ইরাসমাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর

ইরাসমাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর

  ইরাসমাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর

ইরাসমাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর


বজাগরণের যুগে সর্বাপেক্ষা সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন ইরাসমাস ৷ নেদারল্যান্ডের রটারডামে তিনি জন্মগ্রহণ করেন এবং খুব দরিদ্রতার মধ্যে বাল্যকাল ও ছাত্র জীবন অতিবাহিত করেছিলেন ৷ তিনি জ্ঞান অর্জনের জন্য জীবিকার জন্য ফ্রান্স,ইংল্যান্ড, বেলজিয়াম,ইতালি,সুইজারল্যান্ড ও জার্মানি প্রভৃতি দেশের বসবাস করতে বাধ্য হন ৷ এর ফলে কোন বিশেষ দেশ ইরাসমাসের জ্ঞান চিন্তা ধারা দৃষ্টিভঙ্গি প্রভৃতি গঠনের ওপর সুনির্দিষ্ট কোন প্রভাব বিস্তারিত করতে পারেনি । কিন্তু প্রত্যেক দেশেই জ্ঞানের চিন্তাধারা দৃষ্টিভঙ্গি প্রভৃতি গঠনের ব্যাপারে প্রয়োজনীয় সাহায্য দান করতে সমর্থ হয় ৷


Related Posts


ইরাসমাসের তুলনা একমাত্র ইরাসমাস সাধারণভাবে এ কথা বলা হলেও প্রকৃতপক্ষে তিনি ছিলেন খ্রিষ্টান প্রতিযোগীদের যথার্থ প্রতিনিধি ৷ এয়োদশ শতাব্দীর প্রথম দিক থেকে ইউরোপীয় সাংস্কৃতি ও চিন্তা জগতে দ্রুত পরিবর্তন দেখা দিয়েছিল ৷ এই সময় একদিকে ইউরোপের শিক্ষিত মানুষের মনে প্রচলিত ধর্ম, ধর্মীয় প্রতিষ্ঠান এবং যাজক সম্প্রদায়ের বিরুদ্ধে প্রচন্ড অসন্তুষ্ট দেখা দেয় ৷ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে উঠতে শুরু করে ৷ ইরাসমাস নবজাগরণ যুগের প্রকৃত প্রতিনিধি হিসেবে আত্মপরিচয় দেওয়ার জন্য ১৫১৬ খ্রিস্টাব্দের ল্যাটিন অনুবাদ সহ গ্রীক ভাষার সংস্কার প্রকাশ করেন ৷ তিনি এই সংস্করণের মুখবন্ধে বলেন -"আমার ইচ্ছে যে অল্পবুদ্ধির সম্পন্নার নারীগণের ও খ্রিস্টের জীবনী ও উপদেশ বলি এবং পল-এর রচনা সমূহ পাঠ করা উচিত" ৷


ইরাসমাস বিশ্বাস করতেন যে পণ্ডিতদের দার্শনিক তত্ত্বের আলোচনার দ্বারা ভারাক্রান্ত পৌত্তলিক ও ইহুদিদের মতামত দ্বারা প্রভাবিত বর্বর জাতিদের ধর্মীয় আরম্বন ও আচরণ অনুষ্ঠানের দ্বারা বিকৃত হয়ে প্রাচীন মৌলিক খ্রিস্টান ধর্ম তার সহজ ও সরলরূপ হারিয়ে ফেলেছে ৷ ইরাসমাস বিশ্বাস করতেন যে ধর্ম সংস্কার আন্দোলনের প্রধান উদ্দেশ্য নৈতিক জীবনের পুনর্গঠন ৷ তাই সর্বশেষে বলা যায় নবজাগরণ যুগের অন্যতম প্রধান পুরুষ ইরাসমাস ৷ তার জীবনের অসমাপ্ত কাজগুলো আজও শেষ করা সম্ভব হয়ে ওঠেনি ৷

তোমাকে অনেক ধন্যবাদ ইরাসমাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟