ফরাসী বিপ্লবে রুশোর অবদান কি ছিল?

ফরাসী বিপ্লবে রুশোর অবদান কি ছিল?

ফরাসী বিপ্লবে রুশোর অবদান কি ছিল?

ফরাসী বিপ্লবে রুশোর অবদান কি ছিল?


যে কোনো বিপ্লবের আগে মানুষের ভাব জগতে বিপ্লবী চেতনার বিকাশ ঘটা দরকার ফরাসি বিপ্লব (1789 খ্রিস্টাব্দ) সংগঠনের ক্ষেত্রে দেশের সাধারণ মানুষকে বিপ্লবী চেতনার উদ্বুদ্ধ করেছিলেন ৷ বিভিন্ন ফরাসি দার্শনিক এদের মধ্যে অন্যতম ছিলেন জ্যঁ জ্যাক রুশো



অষ্টাদশ শতকের ফ্রান্সের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য জনপ্রিয় দার্শনিক ছিলেন জ্যঁ জ্যাক রুশো ৷ তিনি তার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গ্রন্থ "সামাজিক চুক্তি"(social contact)- তে রাজার ঐশ্বরিক ক্ষমতার যুক্তি সহকারে খন্ডন করেন ৷ তিনি বলেন যে রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস হল জনগণ । কেননা "জনগণের ইচ্ছা"(General Will") অনুসারেই একদিন চুক্তির দ্বারা রাজা শাসন ক্ষমতা লাভ করেছিলেন ৷ তাই রাজাকে যেকোনো সময় ক্ষমতাচ্যুত করার অধিকার জনগণের আছে ৷ তিনি তার অসাম্যের সূত্রপাত (Origin Of Inequality) গ্রন্থে বলেন যে," মানুষ স্বাধীন হয় এবং সমান অধিকার নিয়ে জন্মায় কিন্তু বৈষম্যমূলক সমাজব্যবস্থা থেকে দরিদ্র ও পরাধীন করে ৷"




তোমাকে অনেক ধন্যবাদ ফরাসী বিপ্লবে রুশোর অবদান কি ছিল? এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟