টীকা লেখো: আকবরের 'নবরত্ন সভা'। অথবা, আকবরের রাজসভার পরিচয় দাও।
দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার মতো সম্রাট আকবরের রাজসভা সমকালীনত কালীন ভারতের বিশিষ্ট ৯জন জ্ঞানীগুণী ব্যক্তি দ্বারা অলংকৃত হয়েছিল। এঁদের সমন্বয়ে গঠিত সভাকে বলা হত 'নবরত্ন সভা'।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
- আবুল ফজলঃ ইনি ছিলেন সম্রাটের সভাকবি। তিনি রচনা করেন আইন-ই-আকবরিও আকবরনামা।
- ফৈজিঃ ইনি ছিলেন সভাকবি আবুল ফজলের ভ্রাতা। তিনি ছিলেন একাধারে সুকবি এবং অন্যদিকে চিকিৎসক।
- টোডরমলঃ টোডরমল ছিলেন সম্রাটের দেওয়ান বা রাজস্বমন্ত্রী।
- বীরবলঃইনি ছিলেন সম্রাটের দরবারি হাস্যরসিক ও পরামর্শদাতা।
- তানসেনঃ ইনি ছিলেন দরবারী সংগীতজ্ঞ।
- মানসিংহঃ মানসিংহ ছিলেন সম্রাটের সেনাপতি।
- আব্দুর রহিম খানঃ ইনি ছিলেন আকবরের অভিভাবক বৈরাম খানের পুত্র। তিনি ছিলেন একাধারে গীতিকার, কবি ও সেনাপতি।
- মোল্লা দো-পিঁয়াজাঃ ইনি ছিলেন রাজদরবারের বিদ্যক।
- ফকির আজিউদ্দিনঃ ইনি ছিলেন আকবরের মুখ্য উপদেষ্টা।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ আকবরের নবরত্ন সভা Akbar's Navaratna Sabha এই নোটটি পড়ার জন্য
