পৌরমানবতাবাদ বা civil humanniasm বলতে কী বোঝো অথবা পৌর মানবতাবাদ বলতে কী বোঝো আলোচনা কর
মানবতাবাদ হল পঞ্চদশ শতকের ইউরোপের ইতিহাসে একটি সাংস্কৃতিক এবং দার্শনিক আন্দোলন ৷ রেনেসাঁর পর থেকে মানবতাবাদের ধারণা উত্থিত হয়েছিল ৷ মানবতাবাদীরা বিশ্বাস করতেন যেসব মানুষই হলেন ঈশ্বরের সন্তান মানুষকে ভালবাসতে হবে ৷ এই চেতনা ধারার মধ্যে থেকেই পরবর্তীকালে অনেক কিছু পথের উদ্ভব হয় । যার মধ্যে একটি হল পৌর মানবতাবাদ বা civil humanniasm ৷ পৌর মানবতাবাদ বলতে বোঝায় পৌর বিষয়ে কতগুলি নীতি গ্রহণ করা ৷ যাতে পূর্ণ বিষয়ের নাগরিকরা সমান সুযোগ ভোগ করে ৷
ইতালির নগর রাষ্ট্রগুলিতে প্রজাতান্ত্রিক আদর্শ গড়ে উঠেছিল ৷ ইতালিতে মানবতাবাদের উত্থানের পেছনে কতগুলি পরিবারের বিকাশের সুযোগ ঘটিয়ে ছিল ৷ ইতালিতে মানবতাবাদী ধারণার বিকাশে শুধু বিখ্যাত পরিবারগুলি সাহায্য করেনি ৷ সাহায্য করেছিল বেশ কিছু চিন্তা নায়ক যারা হলেন লিওনার্দো ব্রুনী, ফেবি ও গ্রোন্ডা, ম্যাকিয়াভেলি প্রমুখ ৷
বস্তুত ইতালিতে নবজাগরণের গভীরতা বিচার করলে তা থেকে উদ্ধিত হতে থাকে ইতালির কেন্দ্রীয় মানবতাবাদের উত্থানের ইতিহাস ৷ শহরের শাসন ও গঠন মানবতাবাদ দ্বারা প্রভাবিত হয়েছিল ৷ এই মানবতাবাদ পৌর মানবতাবাদ প্রসঙ্গে ধর্মনিরপেক্ষ মানবতাবাদের কথা আছে ৷ সামাজিক গুরুত্ব পৌর শাসনের গুরুত্বের কথা ভাবতে শিখিয়েছিল ৷ শাসনের ভারসাম্য রেখে মানবতাবাদীর শিক্ষায় অভিষিক্ত প্রশাসকেরা প্রসব পৌরশাসন চালাবেন এবং প্রয়োজনে রাজা ও ধর্মযাজকদের তাদের ধারণা ও জ্ঞানের মাধ্যমে সাহায্য করবেন ৷ এ কথা ইউরোপের জন চিত্রে অভিনিবিষ্ট হতে সাহায্য করেছিল ৷ এইখান থেকে শুরু হয় পৌরমানবতাবাদ বা civil humanniasm ৷