ইনডালজেন্স (indalgence) বা পাপমুক্তিপত্র বা মার্জনা পত্র সম্পর্কে টীকা লেখ

ইনডালজেন্স (indalgence) বা পাপমুক্তিপত্র বা মার্জনা পত্র সম্পর্কে টীকা লেখ

 ইনডালজেন্স (indalgence) বা পাপমুক্তিপত্র বা মার্জনা পত্র সম্পর্কে টীকা লেখ

ইনডালজেন্স (indalgence) বা পাপমুক্তিপত্র বা মার্জনা পত্র সম্পর্কে টীকা লেখ

চার্চের দুর্নীতির মধ্যে সর্বাপেক্ষা নিন্দনীয় ছিল indalgence অর্থাৎ অর্থের বিনিময়ে পাপ জনিত শাস্তি মুকুব করার শংসাপত্র ৷ এর স্বপক্ষে এরূপ ধারণা প্রয়োজনের চেষ্টা করা হয়েছিল যেকোনো অপরাধের জন্যই জরিমানা দ্বারা তার অপরাধ হতে অব্যাহত পাই ৷ অনুরুপভাবে কোন ব্যক্তি গরিব পাপ করে থাকলে তিনি যদি এই পাপ মুক্ত ক্রয় করে থাকেন তাহলে তার সকল পাপ নিষ্কৃত লাভ করা অর্থাৎ পাপ থেকে মুক্ত হওয়া সম্ভব এর মাধ্যমে অপরাধী সু কৌশলে অর্থ প্রদানের মাধ্যমে পাপ থেকে মুক্ত হওয়ার সহজ রাস্তায় চালিত হত ৷


ইনডালজেন্স (indalgence) বা পাপমুক্তিপত্র বা মার্জনা পত্র সম্পর্কে টীকা লেখ
A girl buying indulgence 

এই চরম অযৌক্তিকতা এবং ধর্মকে আশ্রয় করে একশ্রেণীর ব্যক্তি অসৎ উপায়ে অর্থ লাভের প্রচেষ্টার বিরুদ্ধে বহু যুক্তিবাদী মানুষই ভীষণভাবে অসন্তুষ্ট ও মর্মাহত হয়েছিলেন ৷ এদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলেন মাটির লুথার ৷ তিনি indalgence এর বিরুদ্ধে অত্যন্ত যুক্তিসঙ্গত ৯৫ টি বিষয়টি লিপিবদ্ধ করে উইডেনবার্গের গির্জায় দরজায় টানিয়ে দেন ৷ সুচিন্তিত এবং যুক্তিযুক্ত এই বিষয়গুলি জনমানুষের তীব্র আলোড়ন সৃষ্টি করে ৷




মুক্তিপত্রে যৌতিকতার প্রশ্নকে কেন্দ্র করে লুথার দ্বারা সৃষ্ট বিতর্ক অল্পদিনের মধ্যেই তাকে চরম বিরোধিতার সম্মুখে ফেললেও তিনি আবার স্পষ্ট ভাবে তদানীন্তন সমাজে ধর্মকে কেন্দ্র করে সৃষ্ট সকল অনাচার গুলির বিরুদ্ধে আরো পরিষ্কার প্রশ্ন উপস্থাপন করেন ৷ তিনি বাইবেলের বাণী কে তুলে ধরে প্রপের অভ্যান্তবাদের পুরোপুরি নাৎসাত করে দেন ৷ এমনকি তিনি অন্যায় ভাবে ক্ষমতা দখলকারী বলতেও দ্বিধাবোধ করেননি ৷ এরূপ বক্তব্যের জন্য খুব দশম লুই লুথার কে খ্রিস্টান জগত থেকে বহিষ্কারের নির্দেশ ঘোষণা করেন ৷ লুথার দশম লুই এর নির্দেশ মতো প্রকাশ্যে অগ্নি দগ্ধ করে । তার এই কার্য নিঃসন্দেহে প্রত্যন্তের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা বলা যেতে পারে ৷ আর এই যুদ্ধের উৎস হল indalgence বা পাপ মুক্তি পত্র বা মার্জনা পত্র ৷


About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟