অক্ষমতার প্রতি তিনি বিদ্রুপাত্মক কটাক্ষ করতেও দ্বিধাবোধ করেনি ৷ ভারত সচিবের এই চ্যালেঞ্জ কংগ্রেস গ্রহণ করে এবং মুসলিম নেতা এ এম আনসারী নেতৃত্বে দিল্লিতে ১৯২৮ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত একটি সর্বদলীয় সম্মেলনে মতিলাল নেহেরু নেতৃত্বে গঠিত একটি কমিটির উপর ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয় ৷ মতিলাল নেহেরুর আগস্ট মাসে সর্বদলীয় সম্মেলনের লখনৌ অধিবেশনে ভারতের স্বায়ত্তশাসন প্রবর্তনের প্রস্তাব দিয়ে সংবিধানের একটি খড়সা পেশ করেন এটি নেহেরু রিপোর্ট নামে পরিচিত ৷


এই রিপোর্টে কতগুলি প্রস্তাব পেশ করা হয় সেগুলি হল , যথা -

  1. ভারতকে পূর্ণ ডমিনের মর্যাদা দিতে হবে 
  2. কেন্দ্রে ও প্রদেশের দায়িত্বশীল সরকার গঠন করতে হবে কেন্দ্রীয় আইন পরিষদের নিম্নপক্ষ ও প্রাদেশিক আইন পরিষদ গুলির জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হবে 
  3.  প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন প্রবর্তন করতে হবে এবং কেন্দ্রে ও প্রদেশের মধ্যে ক্ষমতা সুনির্দিষ্ট ভাবে বন্টন করতে হবে 
  4. সংবিধানের জনগণের মৌলিক অধিকার স্বীকৃত থাকবে ও সংখ্যালঘু সম্প্রদায়গুলি ধর্মভাষা ও সংস্কৃতির নিরাপত্তা বিধান করতে হবে 
  5. কয়েকটি ক্ষেত্রে আসন সংরক্ষণের ব্যবস্থা ছাড়া সর্বত্র যৌথ নির্বাচন প্রচলন করতে হবে
  6. যেসব প্রদেশে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে মুসলিম আসন সংরক্ষণ করা সম্ভব হতে পারে
  7. সিন্ধকে বোম্বে থেকে আলাদা করা , 
  8. এন.ডব্লিউ.এফ.পি.কে পূর্ণ প্রাদেশিক মর্যাদা দেওয়া , 
  9. দক্ষিণ ভারতে একটি নতুন কানারি-ভাষী প্রদেশ কর্ণাটিক প্রতিষ্ঠা করা ।
  10. হিন্দীকে ভারতের সরকারী ভাষা করা ।


রিপোর্ট প্রকাশিত হলে ভারতের রাজনৈতিক দলগুলি পৃথকভাবে ওই রিপোর্টের বিচার বিবেচনা করে কংগ্রেসের কার্যনির বাহক সমিতি এটা সমর্থন করে, কিছু শিখ নেতৃবৃন্দ রিপোর্টে প্রস্তাবিত সাম্প্রদায়িক ধারাগুলি গ্রহণে অসম্মত হন । সংখ্যালঘু হিসেবে ওদের বিশেষ অধিকার গুলি স্বীকৃত না হওয়ায় হরিজনেরা অসন্তুষ্ট হন ৷ জাতীয়তাবাদী মুসলমানেরা নেহেরুর রিপোর্ট মেনে নেয় ৷ কিন্তু দিল্লিতে ১৯২৮ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সর্বদলীয় মুসলিম সম্মেলনে নেহেরু রিপোর্টের প্রস্তাবগুলি বর্জন করে ৷

তোমাকে অনেক ধন্যবাদ নেহেরু রিপোর্ট সম্পর্কে আলোচনা কর অথবা, Nehru Report 1928 এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟