টেনিস কোর্টের শপথ সম্পর্কে কি জানো অথবা টেনিস কোর্টের শপথ সম্পর্কে টীকা লেখ

টেনিস কোর্টের শপথ সম্পর্কে কি জানো অথবা টেনিস কোর্টের শপথ সম্পর্কে টীকা লেখ

টেনিস কোর্টের শপথ সম্পর্কে কি জানো অথবা, টেনিস কোর্টের শপথ সম্পর্কে টীকা লেখ

টেনিস কোর্টের শপথ সম্পর্কে কি জানো অথবা টেনিস কোর্টের শপথ সম্পর্কে টীকা লেখ


১৭৮৯ খ্রিস্টাব্দের নবনির্বাচিত জাতীয় সভা প্রথম অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা সকল সদস্যদের একই কক্ষে বসা এবং মাথাপিছু ভোটের দাবিতে সবর হয় ৷


টেনিস কোর্টের শপথঃ 

তৃতীয় শ্রেণীর প্রতিনিধিতে দাবি রাজা নাকোচ করলে ক্ষুদ্র প্রতিনিধিরা ১৭ জুন এক সভার নিজেদের সভাকে "প্রকৃত জাতীয় সভা" বলে ঘোষণা করে এবং দাবি করে কর ধার্য করার অধিকার শুধু তাদেরই আছে ৷ ঐতিহাসিক গ্রান্ট ও টেম্পারলি এই ঘটনাকে ফরাসি বিপ্লবের ক্ষুদ্র প্রতীক বলে অভিহিত করেন ৷

তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা ২০ই জুন তাদের সভা কক্ষে গিয়ে দেখেন যে সবে কক্ষটি তালাবদ্ধ রয়েছে এতে ক্ষুদ্র হয়ে তারা মিরাবো ও আবে সিইয়েসের নেতৃত্বে নিকটবর্তী টেনিস খেলার মাঠে জড়ো হয় সেখানে তারা শপথ গ্রহণ করে যে তারা যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা করতে পারবে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে ৷ এই ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত ৷


টেনিস কোর্টের শপথে তিন দিন পর তিন সম্প্রদায়ের ঐক্যবদ্ধ অধিবেশনের রাজা প্রথম দুই শ্রেণীর পক্ষ অবলম্বন করে তৃতীয় সম্প্রদায়ের সমস্ত দাবি অবৈধ বলে ঘোষণা করেন ৷ এরপর রাজা সভা কক্ষ ত্যাগ করলে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা সেনা অভিযানের হুমকি অপেক্ষা করে সেখানে অবস্থান করতে থাকে ৷


শেষ পর্যন্ত চাপে পড়ে রাজা দ্বিতীয় সম্প্রদায়ের দাবি মেনে নেন এইভাবে পরিচয় বিপ্লব প্রথম পর্ব সাফল্যের সঙ্গে শেষ হয় ৷ বুর্জোয়া নেতা ব্রেইলি ঘোষণা করেন যে তৃতীয় শ্রেণীর সবাই হল প্রকৃত জাতীয় সভা

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟