ম্যানর ব্যবস্থা সম্পর্কে টীকা লেখ অথবা,ম্যানর ব্যবস্থা (Manorialism ) ---- টীকা লেখ ।
সমাজ বিবর্তনের তৃতীয় স্তর হলো মধ্যযুগের সামন্ততন্ত্র, রোমান সাম্রাজ্যের পতনের যুগে পশ্চিম ইউরোপে অরাজকতা ও অনিশ্চয়তার সৃষ্টি হলে মানুষ-নিরাপত্তার অভাব বোধ করে । পাশাপাশি কেন্দ্রীয় শক্তির দু তার ফলে গড়ে ওঠে সামন্ত ব্যবস্থা এবং এই সামন্ততান্ত্রিক সামন্ততান্ত্রিক সমাজে বা ব্যবস্থার অন্যতম ভিত্তি ছিল এই ম্যানর ব্যবস্থা। মূলত সামন্ততান্ত্রিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হিসাবে ম্যাশের ব্যবস্থাকে বিবেচশা করা হয়। এক্ষেত্রে ভূমির অধিকারী তার ম্যানর ভুক্ত সকল ভূমিদাস, কৃষকের উপর তার্থ; বিচার, এমনকি শাসম সংক্রান্ত সমস্ত প্রকার অধিকার ভোগ করতেন, বিনিময়ে ভূমিদাসরা ম্যানরে বাস এবং নিরাপত্তা ও জীবনধারণের অধিকার লাভ করে ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
সামন্ততান্ত্রিক সমাজের সামরিক সাহায্যের ওপর গুরুত্ব দিয়ে স্বাধীন মানুষের মধ্যে কোন শ্রেণীবিন্যাস রচিত হয়েছিল তার প্রকাশ শ্রেণীবদ্ধ ছিল অপেক্ষাকৃত নিচের স্তরে । কিন্তু সমাজের উৎপাদন ব্যবস্থা কে কেন্দ্র করে সমাজের নিম্ন স্তরের প্রভু ও অধীনস্থ প্রজার মধ্যে যে প্রাচীন ও দীর্ঘায়ু প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তা ম্যানর ব্যবস্থা নামে পরিচিত ৷ তবে এই ম্যানর ব্যবস্থা আবার খামার ব্যবস্থা নামেও পরিচিত। ফ্রান্সের এটি সেইন্যারি ব্যবস্থা নামে পরিচিত ৷
ফরাসি ঐতিহাসিক মার্ক বল্ক মনে করেন যে ম্যানার হল স্টেট ৷ যেই সীমানার মধ্যে বসবাস করত সামন্ত প্রজারা ও লর্ড , অর্থাৎ ভূস্বামী ৷ ভূস্বামীর জমিতে প্রজাকতৃক উৎপাদিত খাদ্যশস্যের ভাগীদারী হওয়া ছিল কর্তৃত্ব স্থাপনের মূল লক্ষ্য ৷ অধীনস্থ প্রজাদের উপর ভূসামি অধিকারের মাত্রা বা মাত্রার বিচারে ম্যানর বা ম্যানরে অন্তর্গত গ্রাম অথবা গ্রামগুলিতে সামন্ততান্ত্রিক শাসনের আঞ্চলিক বিভাগ হিসাবে বর্ণনা করা হতো ৷
সমগ্র ইউরোপে ম্যানর ব্যবস্থা চাষাবাদ করতে প্রায় ৬০ % জমি ছিল ম্যানার এর অধীনে, ম্যানর ভিত্তিক কৃষি উৎপাদনের মধ্য দিয়ে দ্রুত কৃষি সম্প্রসারণ ঘটে ৷ তাই মধ্যযুগের সমাজে সামন্ততান্ত্রিক প্রতিষ্ঠা হিসাবে ম্যানর ছিল অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ৷ ম্যানরের মূল কাঠামো এক অভিন্ন থাকলেও অঞ্চল বিশেষ ও সময়ের পরিপ্রেক্ষিতে এর বহিরঙ্গ কিছু পরিবর্তন লক্ষিত হয় ৷
মধ্যযুগে ইউরোপে সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর ব্যবস্থার বিশেষ ভূমিকা ছিল। যেখানে ম্যানর গুলি ছিল প্রসাশনিক কেন্দ্র, স্বয়ং সম্পূর্ণ, উৎপাদন ব্যবস্থাপক, তথা রাষ্ট্রের ক্ষুদ্র প্রতিরূপ, যা অর্থনৈতিক ও রাজমৈতিক কাঠামো গড়ে তুলতে সহায়ক হয়েছিল ।