ইউরো (EURO) কি এবং এর ইতিহাস সম্পর্কে আলোচনা কর

ইউরো (EURO) কি এবং এর ইতিহাস সম্পর্কে আলোচনা কর

 ইউরো (EURO) কি এবং এর ইতিহাস সম্পর্কে আলোচনা কর


ইউরো (EURO) কি এবং এর ইতিহাস সম্পর্কে আলোচনা কর

ইউরো (EURO) কি এবং এর ইতিহাস সম্পর্কে আলোচনা কর


ইউরো (EURO)


১৯৯২ সালে মাসট্রিকট চুক্তির মাধ্যমে ইউরোপীয় গোষ্ঠী ইউরোপীয় ইউনিয়নে রূপান্তরিত হয়েছিল ৷ এই চুক্তির অন্যতম মূল উদ্দেশ্য ছিল সদস্য রাষ্ট্রগুলির মধ্যে একটি অভিন্ন মুদ্রা ব্যবস্থা চালু করা ৷


অভিন্ন মুদ্রা চালু :-

 

                         ১৯৮৯ সালে ১লা জানুয়ারি সমগ্র ইউরোপের ব্যবহারযোগ্য একটি অভিন্ন মুদ্রা চালু করা হয়েছে ইউরো নামে পরিচিত ৷ প্রাথমিক পর্যায়ে এই মুদ্রার ব্যবহার কেবলমাত্র আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে সংঘটিত লেনদেনের কাজে সীমাবদ্ধ ছিল ৷ সাধারণত মানুষের প্রত্যাহিত জীবনে এর ব্যবহার শুরু হয় ২০০২ সালে ১লা জানুয়ারি থেকে ৷ ইউরো চালু করার পেছনের দুটি উদ্দেশ্য ছিল ৷ প্রথম উদ্দেশ্য হ ছিল "ইউরোপের রাজনৈতিক সংহতিতে গতি সঞ্চার" এবং "দ্বিতীয় উদ্দেশ্য হলো 'ডলার' ও 'ইয়েনের' এর পাশাপাশি ইউরো কেউ আন্তর্জাতিক অর্থনীতিতে চালু করা ৷



মূল্যায়ন :- 


             বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্য থাকা সত্ত্বেও ইউরোর ডলারের সাথে ভালোভাবে প্রতিযোগিতা করে নিজের অস্তিত্বকে অখুন্ন রেখেছে ৷ তবে সাম্প্রতিক ইউরোপ জুড়ে অর্থনীতির মান্দার পরিপ্রেক্ষিতে ইউরোর গ্রহণযোগ্যতা নিয়ে কয়েকটি সদস্য রাষ্ট্রের নতুন করে প্রশ্ন করতে শুরু করেছে ৷


তোমাকে অনেক ধন্যবাদ ইউরো (EURO) কি এবং এর ইতিহাস সম্পর্কে আলোচনা কর এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟