মাটিন লুথারের ৯৫ দফা তত্ত্ব বলতে কী বোঝো ? বা মাটির লুথারের ৯৫ থিসিস(95 thesis)
মাটিন লুথারের ৯৫ দফা তত্ত্ব বলতে কী বোঝো ?
ইউরোপের রিফর্মেশন বা ধর্ম সংস্কার আন্দোলন এর অন্যতম অন্যতম প্রবক্তা ছিলেন জার্মানির ওইটেনবাগ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাটির লুথার ৷ ১৫১৭ খ্রিস্টাব্দে ৩১ শে অক্টোবর ধর্মীয় স্বাধীনতা চুক্তি বা Indulgence বিষয়ে লুথার প্রকাশ করেন তার বিখ্যাত ৯৫ দফাতথ্য বা 95 Thesis ৷ ৯৫ দফাতথ্য কেই ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা পর্ব হিসেবে গণ্য করা হয় ৷ লুথার ছিলেন খ্রিস্ট ধর্মের গভীর অনুরাগী ৷ পাপ-পুণ্যের কথা চিন্তা করে তিনি প্রকৃত শান্তি লাভের আকাঙ্ক্ষায় আগস্টটাইন সংঘের যোগদান করেন ৷ বাইবেলের গভীর অনুধাপনের পর তিনি মনে করেন ভগবানের প্রতি অকৃত্রিম ভালবাসা ও মানসিক পরিবর্তনের মাধ্যমেই ঈশ্বর লাভ করা সম্ভব ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
Indulgence এর বিকৃতি তীব্র প্রতিবাদ জানিয়ে ৯৫ দফা তথ্য নামক প্রতিবাদ পত্রটি তখনকার রীতি অনুযায়ী উইকেনবার্গ বিশ্ববিদ্যালয়ের টাঙিয়ে দিয়ে ওভ সহ সকলের আহ্বান জানায়। এই তথ্যটি যুক্তিযুক্ত ভাবে ভ্রান্ত প্রমাণিত করায় এই তথ্যের মধ্যে দিয়ে পপের স্বর্গীয় ক্ষমতার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেন 95 দফা তত্ত্বের প্রকৃত উদ্দেশ্য ছিল অর্থাৎ ধর্মকে সম্মান রেখে সংঘটিত অনাচার নির্ধারণ ৷ ৯৫ দফা তথ্যে তিনি প্রশ্ন তোলেন "যদি মহামান্য পাপের মধ্যে বিপ্লবকে আত্মাকে যন্ত্রণা থেকে মুক্ত করার ক্ষমতা থাকে তবে তিনি কেন উদার দেখিয়ে তা বিনা অর্থে করছেন না"৷ ঈশ্বর কাকে স্বর্গরাজ্যে প্রবেশপত্র দেবেন আর কাকে দেবেন না সে সিদ্ধান্তই কোন মানুষের দ্বারা প্রভাবিত হতে পারেনা ৷
৯৫ তথা তথ্যে মূল লক্ষ্য ছিল চার্চে দুর্নীতি ও যাজকদের ক্ষমতা অপব্যবহার এবং অনুলুকতা সংক্রান্ত প্রশ্নকে ঘিরে উত্থাপিত হলেও এই তথ্যের মূল প্রতিবাদের দিকটি ছিল বাইবেলের অপব্যাখ্যা এবং মুক্তিপত্র সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ৷ মাটির লুথার পুটকে অন্যায় ভাবে ক্ষমতা দখলকারী বলতেও দ্বিধাবোধ করেনি ৷
মার্টিন লুথারের ৯৫ দফা তথ্য প্রকাশের সঙ্গে সমগ্র ইউরোপে জুড়ে তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় বিশ্ববিদ্যালয় সহ হাট বাজার সর্বত্র মানুষের চর্চার প্রধান বিষয় হয়ে ওঠেন মার্টিন লুথার ৷ অনেক জার্মান বাদী বাসি মনে করেন থাকেন অধ্যাপক মাটির লুথার বাইবেলের ডেভিডরূপে দুর্নীতিগ্রস্ত অত্যাচার কারি চার্চ ও রোমান চার্চকে সরাসরি দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করেছেন ৷ সমাজের বহু প্রভাবশালী মানুষ লুথার কে সমর্থন করেন ৷ জনসাধারণের নব উন্মাদনা দেখে যার তার আয়ের মূল্যবান উৎসটিকে যাতে চিরতরে বন্ধ না হয়ে যায় সেজন্য ধর্মযাজকরা (চার্চ ও রোমান চার্চরা) চেষ্টা চালান ৷ তারা প্রথমে লুথারকে বিনয় ও পড়ে ভৃত প্রদর্শন করতে থাকে ও তাকে ধর্মচ্যুত করার ভয় দেখান ৷ কিন্তু তত সত্ত্বেও লুথার তার মতে অবিচল থাকে ১৫২০ খ্রিস্টাব্দে লুচার ও পবিত্র রোমান সাম্রাজ্যের আক্রমণ করে "An Address To The Christan Nobility Of The German Nation","The Babylonish Captivity Of The Church","The Liberty Of A Christian Man" ইত্যাদি প্রকাশ করেন মাধ্যমে প্রচলিত ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে প্রোটিস্টান মতবাদ তুলে ধরেন ৷
সম্ভাব্য প্রশ্নঃ-
(১). মাটিন লুথারের ৯৫ দফা তত্ত্ব
(২).পঁচানব্বইটি থিসিস
(৩). Ninety-five Theses
(8).95 থিসিস সম্পর্কে মার্টিন লুথারের চিন্তা কি ছিল
(৫).মাটিন লুথারের ৯৫ থিসিস .