সুলতানি যুগের সংস্কৃতির ক্ষেত্রে আমির খসরু কেন বিখ্যাত

সুলতানি যুগের সংস্কৃতির ক্ষেত্রে আমির খসরু কেন বিখ্যাত

সুলতানি যুগের সংস্কৃতির ক্ষেত্রে আমির খসরু কেন বিখ্যাত

সুলতানি যুগের সংস্কৃতির ক্ষেত্রে আমির খসরু কেন বিখ্যাত


সুলতানি যুগের একজন শ্রেষ্ঠ কবি,সঙ্গীতজ্ঞ এবং ঐতিহাসিক ছিলেন আমির খসরু ৷ তিনি তার বুদ্ধিমত্তা প্রতিভা ও শিক্ষায় সুলতানি যুগে এক একজন অতিন্দীয়বাদীতে পরিণত হয় । আমির খসরু ছিলেন সুফি সাধক নিজামউদ্দিন আউলিয়ার অন্যতম প্রধান শিষ্য ৷ সুলতানি যুগের সভা কবি হিসাবে তিনি দিল্লির দরবারে ১২৯০ খ্রিস্টাব্দ থেকে সুলতান জালালউদ্দিন খলজি থেকে মহম্মদ বিন তুঘলকের সময় পর্যন্ত দিল্লির দরবারে ছিলেন ৷ আমির খসরুর লিখিত ইতিহাস সমৃদ্ধি গ্রন্থ "খাজা- ইন-উল-ফতহু' এই গ্রন্থ থেকে আলাউদ্দিনের চরিত্র, কৃতিত্ব ত্রুটি দুর্বলতা সম্পর্কে নানা তথ্য পাওয়া যায় ৷ শুধু তাই নয় আলাউদ্দিনের রাজত্বের প্রথম ষোল বছর মালিক কাফুর কর্তৃত্ব দাক্ষিণাত্য বিজয়ের পরিচয় এই গ্রন্থ থেকেই পাওয়া যায় ৷ এছাড়াও তার আশিকা বা মসনভী নামক কবিতাগুলিও ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ ৷ আমির খসরু "তুঘলক" নামক গ্রন্থে সুলতান গিয়াস উদ্দিনের সিংহাসন দখলের প্রেক্ষাপট ও রাজ্যভিষেকের বিবরণ লিপিবদ্ধ করেছেন ৷ "কিরন-উস-সয়াদিন" গ্রন্থে থেকে বলবনের দ্বিতীয় পুত্র বুরগা খাঁর সঙ্গে সুলতান কাইকোবাদের সম্পর্ক টানা পোড়নের বিস্তীর্ণ বিবরণ দিয়েছেন।


বিখ্যাত কবি ঐতিহাসিক সংগীত আমির খসরু ভারত বর্ষকে ভালোবেসেছেন এবং তার সাথে এদেশের মানুষজন ভাষা প্রকৃতি ও পরিবেশকে ৷ তিনি ছিলেন প্রধান কবি ও সঙ্গীতজ্ঞ। তিনি তার কাব্যে ইতিহাসের প্রতিফলন ঘটিয়েছেন ৷ অধ্যাপক পিঠার হারভে লিখেছেন যে," আমির খসরু কবিতা লিখেছেন ইতিহাস লেখেন নি ৷" ঐতিহাসিক এর কাজ হল তথ্যের উপর ভিত্তি করে অতীতের পুনঃনির্মাণ ৷ কিন্তু খসরু ইতিহাস লিখেছেন শাসকের অনুরোধে পুরস্কারের লোভে বা খ্যাতির আশায় ফলে তার ইতিহাস লেখার প্রবাহ নানা মান ঘটনাবলীর পরম্পরা লক্ষ্য করা যায়নি ৷ তার বর্ণনায় অতি সংক্ষিপ্ত ও অতিরঞ্জন আছে বলে মনে করেন ৷


পরিশেষে বলা যায় আমির খসরু ইতিহাসে যেসব তথ্য সরবরাহ করেছেন সেগুলির গুরুত্ব কে এড়িয়ে দেওয়া যায় না ৷ খসরু সবচেয়ে বড় অবদান হলো তার লেখায় সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহাসিকের বহু উপাদান ছড়িয়ে আছে ৷ খসরু ইতিহাসের নতুন তথ্য সরবরাহ করেছেন এবং তার যুগকে অনেকাংশে আলোকিত করেছেন ৷ ভারতের 'তোতাপাখি' আমির খসরুকে যদি সহানুভূতির সঙ্গে বিচার করা হয় তাহলে দেখা যায় যে তিনি তার কাব্য প্রতিবার নিদর্শন তুলে ধরার চেষ্টা করেছেন এবং ইতিহাস সাহিত্যে তার অবদানকে অস্বীকার করা যায় না।

তোমাকে অনেক ধন্যবাদ সুলতানি যুগের সংস্কৃতির ক্ষেত্রে আমির খসরু কেন বিখ্যাত এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟