বর্ণবৈষম্য বা অ্যাপারথেইড (Apartheid) -এর ওপর সংক্ষিপ্ত টীকা লেখো।

বর্ণবৈষম্য বা অ্যাপারথেইড (Apartheid) -এর ওপর সংক্ষিপ্ত টীকা লেখো।

বর্ণবৈষম্য বা অ্যাপারথেইড(Apartheid) -এর ওপর সংক্ষিপ্ত টীকা লেখো। 

 বর্ণবৈষম্য বা অ্যাপারথেইড

ক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বাদের জন্য আফ্রিকার অব উপনিবেশ বহুদিন পর্যন্ত পূর্ণ হয়নি ৷ ১৯১০ খ্রিঃ দক্ষিণ আফ্রিকার স্বাধীন হয়েছিল কিন্তু ওই এলাকার কালো মানুষদের কাছে এই স্বাধীনতার কোন স্বার্থ কি ছিল না ৷ কারণ ইংরেজরা দক্ষিণ আফ্রিকাকে স্বাধীন দেশের মর্যাদা দিলেও তারা সংখ্যালঘু শ্বেতাঙ্গদের হাতে সমস্ত ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেই।

Related Posts

১৯৪৮ খ্রিস্টাব্দে আফ্রিকার "Nationalist"  ক্ষমতায় আসার পর থেকে বর্ণবৈষম্য তীব্র আকার ধারণ করে ৷ শিক্ষা, যাতায়াত, যানবাহন, বাসস্থান, চাকরি সমস্ত ক্ষেত্রে আফ্রিকান কৃষ্ণাঙ্গ আদিবাসীদের আলাদা করে দেয়া রাখা হতো ৷ এই কৃষ্ণবর্ণ আফ্রিকা  বাসীদের দৈহিক সময়ের কাজ করতে হতো ৷ কল কারখানায় মজুর ও কারিগর হিসাবে তাদের কাজ করতো ৷ ফলে কারখানা অঞ্চলে তাদের বসবাস করতে হতো ৷ শহরাঞ্চলে কারখানা অবস্থিত হলেও শহরের যে কোন অঞ্চলে বসবাস করার অধিকার তাদের ছিল না ৷ শ্বেতকাই ব্যক্তিবর্গের বাসস্থান থেকে দূরে পৃথক স্থানে এদেরকে বসবাস করতে হতো । এই সকল স্থানে নাগরিক জীবন যাপনের সুযোগ সুবিধার ছিল না বললেই চলে ৷ শ্বেতকাই ও কৃষ্ণকায় জাতি বর্গের মধ্যে যেকোনো প্রকার বিবাহ বন্ধন নিষিদ্ধ ছিল ৷ এইভাবে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্কায় দের মধ্যে কৃত্রিম বৈষম্য সৃষ্টি করা হয় ।

দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের উপর নির্যাতন চলত ৷ মানব সভ্যতার প্রায় এক অভিশাপ হলেও বর্ণ বর্ণবৈষম্যবাদ ৷ এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসের পরিচালনায় বর্ণ বৈষম্য বিরোধী কৃষ্ণাঙ্গদের আন্দোলনের অগ্রগতা ঘটেছিল ৷ আফ্রিকায় ন্যাশনাল কংগ্রেসের কৃষ্ণাঙ্গ নেতা লেনসন ম্যান্ডেলার তত্ত্বাবধানে তারা সমগ্র ইউনিট তৈরি করে যার নাম দেয় জাতির বর্ষা ফলক ৷ সেই সময় লেনসন ম্যান্ডেলা বলেছিলেন বলেছিলেন,"Fifty years of non-violence had brought the African people nonating but more and more repressive legislation and fewer and pewer Rights". তাই অহিংসার পথে অন্যায়ের প্রতিকার সম্ভব নয় ৷ 

অবশেষে, ১৯৬৪ খ্রিস্টাব্দের লেন্সের ম্যান্ডেলাকে গ্রেফতার করা হয় তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেওয়া হয় ও আফ্রিকায় ন্যাশনাল কংগ্রেসকে নিষিদ্ধ করা হয় ৷ ১৯৯০ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে মেন্ডেলাকে মুক্তি দেওয়া হয় এর ফলে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় । ১৯৯৪ খ্রিস্টাব্দে নির্বাচনে তার দল বিপুল সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন সেই সঙ্গে শেষ হয় বর্ণবৈষম্যের অধ্যায় ৷

Related Posts
তোমাকে অনেক ধন্যবাদ বর্ণবৈষম্য বা অ্যাপারথেইড (Apartheid) -এর ওপর সংক্ষিপ্ত টীকা লেখো। এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟